রজত কান্তি রায়, ঢাকা
তেড়েফুঁড়ে চৈত্রের রোদ তেতে উঠছে প্রতিদিন। গরমে প্রাণ ঠোঁটের কাছাকাছি। মানে ওষ্ঠাগত। সবাই কোনো না কোনো ঠান্ডা খাবার খোঁজেন এ সময়, শরীরটাকে কুল রাখতে। বিলকুল এ সময় শরীর কুল রাখতে হবে। তার জন্য ঠান্ডা খাবার ও আবহাওয়ার বিকল্প কিছুই নেই। মনে পড়ে নিশ্চয়ই, শৈশবে এই চৈত্রের খরতাপ ভেদ করে ভেসে আসত আইসক্রিমওয়ালার ডাক। পঁচিশ বা পঞ্চাশ পয়সার লাল বা মালাই দেওয়া আইসক্রিম জিভে ছোঁয়ালেই শরীরে রোমাঞ্চ জাগত। কাঠ আর থার্মোকল দিয়ে বানানো আইসক্রিমের বাক্সকে মনে হতো রহস্যময় জাদুর বাক্স। আইসক্রিমওয়ালাকে মনে হতো দুঁদে জাদুকর, যিনি বাক্সে হাত ঢুকিয়ে নিয়ে আসবেন পৃথিবীর রহস্যময় জমাটবাঁধা সুস্বাদু তরল। মনে পড়ে না?
মনে পড়ে, লাল কাপড়ে প্যাঁচানো মাটির হাঁড়ি বা ডেকচি মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে কেউ হেঁকে চলেছেন, ‘অ্যাই কুলফি, কুলফি লাগে কুলফি।’ কুলফি, হাঁড়ি আর মানুষের মাথার ভারসাম্য রক্ষার সে এক অদ্ভুত খেলা! সে খেলা দেখব নাকি কুলফি খাব? নাকি পঁচিশ পয়সার লাল আইসক্রিম? সে এক বিশাল দ্বিধার বিষয় ছিল। লাল আইসক্রিমে জিব হবে লাল আর কুলফির এলাচি ঘ্রাণ ছড়াবে চারদিকে। কোনটা? কিশোরমনের এভারেস্টসম সে দ্বিধা সহজে ভাঙতে চাইত না। কিন্তু বড় মনে কুষ্টিয়ার কুলফি যে দাগ কেটে গেছে, সেটা চাঁদের কলঙ্কের চেয়ে কোনো অংশে কম স্থায়ী নয়। আহা! এলাচির ঘ্রাণ ছড়ানো ‘কোফলি’ কখন যে বাঙালির কুলফি হয়ে গেল সেটা কেউ টেরই পেলাম না।
গবেষকেরা বলে থাকেন, ষোলো শতকের দিকে মোগলদের হেঁশেলে এই কোফলির জন্ম হয়। শব্দটি ফারসি, তবে তার আরবি উৎসও আছে। মোগল হেঁশেলের সঙ্গে যুক্ততার কারণেই কি কুলফিকে ইন্ডিয়ান আইসক্রিম বলা হয়? হবে হয়তো। কিন্তু আমি ভাবছি, আমাদের দেশে কুষ্টিয়ার কুলফি বিখ্যাত। খাঁটি দুধ জ্বাল দিয়ে ঘন করে বানানো কুষ্টিয়ার কুলফি কি রবীন্দ্রনাথ ঠাকুর খেয়েছিলেন? খেয়ে থাকলে ভালো। কিন্তু না খেয়ে থাকলে তিনি ভুল করেছেন।
সে যাক, এই গরমে নরম থাকতে বাড়িতেই বানাতে পারেন কুলফি নামের এই আইসক্রিম-জাতীয় খাবারটি। অবশ্য এর রেসিপি কিছুটা ফিউশন।
শাহি মালাই কুলফি
উপকরণ
দুধ ৩ কাপ, ডিমের কুসুম ২টি, কনডেন্সড মিল্ক ৩ থেকে ৪ টিন, চিনি ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, এলাচি গুঁড়ো আধা চামচ, পেস্তা বাদামকুচি ৩ টেবিল চামচ, জাফরান, কাঠবাদামকুচি ৩ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে দুধের সঙ্গে ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার, চিনি, কনডেন্সড মিল্ক একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হলে মিশ্রণটি চুলায় দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। সঙ্গে এলাচিগুঁড়ো, বাদামকুচি আর জাফরান দিয়ে দিন। একটু ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কুলফির ছাঁচে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ৬ থেকে ৮ ঘণ্টা।কুলফি
উপকরণ
দুধ ১ লিটার, কনডেন্সড মিল্ক ১ কৌটা, মিল্ক পাউডার ১ কাপ, ছোট এলাচিগুঁড়ো ১ চা-চামচের ৪ ভাগের ১ ভাগ, চিনি, জাফরান, পেস্তা বাদামকুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ ও মাওয়া।
প্রণালি
