অদ্রিকা অনু
একুশে ফেব্রুয়ারি এখন আর শুধু শোকের মাস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। ফলে এর উদ্যাপনে নতুন নতুন অনুষঙ্গের আগমন ঘটছে স্বাভাবিকভাবে। পোশাক এর মধ্যে উল্লেখযোগ্য।
একুশের অনুষঙ্গ দিয়ে পোশাক তৈরির প্রচলন আমাদের দেশে মোটামুটি তিন দশকের পুরোনো।
কিন্তু এই তিন দশকে একুশের পোশাকে বৈচিত্র্য যেমন এসেছে রঙে, তেমনি মোটিফেও। একসময় একুশের পোশাক তৈরি হতো সাদা-কালো রঙে। এখন পোশাকের রং শুধু সাদা-কালোয় সীমাবদ্ধ নয়; যুক্ত হয়েছে লাল, ধূসরসহ বিভিন্ন রং এবং এসব রং দিয়ে তৈরি হচ্ছে আলাদা ধারণা বা কনসেপ্ট। এই সবকিছু একুশ এবং এর আন্তর্জাতিকতাকেই ধারণ করছে আলাদাভাবে।
একসময় একুশের মূল পোশাক ছিল পুরুষদের জন্য পাঞ্জাবি-পায়জামা আর নারীদের জন্য শাড়ি। একুশের পোশাকের এ ট্যাবু ভেঙে গেছে অনেক দিন হলো। এখন পাঞ্জাবি-পায়জামা কিংবা শাড়ির পাশাপাশি এসেছে টি-শার্ট, সালোয়ার-কামিজ, থ্রিপিস ইত্যাদি। তবে হ্যাঁ, ভিনটেজ পোশাকের কদর আছে। সেগুলোর কোনো কিছু এখনো বাতিল হয়ে যায়নি; বরং এসবকে ভিত্তি করে নতুন পোশাক এসেছে একুশের জন্য।
কী পরবেন
মেয়েদের ক্ষেত্রে যদি শাড়ি পরেন, তাহলে একরঙা শাড়িগুলো বেশি মানানসই হবে। সাদার ওপরে হালকা কালোর নকশা বা বর্ডার বা ঠিক উল্টোটা, মানে কালোর ওপরে সাদা। ব্লাউজ লম্বা ফুল স্লিভ বা থ্রি কোয়ার্টার হাতা, সেই সঙ্গে থাকতে পারে উঁচু কলার বা বোট গলা। কালো ব্লাউজ হলে গলার দিকটাকে লাল রঙের বর্ডার দিলেও মন্দ দেখাবে না।
ছেলেদের জন্য পাঞ্জাবিটাই বেশি প্রচলিত এই দিনে। কিন্তু চাইলে সাদা-কালোর সংমিশ্রণে অথবা যেকোনো একটি রঙের ফরমাল ধরনের শার্ট পরলেও মন্দ দেখাবে না। খুকিদের জন্য ফ্রক আর খোকাদের জন্য পাঞ্জাবিটাই বেশি জুতসই।
যুগলদের জন্য ম্যাচিং শাড়ি পাঞ্জাবি বা থ্রিপিস পাঞ্জাবির সেট পাওয়া যায় অনেক বুটিকেই। অনেকে আবার পুরো পরিবারের জন্য ম্যাচিং পোশাক বিক্রি করে।
একুশ ঘিরে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসেও পড়ে যায় তোড়জোড়। প্রতিবার একুশকে বিবেচনায় রেখে বিভিন্ন নকশা, কারুকাজ, প্যাটার্নের পসরা সাজিয়ে বসে তারা।
দেশের সেরা তিন ফ্যাশন হাউস এবারের একুশে ফেব্রুয়ারি সামনে রেখে বিভিন্ন থিমের আয়োজন নিয়ে এসেছে।
বর্ণমালা ও পাখির রং
বর্ণমালা আর পাখির রং—এই দুয়ের সমন্বয়ে তৈরি হয়েছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের এবারের একুশ সংগ্রহ। প্রতিষ্ঠানটির সাব-ব্র্যান্ড ‘আমার বাংলাদেশ’ থেকে তৈরি হয়েছে এই পোশাকগুলো। একুশের পোশাকে মূলত প্রতিবছর সাদা, কালো আর অ্যাশ রং ব্যবহৃত হয়। এ বছর রঙ বাংলাদেশ তাদের একুশের পোশাকে লাল যোগ করেছে।
পোশাক বানাতে সুতি, হাফসিল্ক, লিনেন, কটন, ক্রেপ, সেমি পিওর কাপড় ব্যবহার করা হয়েছে। সেসব পোশাকের জমিনের অলংকরণ করা হয়েছে স্ক্রিন ও ব্লক প্রিন্ট, টাইডাই, কাটিং সুইং ও এমব্রয়ডারির মাধ্যমে। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেওয়া হয়েছে বিভিন্ন অনুষঙ্গের সন্নিবেশে।
যুগল ও পরিবারের সবার জন্য একই থিমের পোশাক পাওয়া যাবে রঙ বাংলাদেশে। সেই সঙ্গে উপহারের সামগ্রী হিসেবে রয়েছে একুশের ডিজাইনসমৃদ্ধ বিভিন্ন ধরনের মগ। তা ছাড়া মেয়েদের জন্য রয়েছে গয়না, ব্যাগ ও পার্স।
সাদা-কালো মুখ্য রেখে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অঞ্জন’স প্রতিবছর পোশাকের বিশেষ আয়োজন করে। কালো, সাদা, লাল—এই তিন রং প্রাধান্য দিয়ে অঞ্জন’স-এর এবারের আয়োজন সাজানো হয়েছে। সব বয়সীদের কথা বিবেচনায় রেখে পোশাক তৈরি হয়েছে। ছেলেদের জন্য পাঞ্জাবি, মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ এবং শিশু-কিশোরদের জন্য পাঞ্জাবি ও ফ্রক তৈরি করা হয়েছে এবারের মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজনে। পোশাকগুলো অঞ্জন’স-এর সব শোরুম এবং অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে।
মোটিফ ও টেক্সচারে পরিবর্তন
প্রতিবছরের মতো এবারও কে ক্র্যাফট একুশের গৌরবগাথার বিষয়গুলো পোশাকে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছে। একুশের সংগ্রহ প্রতিষ্ঠানের সব কটি বিক্রয় কেন্দ্রে ফেব্রুয়ারি মাসজুড়ে পাওয়া যাবে।
এবারের মোটিফে অনুপ্রেরণার উৎস হিসেবে থাকছে মাতৃভাষার ইতিহাস, লাইন মোটিফ, ট্রাইবাল, টার্কিশ, টেক্সচার, বর্ণ ও শব্দমালার বিন্যাস। এ ছাড়া ট্র্যাডিশনাল ও জ্যামিতিক নকশায় সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, লং কুর্তি, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। শিশুদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, পাঞ্জাবি, শার্ট।
তাঁত, কটন, লিনেন, হাফসিল্ক কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তোলার জন্য হাতের কাজ, স্ক্রিন ও ব্লক প্রিন্ট এবং টাইডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।
রঙের ক্ষেত্রে নেওয়া হয়েছে শোকের কালো, সূর্যের লাল, বিষণ্নতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে।
পরিবারের সবার উপযোগী পোশাক, যুগল পোশাকসহ একুশের আয়োজন কে ক্র্যাফটের সব আউটলেট, অনলাইন শপ এবং ফেসবুক পেজ থেকে পছন্দ করে
কেনা যাবে।
একুশে ফেব্রুয়ারি এখন আর শুধু শোকের মাস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। ফলে এর উদ্যাপনে নতুন নতুন অনুষঙ্গের আগমন ঘটছে স্বাভাবিকভাবে। পোশাক এর মধ্যে উল্লেখযোগ্য।
একুশের অনুষঙ্গ দিয়ে পোশাক তৈরির প্রচলন আমাদের দেশে মোটামুটি তিন দশকের পুরোনো।
কিন্তু এই তিন দশকে একুশের পোশাকে বৈচিত্র্য যেমন এসেছে রঙে, তেমনি মোটিফেও। একসময় একুশের পোশাক তৈরি হতো সাদা-কালো রঙে। এখন পোশাকের রং শুধু সাদা-কালোয় সীমাবদ্ধ নয়; যুক্ত হয়েছে লাল, ধূসরসহ বিভিন্ন রং এবং এসব রং দিয়ে তৈরি হচ্ছে আলাদা ধারণা বা কনসেপ্ট। এই সবকিছু একুশ এবং এর আন্তর্জাতিকতাকেই ধারণ করছে আলাদাভাবে।
একসময় একুশের মূল পোশাক ছিল পুরুষদের জন্য পাঞ্জাবি-পায়জামা আর নারীদের জন্য শাড়ি। একুশের পোশাকের এ ট্যাবু ভেঙে গেছে অনেক দিন হলো। এখন পাঞ্জাবি-পায়জামা কিংবা শাড়ির পাশাপাশি এসেছে টি-শার্ট, সালোয়ার-কামিজ, থ্রিপিস ইত্যাদি। তবে হ্যাঁ, ভিনটেজ পোশাকের কদর আছে। সেগুলোর কোনো কিছু এখনো বাতিল হয়ে যায়নি; বরং এসবকে ভিত্তি করে নতুন পোশাক এসেছে একুশের জন্য।
কী পরবেন
মেয়েদের ক্ষেত্রে যদি শাড়ি পরেন, তাহলে একরঙা শাড়িগুলো বেশি মানানসই হবে। সাদার ওপরে হালকা কালোর নকশা বা বর্ডার বা ঠিক উল্টোটা, মানে কালোর ওপরে সাদা। ব্লাউজ লম্বা ফুল স্লিভ বা থ্রি কোয়ার্টার হাতা, সেই সঙ্গে থাকতে পারে উঁচু কলার বা বোট গলা। কালো ব্লাউজ হলে গলার দিকটাকে লাল রঙের বর্ডার দিলেও মন্দ দেখাবে না।
ছেলেদের জন্য পাঞ্জাবিটাই বেশি প্রচলিত এই দিনে। কিন্তু চাইলে সাদা-কালোর সংমিশ্রণে অথবা যেকোনো একটি রঙের ফরমাল ধরনের শার্ট পরলেও মন্দ দেখাবে না। খুকিদের জন্য ফ্রক আর খোকাদের জন্য পাঞ্জাবিটাই বেশি জুতসই।
যুগলদের জন্য ম্যাচিং শাড়ি পাঞ্জাবি বা থ্রিপিস পাঞ্জাবির সেট পাওয়া যায় অনেক বুটিকেই। অনেকে আবার পুরো পরিবারের জন্য ম্যাচিং পোশাক বিক্রি করে।
একুশ ঘিরে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসেও পড়ে যায় তোড়জোড়। প্রতিবার একুশকে বিবেচনায় রেখে বিভিন্ন নকশা, কারুকাজ, প্যাটার্নের পসরা সাজিয়ে বসে তারা।
দেশের সেরা তিন ফ্যাশন হাউস এবারের একুশে ফেব্রুয়ারি সামনে রেখে বিভিন্ন থিমের আয়োজন নিয়ে এসেছে।
বর্ণমালা ও পাখির রং
বর্ণমালা আর পাখির রং—এই দুয়ের সমন্বয়ে তৈরি হয়েছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের এবারের একুশ সংগ্রহ। প্রতিষ্ঠানটির সাব-ব্র্যান্ড ‘আমার বাংলাদেশ’ থেকে তৈরি হয়েছে এই পোশাকগুলো। একুশের পোশাকে মূলত প্রতিবছর সাদা, কালো আর অ্যাশ রং ব্যবহৃত হয়। এ বছর রঙ বাংলাদেশ তাদের একুশের পোশাকে লাল যোগ করেছে।
পোশাক বানাতে সুতি, হাফসিল্ক, লিনেন, কটন, ক্রেপ, সেমি পিওর কাপড় ব্যবহার করা হয়েছে। সেসব পোশাকের জমিনের অলংকরণ করা হয়েছে স্ক্রিন ও ব্লক প্রিন্ট, টাইডাই, কাটিং সুইং ও এমব্রয়ডারির মাধ্যমে। প্রতিটি পোশাকের ডিজাইনকে নান্দনিক মাত্রা দেওয়া হয়েছে বিভিন্ন অনুষঙ্গের সন্নিবেশে।
যুগল ও পরিবারের সবার জন্য একই থিমের পোশাক পাওয়া যাবে রঙ বাংলাদেশে। সেই সঙ্গে উপহারের সামগ্রী হিসেবে রয়েছে একুশের ডিজাইনসমৃদ্ধ বিভিন্ন ধরনের মগ। তা ছাড়া মেয়েদের জন্য রয়েছে গয়না, ব্যাগ ও পার্স।
সাদা-কালো মুখ্য রেখে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অঞ্জন’স প্রতিবছর পোশাকের বিশেষ আয়োজন করে। কালো, সাদা, লাল—এই তিন রং প্রাধান্য দিয়ে অঞ্জন’স-এর এবারের আয়োজন সাজানো হয়েছে। সব বয়সীদের কথা বিবেচনায় রেখে পোশাক তৈরি হয়েছে। ছেলেদের জন্য পাঞ্জাবি, মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ এবং শিশু-কিশোরদের জন্য পাঞ্জাবি ও ফ্রক তৈরি করা হয়েছে এবারের মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজনে। পোশাকগুলো অঞ্জন’স-এর সব শোরুম এবং অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে।
মোটিফ ও টেক্সচারে পরিবর্তন
প্রতিবছরের মতো এবারও কে ক্র্যাফট একুশের গৌরবগাথার বিষয়গুলো পোশাকে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছে। একুশের সংগ্রহ প্রতিষ্ঠানের সব কটি বিক্রয় কেন্দ্রে ফেব্রুয়ারি মাসজুড়ে পাওয়া যাবে।
এবারের মোটিফে অনুপ্রেরণার উৎস হিসেবে থাকছে মাতৃভাষার ইতিহাস, লাইন মোটিফ, ট্রাইবাল, টার্কিশ, টেক্সচার, বর্ণ ও শব্দমালার বিন্যাস। এ ছাড়া ট্র্যাডিশনাল ও জ্যামিতিক নকশায় সৃজনশীল অলংকরণে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, লং কুর্তি, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। শিশুদের জন্য রয়েছে সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, পাঞ্জাবি, শার্ট।
তাঁত, কটন, লিনেন, হাফসিল্ক কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তোলার জন্য হাতের কাজ, স্ক্রিন ও ব্লক প্রিন্ট এবং টাইডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।
রঙের ক্ষেত্রে নেওয়া হয়েছে শোকের কালো, সূর্যের লাল, বিষণ্নতার ধূসর, সত্য ও পবিত্রতার প্রতীক সাদার সমতলকে।
পরিবারের সবার উপযোগী পোশাক, যুগল পোশাকসহ একুশের আয়োজন কে ক্র্যাফটের সব আউটলেট, অনলাইন শপ এবং ফেসবুক পেজ থেকে পছন্দ করে
কেনা যাবে।
বলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
১১ ঘণ্টা আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
২০ ঘণ্টা আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
২০ ঘণ্টা আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
২০ ঘণ্টা আগে