শারমিন কচি
প্রশ্ন: আমার ত্বকের রং উজ্জ্বল। স্বাস্থ্য ভালো। চুল কোঁকড়া। কোন ধরনের হেয়ার কালারে আমাকে মানাবে?
মেঘনা সরকার, ঢাকা
পুরো চুলে রং করার চেয়ে এ ধরনের চুলে খুব চিকন করে স্টিক কালার করা যেতে পারে। তাহলে দেখতে ভালো লাগবে।
প্রশ্ন: আমার সংগ্রহে বেশ কয়েকটি লিপস্টিক আছে। চার-পাঁচ বছরে আগের অব্যবহৃত কয়েকটি লিপস্টিকও রয়েছে। এগুলোর গায়ে তারিখ নেই। গন্ধ ও টেক্সচার ঠিক আছে। এগুলো কি ব্যবহার করার উপযোগী? লিপস্টিকের মেয়াদ আছে কি না কিংবা কত দিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ, সেটা কী করে বুঝব?
লিপি আক্তার, মাদারীপুর
লিপস্টিকের গন্ধ ও টেক্সচার ঠিক থাকলেই যে সেটি ভালো থাকবে, তা নয়। আবার গন্ধ ও টেক্সচার চলে গেলেই যে লিপস্টিকটি নষ্ট হয়ে গেছে, সেটাও নয়। নষ্ট হওয়ার ব্যাপারটা নির্ভর করছে ওই লিপস্টিকের ভেতরে কোনোভাবে বাতাস ঢুকেছে কি না। যদি বাতাস ঢোকে, তাহলে সেই লিপস্টিক ঠোঁটে ব্যবহারের উপযোগী থাকবে না।
প্রশ্ন: মুখের অতিরিক্ত লোম তোলার ঘরোয়া উপায় কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, কুষ্টিয়া
মুখের লোম ঘরে বসেই তুলতে পারেন। আবার পারলারেও তোলা যায়। মুখের লোম তোলার ভালো উপায় হচ্ছে ওয়াক্সিং। কাজটি ঘরে করতে চাইলে চুলায় লেবুর রস, চিনি ও অল্প পানি জ্বাল দিয়ে ওয়াক্স বানিয়ে ত্বকে লাগানো যায়। পারলারে গিয়েও খুব কার্যকর উপায়ে ওয়াক্স করে মুখের লোম তোলা যায়।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
প্রশ্ন: আমার ত্বকের রং উজ্জ্বল। স্বাস্থ্য ভালো। চুল কোঁকড়া। কোন ধরনের হেয়ার কালারে আমাকে মানাবে?
মেঘনা সরকার, ঢাকা
পুরো চুলে রং করার চেয়ে এ ধরনের চুলে খুব চিকন করে স্টিক কালার করা যেতে পারে। তাহলে দেখতে ভালো লাগবে।
প্রশ্ন: আমার সংগ্রহে বেশ কয়েকটি লিপস্টিক আছে। চার-পাঁচ বছরে আগের অব্যবহৃত কয়েকটি লিপস্টিকও রয়েছে। এগুলোর গায়ে তারিখ নেই। গন্ধ ও টেক্সচার ঠিক আছে। এগুলো কি ব্যবহার করার উপযোগী? লিপস্টিকের মেয়াদ আছে কি না কিংবা কত দিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ, সেটা কী করে বুঝব?
লিপি আক্তার, মাদারীপুর
লিপস্টিকের গন্ধ ও টেক্সচার ঠিক থাকলেই যে সেটি ভালো থাকবে, তা নয়। আবার গন্ধ ও টেক্সচার চলে গেলেই যে লিপস্টিকটি নষ্ট হয়ে গেছে, সেটাও নয়। নষ্ট হওয়ার ব্যাপারটা নির্ভর করছে ওই লিপস্টিকের ভেতরে কোনোভাবে বাতাস ঢুকেছে কি না। যদি বাতাস ঢোকে, তাহলে সেই লিপস্টিক ঠোঁটে ব্যবহারের উপযোগী থাকবে না।
প্রশ্ন: মুখের অতিরিক্ত লোম তোলার ঘরোয়া উপায় কী?
নাম প্রকাশে অনিচ্ছুক, কুষ্টিয়া
মুখের লোম ঘরে বসেই তুলতে পারেন। আবার পারলারেও তোলা যায়। মুখের লোম তোলার ভালো উপায় হচ্ছে ওয়াক্সিং। কাজটি ঘরে করতে চাইলে চুলায় লেবুর রস, চিনি ও অল্প পানি জ্বাল দিয়ে ওয়াক্স বানিয়ে ত্বকে লাগানো যায়। পারলারে গিয়েও খুব কার্যকর উপায়ে ওয়াক্স করে মুখের লোম তোলা যায়।
পরামর্শ দিয়েছেন, শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে