শারমিন কচি
প্রশ্ন: আমার ত্বকের রং উজ্জ্বল। স্বাস্থ্য ভালো। চুল কোঁকড়া। কোন ধরনের হেয়ার কালারে আমাকে মানাবে?
মেঘনা সরকার, ঢাকা
পুরো চুলে রং করার চেয়ে এ ধরনের চুলে খুব চিকন করে স্টিক কালার করা যেতে পারে। তাহলে দেখতে ভালো লাগবে।
প্রশ্ন: আমার সংগ্রহে বেশ কয়েকটি লিপস্টিক আছে। চার-পাঁচ বছরে আগের অব্যবহৃত কয়েকটি লিপস্টিকও রয়েছে। এগুলোর গায়ে তারিখ নেই। গন্ধ ও টেক্সচার ঠিক আছে। এগুলো কি ব্যবহার করার উপযোগী? লিপস্টিকের মেয়াদ আছে কি না কিংবা কত দিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ, সেটা কী করে বুঝব?
লিপি আক্তার, মাদারীপুর
লিপস্টিকের গন্ধ ও টেক্সচার ঠিক থাকলেই যে সেটি ভালো থাকবে, তা নয়। আবার গন্ধ ও টেক্সচার চলে গেলেই যে লিপস্টিকটি নষ্ট হয়ে গেছে, সেটাও নয়। নষ্ট হওয়ার ব্যাপারটা নির্ভর করছে ওই লিপস্টিকের ভেতরে কোনোভাবে বাতাস ঢুকেছে কি না। যদি বাতাস ঢোকে, তাহলে সেই লিপস্টিক ঠোঁটে ব্যবহারের উপযোগী থাকবে না।
প্রশ্ন: মুখের অতিরিক্ত লোম তোলার ঘরোয়া উপায় কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, কুষ্টিয়া
মুখের লোম ঘরে বসেই তুলতে পারেন। আবার পারলারেও তোলা যায়। মুখের লোম তোলার ভালো উপায় হচ্ছে ওয়াক্সিং। কাজটি ঘরে করতে চাইলে চুলায় লেবুর রস, চিনি ও অল্প পানি জ্বাল দিয়ে ওয়াক্স বানিয়ে ত্বকে লাগানো যায়। পারলারে গিয়েও খুব কার্যকর উপায়ে ওয়াক্স করে মুখের লোম তোলা যায়।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
প্রশ্ন: আমার ত্বকের রং উজ্জ্বল। স্বাস্থ্য ভালো। চুল কোঁকড়া। কোন ধরনের হেয়ার কালারে আমাকে মানাবে?
মেঘনা সরকার, ঢাকা
পুরো চুলে রং করার চেয়ে এ ধরনের চুলে খুব চিকন করে স্টিক কালার করা যেতে পারে। তাহলে দেখতে ভালো লাগবে।
প্রশ্ন: আমার সংগ্রহে বেশ কয়েকটি লিপস্টিক আছে। চার-পাঁচ বছরে আগের অব্যবহৃত কয়েকটি লিপস্টিকও রয়েছে। এগুলোর গায়ে তারিখ নেই। গন্ধ ও টেক্সচার ঠিক আছে। এগুলো কি ব্যবহার করার উপযোগী? লিপস্টিকের মেয়াদ আছে কি না কিংবা কত দিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ, সেটা কী করে বুঝব?
লিপি আক্তার, মাদারীপুর
লিপস্টিকের গন্ধ ও টেক্সচার ঠিক থাকলেই যে সেটি ভালো থাকবে, তা নয়। আবার গন্ধ ও টেক্সচার চলে গেলেই যে লিপস্টিকটি নষ্ট হয়ে গেছে, সেটাও নয়। নষ্ট হওয়ার ব্যাপারটা নির্ভর করছে ওই লিপস্টিকের ভেতরে কোনোভাবে বাতাস ঢুকেছে কি না। যদি বাতাস ঢোকে, তাহলে সেই লিপস্টিক ঠোঁটে ব্যবহারের উপযোগী থাকবে না।
প্রশ্ন: মুখের অতিরিক্ত লোম তোলার ঘরোয়া উপায় কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, কুষ্টিয়া
মুখের লোম ঘরে বসেই তুলতে পারেন। আবার পারলারেও তোলা যায়। মুখের লোম তোলার ভালো উপায় হচ্ছে ওয়াক্সিং। কাজটি ঘরে করতে চাইলে চুলায় লেবুর রস, চিনি ও অল্প পানি জ্বাল দিয়ে ওয়াক্স বানিয়ে ত্বকে লাগানো যায়। পারলারে গিয়েও খুব কার্যকর উপায়ে ওয়াক্স করে মুখের লোম তোলা যায়।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
চা বা কফি ঘুম তাড়ানোর ক্ষেত্রে তান্ত্রিকের মতো কাজ করে। যাঁদের চা পছন্দ নয়, তাঁরা বেছে নেন কফি। আমরা জানি, কফির আবার বিভিন্ন গুণও আছে। কিন্তু অন্য যেকোনো খাবার কিংবা পানীয়র মতো কফি পান করারও কিছু বাধ্যবাধকতা আছে। যেগুলোর প্রভাব সরাসরি স্বাস্থ্যের ওপরে পড়ে।
১ ঘণ্টা আগেবাড়িতে চালের গুঁড়ো আছে? তাহলে বিকেলের নাশতা নিয়ে চিন্তা নেই। বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে শিশু, বলতে গেলে সবারই প্রিয় একটি খাবার পাটিসাপটা পিঠা। আর এ পিঠা সারা বছরই খাওয়া হয়। আপনাদের জন্য পাটিসাপটা পিঠার রেসিপি ও ছবি দিয়েছেন স্বপ্না মণ্ডল।
৬ ঘণ্টা আগেযাঁরা রোজ মেকআপ করেন কিংবা যাঁদের রোজ কমবেশি মেকআপ করে বাইরে যেতে হয়, তাঁদের ত্বকে কোনো প্রভাব পড়বে না, এটা ভাবা ভুল। মেকআপ এড়ানো না গেলে ত্বকের দিকে বাড়তি নজর দিতে হবে। তবে একেকজনের ত্বকে একেক ধরনের সমস্যা থাকে, তা বুঝেই যত্ন নেওয়া দরকার।
৮ ঘণ্টা আগে২০২৪ সালের এপ্রিলে কে-পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’-এর শিল্পী লিসা লাবুবু পুতুল নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ইনস্টাগ্রাম স্টোরিই লাবুবুকে জনপ্রিয় করে তোলে। ২০১৯ সালে বাজারে এলেও এত বছরে খুব একটা জনপ্রিয়তা পায়নি বিদঘুটে দেখতে এই পুতুলগুলো।
১ দিন আগে