নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বর্তমানে মোটরসাইকেলের পাশাপাশি স্কুটার বাহন হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ক্ষেত্রবিশেষে যাঁরা সাশ্রয়ী বাহন খুঁজছেন বা চালক হিসেবে নতুন, তাঁরা স্কুটারকেই প্রাধান্য দিচ্ছেন ব্যবহারের ক্ষেত্রে। পরিবেশবান্ধব, দাম ও জ্বালানিসাশ্রয়ী, চালানো সহজ ইত্যাদি কারণে অনেকেই স্কুটার কিনছেন। যাঁরা স্কুটার কিনতে চাইছেন, তাঁদের জন্য রইল দাম ও পারফরম্যান্সের দিক থেকে সেরা পাঁচটি স্কুটার সম্পর্কে।
হোন্ডা অ্যাকটিভা
২০০১ সালে প্রথম বাজারে আসা হোন্ডা অ্যাকটিভা একটি জনপ্রিয় স্কুটার। ২০ বছর আগে বাজারে আসা এই স্কুটার আজ পর্যন্ত বাংলাদেশ এবং ভারতে বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। ১২৫ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে প্রায় ৬০ কিলোমিটার চলে। বাংলাদেশে এই স্কুটারের দাম প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
সুজুকি অ্যাকসেস
সেরা ৫ স্কুটারের তালিকায় থাকা দ্বিতীয় স্কুটার হলো সুজুকি অ্যাকসেস। ৪ স্ট্রোকবিশিষ্ট ১২৪ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫২ কিলোমিটার চলে। সুজুকি অ্যাকসেসের দাম প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
টিভিএস জুপিটার
ভারতের টিভিএস কোম্পানির টিভিএস জুপিটার জনপ্রিয়তার তালিকায় তিন নম্বরে রয়েছে। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে ৪০ কিলোমিটার চলে। এর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা।
রানার কাইট প্লাস
বাংলাদেশি প্রতিষ্ঠান রানার নির্মিত রানার কাইট প্লাস পাওয়া যাবে ৮৫ হাজার টাকায়। এর ইঞ্জিন ১১০ সিসি।
টিভিএস উইগো
জনপ্রিয়তার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে টিভিএস উইগো স্কুটার। এর দাম ১ লাখ ৪৪ হাজার টাকা। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫০ কিলোমিটার চলে।
বর্তমানে মোটরসাইকেলের পাশাপাশি স্কুটার বাহন হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ক্ষেত্রবিশেষে যাঁরা সাশ্রয়ী বাহন খুঁজছেন বা চালক হিসেবে নতুন, তাঁরা স্কুটারকেই প্রাধান্য দিচ্ছেন ব্যবহারের ক্ষেত্রে। পরিবেশবান্ধব, দাম ও জ্বালানিসাশ্রয়ী, চালানো সহজ ইত্যাদি কারণে অনেকেই স্কুটার কিনছেন। যাঁরা স্কুটার কিনতে চাইছেন, তাঁদের জন্য রইল দাম ও পারফরম্যান্সের দিক থেকে সেরা পাঁচটি স্কুটার সম্পর্কে।
হোন্ডা অ্যাকটিভা
২০০১ সালে প্রথম বাজারে আসা হোন্ডা অ্যাকটিভা একটি জনপ্রিয় স্কুটার। ২০ বছর আগে বাজারে আসা এই স্কুটার আজ পর্যন্ত বাংলাদেশ এবং ভারতে বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। ১২৫ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে প্রায় ৬০ কিলোমিটার চলে। বাংলাদেশে এই স্কুটারের দাম প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
সুজুকি অ্যাকসেস
সেরা ৫ স্কুটারের তালিকায় থাকা দ্বিতীয় স্কুটার হলো সুজুকি অ্যাকসেস। ৪ স্ট্রোকবিশিষ্ট ১২৪ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫২ কিলোমিটার চলে। সুজুকি অ্যাকসেসের দাম প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
টিভিএস জুপিটার
ভারতের টিভিএস কোম্পানির টিভিএস জুপিটার জনপ্রিয়তার তালিকায় তিন নম্বরে রয়েছে। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার প্রতি লিটারে ৪০ কিলোমিটার চলে। এর দাম ১ লাখ ৩৫ হাজার টাকা।
রানার কাইট প্লাস
বাংলাদেশি প্রতিষ্ঠান রানার নির্মিত রানার কাইট প্লাস পাওয়া যাবে ৮৫ হাজার টাকায়। এর ইঞ্জিন ১১০ সিসি।
টিভিএস উইগো
জনপ্রিয়তার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে টিভিএস উইগো স্কুটার। এর দাম ১ লাখ ৪৪ হাজার টাকা। ১০৯ সিসি ইঞ্জিনের এই স্কুটার লিটারে ৫০ কিলোমিটার চলে।
জোয়ান মারা যাওয়ার পর টম ঠিক করেন, তিনি জোয়ানের স্মৃতির প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে কিছু করবেন। সঙ্গে জোয়ান যে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, সেই সেন্ট অ্যান’স হসপিটালের জন্যও যদি কিছু করা যায়, মন্দ কি। এই চিন্তা থেকে তিনি অংশ নেন ১১ হাজার ফুট উচ্চতার স্কাই ডাইভ চ্যালেঞ্জে।
৬ ঘণ্টা আগেবাজারে আমড়া উঠেছে। ভর্তা করে বা ডালে আমড়া দিয়ে তো খাবেনই, আচারও বানাবেন নিশ্চয়ই। কিন্তু আমড়ার ঝাল রসগোল্লা? আপনাদের জন্য আস্ত আমড়ার ঝাল রসগোল্লার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগেচট্টগ্রাম জেলার মিরসরাই এমনই এক জায়গা, যেখানে আছে অনেক প্রাকৃতিক ঝরনা আর বৈচিত্র্যময় প্রকৃতি। ফলে এই বর্ষাকালে সেখানে না গিয়ে উপায় কি!
১১ ঘণ্টা আগেছোটবেলা থেকে এক বিশেষ মানসিক সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন ক্যামেরুন মোফিড। সমস্যার নাম অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি)। এ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিরা একই চিন্তা বা আচরণে বারবার আটকে যান। এটি তাঁদের স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে। এমনই এক বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন ইরানি-মিসরীয় বং
১২ ঘণ্টা আগে