প্রথমে দুধ হালকা গরম করে নিন। অল্প একটুখানি দুধ কাপে তুলে তাতে ভিজিয়ে রাখা জাফরান দিন। এবার দুধে গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক মিশিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে তারপর চিনি ও মাওয়া মিশিয়ে নিন। ৫ থেকে ৭ মিনিট পর এলাচিগুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে একদম কম আঁচে রেখে ভেজানো জাফরান মেশানো দুধটুকু ঢেলে ভালো করে নেড়ে নিন। চুলা বন্ধ করে দুধের মিশ্রণে পেস্তা বাদামকুচি মিশিয়ে ঠান্ডা করে নিন। আইসক্রিমের ছাঁচে বা কুলফির গ্লাসে এ মিশ্রণ ঢেলে সারা রাত ডিপ ফ্রিজে রাখুন। পরদিন বা ইচ্ছেমতো সময়ে কুল হতে সে কুলফি খেতে পারেন।
নারকেল কুলফি
উপকরণ
১টি মাঝারি মাপের নারকেল কোরানো, দুধ আধা লিটার, কনডেন্সড মিল্ক ২ থেকে ৩ টেবিল চামচ, চিনি স্বাদমতো, লবণ স্বাদমতো।
প্রণালি
প্রথমে দুধ ফুটিয়ে নিন। দুধ কুসুম গরম থাকা অবস্থায় তাতে চিনি, নারকেল কোরানো, কনডেন্সড মিল্ক আর সামান্য লবণ ভালো করে মিশিয়ে নিন। অন্তত ৫ থেকে ১০ মিনিট ব্লেন্ড করুন। এবার মিশ্রণটি কুলফির ছাঁচে ঢেলে ছাঁচটি ফ্রিজে রেখে দিন। ৬ থেকে ৮ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন।
খাওয়ার আগে বের করে ওপর থেকে কেশর, কাজু, নারকেল কোরা ছড়িয়ে পরিবেশ করুন নারকেল কুলফি।
রেসিপি: শাহনাজ সুলতানা ও রাবেয়া আক্তার
তেড়েফুঁড়ে চৈত্রের রোদ তেতে উঠছে প্রতিদিন। গরমে প্রাণ ঠোঁটের কাছাকাছি। মানে ওষ্ঠাগত। সবাই কোনো না কোনো ঠান্ডা খাবার খোঁজেন এ সময়, শরীরটাকে কুল রাখতে। বিলকুল এ সময় শরীর কুল রাখতে হবে। তার জন্য ঠান্ডা খাবার ও আবহাওয়ার বিকল্প কিছুই নেই। মনে পড়ে নিশ্চয়ই, শৈশবে এই চৈত্রের খরতাপ ভেদ করে ভেসে আসত আইসক্রিমওয়ালার ডাক। পঁচিশ বা পঞ্চাশ পয়সার লাল বা মালাই দেওয়া আইসক্রিম জিভে ছোঁয়ালেই শরীরে রোমাঞ্চ জাগত। কাঠ আর থার্মোকল দিয়ে বানানো আইসক্রিমের বাক্সকে মনে হতো রহস্যময় জাদুর বাক্স। আইসক্রিমওয়ালাকে মনে হতো দুঁদে জাদুকর, যিনি বাক্সে হাত ঢুকিয়ে নিয়ে আসবেন পৃথিবীর রহস্যময় জমাটবাঁধা সুস্বাদু তরল। মনে পড়ে না?
মনে পড়ে, লাল কাপড়ে প্যাঁচানো মাটির হাঁড়ি বা ডেকচি মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে কেউ হেঁকে চলেছেন, ‘অ্যাই কুলফি, কুলফি লাগে কুলফি।’ কুলফি, হাঁড়ি আর মানুষের মাথার ভারসাম্য রক্ষার সে এক অদ্ভুত খেলা! সে খেলা দেখব নাকি কুলফি খাব? নাকি পঁচিশ পয়সার লাল আইসক্রিম? সে এক বিশাল দ্বিধার বিষয় ছিল। লাল আইসক্রিমে জিব হবে লাল আর কুলফির এলাচি ঘ্রাণ ছড়াবে চারদিকে। কোনটা? কিশোরমনের এভারেস্টসম সে দ্বিধা সহজে ভাঙতে চাইত না। কিন্তু বড় মনে কুষ্টিয়ার কুলফি যে দাগ কেটে গেছে, সেটা চাঁদের কলঙ্কের চেয়ে কোনো অংশে কম স্থায়ী নয়। আহা! এলাচির ঘ্রাণ ছড়ানো ‘কোফলি’ কখন যে বাঙালির কুলফি হয়ে গেল সেটা কেউ টেরই পেলাম না।
গবেষকেরা বলে থাকেন, ষোলো শতকের দিকে মোগলদের হেঁশেলে এই কোফলির জন্ম হয়। শব্দটি ফারসি, তবে তার আরবি উৎসও আছে। মোগল হেঁশেলের সঙ্গে যুক্ততার কারণেই কি কুলফিকে ইন্ডিয়ান আইসক্রিম বলা হয়? হবে হয়তো। কিন্তু আমি ভাবছি, আমাদের দেশে কুষ্টিয়ার কুলফি বিখ্যাত। খাঁটি দুধ জ্বাল দিয়ে ঘন করে বানানো কুষ্টিয়ার কুলফি কি রবীন্দ্রনাথ ঠাকুর খেয়েছিলেন? খেয়ে থাকলে ভালো। কিন্তু না খেয়ে থাকলে তিনি ভুল করেছেন।
সে যাক, এই গরমে নরম থাকতে বাড়িতেই বানাতে পারেন কুলফি নামের এই আইসক্রিম-জাতীয় খাবারটি। অবশ্য এর রেসিপি কিছুটা ফিউশন।
শাহি মালাই কুলফি
উপকরণ
দুধ ৩ কাপ, ডিমের কুসুম ২টি, কনডেন্সড মিল্ক ৩ থেকে ৪ টিন, চিনি ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, এলাচি গুঁড়ো আধা চামচ, পেস্তা বাদামকুচি ৩ টেবিল চামচ, জাফরান, কাঠবাদামকুচি ৩ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিন। ঠান্ডা হলে দুধের সঙ্গে ডিমের কুসুম, কর্নফ্লাওয়ার, চিনি, কনডেন্সড মিল্ক একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হলে মিশ্রণটি চুলায় দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। সঙ্গে এলাচিগুঁড়ো, বাদামকুচি আর জাফরান দিয়ে দিন। একটু ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কুলফির ছাঁচে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ৬ থেকে ৮ ঘণ্টা।কুলফি
উপকরণ
দুধ ১ লিটার, কনডেন্সড মিল্ক ১ কৌটা, মিল্ক পাউডার ১ কাপ, ছোট এলাচিগুঁড়ো ১ চা-চামচের ৪ ভাগের ১ ভাগ, চিনি, জাফরান, পেস্তা বাদামকুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ ও মাওয়া।
প্রণালি
প্রথমে দুধ হালকা গরম করে নিন। অল্প একটুখানি দুধ কাপে তুলে তাতে ভিজিয়ে রাখা জাফরান দিন। এবার দুধে গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক মিশিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে তারপর চিনি ও মাওয়া মিশিয়ে নিন। ৫ থেকে ৭ মিনিট পর এলাচিগুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে একদম কম আঁচে রেখে ভেজানো জাফরান মেশানো দুধটুকু ঢেলে ভালো করে নেড়ে নিন। চুলা বন্ধ করে দুধের মিশ্রণে পেস্তা বাদামকুচি মিশিয়ে ঠান্ডা করে নিন। আইসক্রিমের ছাঁচে বা কুলফির গ্লাসে এ মিশ্রণ ঢেলে সারা রাত ডিপ ফ্রিজে রাখুন। পরদিন বা ইচ্ছেমতো সময়ে কুল হতে সে কুলফি খেতে পারেন।
নারকেল কুলফি
উপকরণ
১টি মাঝারি মাপের নারকেল কোরানো, দুধ আধা লিটার, কনডেন্সড মিল্ক ২ থেকে ৩ টেবিল চামচ, চিনি স্বাদমতো, লবণ স্বাদমতো।
প্রণালি
প্রথমে দুধ ফুটিয়ে নিন। দুধ কুসুম গরম থাকা অবস্থায় তাতে চিনি, নারকেল কোরানো, কনডেন্সড মিল্ক আর সামান্য লবণ ভালো করে মিশিয়ে নিন। অন্তত ৫ থেকে ১০ মিনিট ব্লেন্ড করুন। এবার মিশ্রণটি কুলফির ছাঁচে ঢেলে ছাঁচটি ফ্রিজে রেখে দিন। ৬ থেকে ৮ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন।
খাওয়ার আগে বের করে ওপর থেকে কেশর, কাজু, নারকেল কোরা ছড়িয়ে পরিবেশ করুন নারকেল কুলফি।
রেসিপি: শাহনাজ সুলতানা ও রাবেয়া আক্তার
চায়ের কথা শুনলেই মন কেমন প্রশান্তিতে ছেয়ে যায়, তাই না? তবে চায়ের আছে অনেক ধরন— গ্রিন টি, লাল চা, দুধ চা, লেবু চা, মশলা চা আরও কত কি! এর মধ্যে আবার অনেকে পছন্দ করেন ধোঁয়া ওঠা গরম চা, অনেকে গরম চা ঠান্ডা করে খেতে পছন্দ করেন আবার কেউ ভালোবাসেন বরফ দেওয়া চা। এমন হরেক রকমের পছন্দের কথা বলতে গিয়ে এবার
৮ ঘণ্টা আগেঅনেকেই আছেন যাদের বারবার ক্ষুধা পায়। সারা দিনই কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। প্রাথমিকভাবে এতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। এমন অবস্থা থেকে উদ্ধার পাওয়ার সহজ সমাধান হতে পারে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। প্রোটিন শরীরকে দীর্ঘ সময় পরিপূর্ণ রাখে, ক্ষুধা কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ...
৮ ঘণ্টা আগেসৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১ দিন আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগে