রিক্তা রিচি, ঢাকা
গত ২০০ বছরে হিল জুতার ট্রেন্ডে কোনো হেরফের হয়েছে বলে খবর পাওয়া যায়নি। অথচ যুদ্ধের ময়দানে এক জটিল অবস্থার মধ্য দিয়ে হিলযুক্ত জুতার যাত্রা শুরু হয়। অবশ্য জন্মের ঢের পরে এটি পৃথিবীতে জনপ্রিয়তা পায় মূলত ফ্যাশনের রঙিন ভুবনে এসে। ফ্যাশনবিষয়ক গবেষকেরা ধারণা করেন, দশম শতকে প্রাচীন পারস্যে এর জন্ম। প্রাচীন পারস্যের ঘোড়সওয়ার তিরন্দাজ সৈনিকেরা যুদ্ধে সুবিধার জন্য গোড়ালি উঁচু জুতা ব্যবহার করতেন। এর অনেক পরে এটি ইউরোপে যায়।
প্রতিদিনের ব্যবহারের পাশাপাশি ফ্যাশনের জন্য এর ব্যবহার বেড়ে যায় উনিশ শতকের মাঝামাঝি থেকে। মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো বলেছিলেন, ‘একজন নারীকে এক জোড়া সঠিক জুতা দাও, সে বিশ্ব জয় করবে।’ মনে করা হয়, সৌন্দর্যের ক্ষেত্রে মনরোর এই ‘সঠিক মাপের জুতা’ বা ‘দ্য রাইট পেয়ার অব সুজ’ হলো হাই হিল।
টপস, জিনস, শার্ট, সালোয়ার-কামিজ কিংবা শাড়ি–প্রায় সব পোশাকের সঙ্গে উঁচু জুতা মানিয়ে যায়। বাজারে ২৫ থেকে ৩০ রকমের হিল জুতা আছে। এই বিপুলসংখ্যক হিল জুতার মধ্য থেকেই বেছে নিন আপনার ‘সঠিক জুতা’।
হিল জুতার রকমফের
স্টিলেটোস
এটি ব্যাপক পরিচিত ও জনপ্রিয় হিল। স্টিলেটোস বললে হয়তো অনেকেই চিনবেন না। কিন্তু পেনসিল হিল বললে সহজে সবাই চিনবেন। মূলত পেনসিল হিল বলে কিছু হয় না। এ ধরনের জুতার হিল পেনসিলের মতো লম্বা ও সরু থাকে। নিচের অংশে একটা পয়েন্ট থাকে। ওয়েস্টার্ন ধাঁচের পোশাকের সঙ্গে সহজে মানিয়ে যায় স্টিলেটোস।
কিটেন হিল
এর হিলগুলো বেশ ছোট আকৃতির হয়। সাধারণত তিন ইঞ্চির কম উচ্চতা এগুলোর। এর সামনের দিক একটু চওড়া হয়। তাতে পায়ের টো ও আঙুল খাপ খেয়ে যায় সহজে। পা একটু মোটা বা চওড়া হলেও কিটেন হিলে তা খাপ খেয়ে যাবে আরামে। যাঁরা অনেক বেশি উঁচু হিল পরতে পারেন না, তাঁরা কিটেন হিল বেছে নিতে পারেন।
পাম্পস
স্টিলেটোসের মতো আরও এক ধরনের হিল জুতা আমরা পরে থাকি। এর নাম পাম্পস। এর হিল স্টিলেটোসের হিলের মতোই। তবে এই জুতার সামনের দিকে কিছুটা ছড়ানো ও মোটা থাকে। সেখানে পায়ের আঙুল ছড়িয়ে দেওয়া যায়; অর্থাৎ পা রাখা সহজ হয়। এ ধরনের হিল জুতা স্কার্ট, শাড়ি, সালোয়ার-কামিজের সঙ্গে পরা যায়।
হিল জুতার যত্ন
কোণ হিল
আইস্ক্রিমের কোণের সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু কোণ নামের যে হিল রয়েছে তা হয়তো অনেকেই জানে না। আইসকিমের কোণ আকৃতির হিলযুক্ত জুতাই কোণ হিল। কিটেন হিল, পিপটোজ হিল কিংবা ওয়েডস–যেকোনো হিলের ওপরের অংশের সঙ্গে আইসক্রিমের কোণের মতো হিল যুক্ত করলেই সেটা কোণ হিল। অনেক আগে থেকে এ ধরনের হিলের বেশ প্রচলন রয়েছে। যাঁরা উঁচু হিল পরতে ভালোবাসেন, তাঁরা কোণ হিলের জুতা বেছে নিতে পারেন। এ জুতা ফরমাল পোশাক, স্কার্ট ইত্যাদির সঙ্গে ভালো মানায়।
ওয়েডজ হিল
ওয়েডজ সু অনেক পরিচিত একটি জুতা। এটি পরে স্বাচ্ছন্দ্যে হাঁটা যায়। মূলত এই জুতাগুলো বেশ উঁচু প্ল্যাটফর্মের ওপরে তৈরি। হিল ও টোজের মাঝখানে কোনো ফাঁকা থাকে না। এই জুতা পরলে পা ঢাকা থাকবে। যাঁরা স্বাভাবিক উচ্চতার চেয়ে নিজেকে আরও ৪-৫ ইঞ্চি লম্বাভাবে উপস্থাপন করতে চান, তাঁরা এ ধরনের জুতা বেছে নিতে পারেন।
পিপটোজ
পিপ মানে উঁকি দেওয়া। পিপটোজ হিলে পুরো পা আবৃত থাকলেও সামনের দিকের আঙুলের অংশ খোলা থাকে। এর হিল অনেকটাই লম্বা। তবে পিপটোজ জুতাগুলো ফ্ল্যাটও হয়। হিল জুতা যাঁরা পরতে পারেন না, তাঁরা অনায়াসে বেছে নিতে পারেন পিপটোজ ফ্ল্যাট জুতা।
অ্যাঙ্কেল স্ট্র্যাপ হিল
অ্যাঙ্কেল স্ট্র্যাপ হিল জুতাগুলোয় হিলের সঙ্গে থাকে কভার ও বেল্ট। কভার ও বেল্ট গোড়ালিকে সুরক্ষা দেয়। এ ধরনের হিল জুতায় সামনের দিকে পিপটোজ হিলের মতো খোলা থাকে। ফলে পায়ের আঙুল বাইরে থেকে দেখা যায়।
অ্যাঙ্কেল বুটস
আমরা দুই ধরনের বুটস পরে থাকি। একটি হলো অ্যাঙ্কেল বুটস, অন্যটি হাই হিলড বুটস। অ্যাঙ্কেল বুটস লম্বায় গোড়ালির একটু বেশি পর্যন্ত হয়ে থাকে। পেছনের অংশে চেন থাকে। যে বুটগুলো লম্বায় হাঁটুর একটু নিচ পর্যন্ত হয়ে থাকে, সেগুলো হলো হাই হিলড বুটস। শীতকালে এ ধরনের জুতা উপযোগী। সাধারণত পশ্চিমা পোশাকের সঙ্গে অ্যাঙ্কেল বুটস ও হাই
হিলড বুটস বেশ মানিয়ে যায়।
প্ল্যাটফর্ম হিল
এই জুতার টো ও আঙুল রাখার জায়গা উঁচু বেজের ওপর তৈরি এবং পেছনের হিলও থাকে বেশ উঁচু। ৪-৫ ইঞ্চি লম্বা পয়েন্টি হিলের এ জুতা পরেও আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। এ ধরনের কিছু কিছু জুতায় ফিতা থাকে। পশ্চিমা পোশাক, টপস, শাড়ি ইত্যাদির সঙ্গে মানিয়ে যায় এ জুতা।
জীবনধারা সম্পর্কিত আরও পড়ুন:
গত ২০০ বছরে হিল জুতার ট্রেন্ডে কোনো হেরফের হয়েছে বলে খবর পাওয়া যায়নি। অথচ যুদ্ধের ময়দানে এক জটিল অবস্থার মধ্য দিয়ে হিলযুক্ত জুতার যাত্রা শুরু হয়। অবশ্য জন্মের ঢের পরে এটি পৃথিবীতে জনপ্রিয়তা পায় মূলত ফ্যাশনের রঙিন ভুবনে এসে। ফ্যাশনবিষয়ক গবেষকেরা ধারণা করেন, দশম শতকে প্রাচীন পারস্যে এর জন্ম। প্রাচীন পারস্যের ঘোড়সওয়ার তিরন্দাজ সৈনিকেরা যুদ্ধে সুবিধার জন্য গোড়ালি উঁচু জুতা ব্যবহার করতেন। এর অনেক পরে এটি ইউরোপে যায়।
প্রতিদিনের ব্যবহারের পাশাপাশি ফ্যাশনের জন্য এর ব্যবহার বেড়ে যায় উনিশ শতকের মাঝামাঝি থেকে। মার্কিন অভিনেত্রী মেরিলিন মনরো বলেছিলেন, ‘একজন নারীকে এক জোড়া সঠিক জুতা দাও, সে বিশ্ব জয় করবে।’ মনে করা হয়, সৌন্দর্যের ক্ষেত্রে মনরোর এই ‘সঠিক মাপের জুতা’ বা ‘দ্য রাইট পেয়ার অব সুজ’ হলো হাই হিল।
টপস, জিনস, শার্ট, সালোয়ার-কামিজ কিংবা শাড়ি–প্রায় সব পোশাকের সঙ্গে উঁচু জুতা মানিয়ে যায়। বাজারে ২৫ থেকে ৩০ রকমের হিল জুতা আছে। এই বিপুলসংখ্যক হিল জুতার মধ্য থেকেই বেছে নিন আপনার ‘সঠিক জুতা’।
হিল জুতার রকমফের
স্টিলেটোস
এটি ব্যাপক পরিচিত ও জনপ্রিয় হিল। স্টিলেটোস বললে হয়তো অনেকেই চিনবেন না। কিন্তু পেনসিল হিল বললে সহজে সবাই চিনবেন। মূলত পেনসিল হিল বলে কিছু হয় না। এ ধরনের জুতার হিল পেনসিলের মতো লম্বা ও সরু থাকে। নিচের অংশে একটা পয়েন্ট থাকে। ওয়েস্টার্ন ধাঁচের পোশাকের সঙ্গে সহজে মানিয়ে যায় স্টিলেটোস।
কিটেন হিল
এর হিলগুলো বেশ ছোট আকৃতির হয়। সাধারণত তিন ইঞ্চির কম উচ্চতা এগুলোর। এর সামনের দিক একটু চওড়া হয়। তাতে পায়ের টো ও আঙুল খাপ খেয়ে যায় সহজে। পা একটু মোটা বা চওড়া হলেও কিটেন হিলে তা খাপ খেয়ে যাবে আরামে। যাঁরা অনেক বেশি উঁচু হিল পরতে পারেন না, তাঁরা কিটেন হিল বেছে নিতে পারেন।
পাম্পস
স্টিলেটোসের মতো আরও এক ধরনের হিল জুতা আমরা পরে থাকি। এর নাম পাম্পস। এর হিল স্টিলেটোসের হিলের মতোই। তবে এই জুতার সামনের দিকে কিছুটা ছড়ানো ও মোটা থাকে। সেখানে পায়ের আঙুল ছড়িয়ে দেওয়া যায়; অর্থাৎ পা রাখা সহজ হয়। এ ধরনের হিল জুতা স্কার্ট, শাড়ি, সালোয়ার-কামিজের সঙ্গে পরা যায়।
হিল জুতার যত্ন
কোণ হিল
আইস্ক্রিমের কোণের সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু কোণ নামের যে হিল রয়েছে তা হয়তো অনেকেই জানে না। আইসকিমের কোণ আকৃতির হিলযুক্ত জুতাই কোণ হিল। কিটেন হিল, পিপটোজ হিল কিংবা ওয়েডস–যেকোনো হিলের ওপরের অংশের সঙ্গে আইসক্রিমের কোণের মতো হিল যুক্ত করলেই সেটা কোণ হিল। অনেক আগে থেকে এ ধরনের হিলের বেশ প্রচলন রয়েছে। যাঁরা উঁচু হিল পরতে ভালোবাসেন, তাঁরা কোণ হিলের জুতা বেছে নিতে পারেন। এ জুতা ফরমাল পোশাক, স্কার্ট ইত্যাদির সঙ্গে ভালো মানায়।
ওয়েডজ হিল
ওয়েডজ সু অনেক পরিচিত একটি জুতা। এটি পরে স্বাচ্ছন্দ্যে হাঁটা যায়। মূলত এই জুতাগুলো বেশ উঁচু প্ল্যাটফর্মের ওপরে তৈরি। হিল ও টোজের মাঝখানে কোনো ফাঁকা থাকে না। এই জুতা পরলে পা ঢাকা থাকবে। যাঁরা স্বাভাবিক উচ্চতার চেয়ে নিজেকে আরও ৪-৫ ইঞ্চি লম্বাভাবে উপস্থাপন করতে চান, তাঁরা এ ধরনের জুতা বেছে নিতে পারেন।
পিপটোজ
পিপ মানে উঁকি দেওয়া। পিপটোজ হিলে পুরো পা আবৃত থাকলেও সামনের দিকের আঙুলের অংশ খোলা থাকে। এর হিল অনেকটাই লম্বা। তবে পিপটোজ জুতাগুলো ফ্ল্যাটও হয়। হিল জুতা যাঁরা পরতে পারেন না, তাঁরা অনায়াসে বেছে নিতে পারেন পিপটোজ ফ্ল্যাট জুতা।
অ্যাঙ্কেল স্ট্র্যাপ হিল
অ্যাঙ্কেল স্ট্র্যাপ হিল জুতাগুলোয় হিলের সঙ্গে থাকে কভার ও বেল্ট। কভার ও বেল্ট গোড়ালিকে সুরক্ষা দেয়। এ ধরনের হিল জুতায় সামনের দিকে পিপটোজ হিলের মতো খোলা থাকে। ফলে পায়ের আঙুল বাইরে থেকে দেখা যায়।
অ্যাঙ্কেল বুটস
আমরা দুই ধরনের বুটস পরে থাকি। একটি হলো অ্যাঙ্কেল বুটস, অন্যটি হাই হিলড বুটস। অ্যাঙ্কেল বুটস লম্বায় গোড়ালির একটু বেশি পর্যন্ত হয়ে থাকে। পেছনের অংশে চেন থাকে। যে বুটগুলো লম্বায় হাঁটুর একটু নিচ পর্যন্ত হয়ে থাকে, সেগুলো হলো হাই হিলড বুটস। শীতকালে এ ধরনের জুতা উপযোগী। সাধারণত পশ্চিমা পোশাকের সঙ্গে অ্যাঙ্কেল বুটস ও হাই
হিলড বুটস বেশ মানিয়ে যায়।
প্ল্যাটফর্ম হিল
এই জুতার টো ও আঙুল রাখার জায়গা উঁচু বেজের ওপর তৈরি এবং পেছনের হিলও থাকে বেশ উঁচু। ৪-৫ ইঞ্চি লম্বা পয়েন্টি হিলের এ জুতা পরেও আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। এ ধরনের কিছু কিছু জুতায় ফিতা থাকে। পশ্চিমা পোশাক, টপস, শাড়ি ইত্যাদির সঙ্গে মানিয়ে যায় এ জুতা।
জীবনধারা সম্পর্কিত আরও পড়ুন:
সময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
১৪ ঘণ্টা আগেশিশুর বয়স ছয় মাস হওয়া পর্যন্ত তেমন ভাবনা নেই। নরম সুতির ফিতে দেওয়া নিমা পরেই দিন পার হয় ছেলে কিংবা মেয়েশিশুর। কিন্তু সে যখন বসে বসে খেলতে শেখে বা একটু হেঁটে বেড়ায়, যখন পুরো ঘরই তার জন্য এক বিস্ময়ের জগৎ। সারা বাড়ি ঘুরে দেখা, এটা-ওটা ধরে খেলা করতে গিয়ে ঘাম হয়...
১৪ ঘণ্টা আগেবৈশাখের শুরুতে আবহাওয়ার যা মেজাজ দেখা যাচ্ছে, তাতে বলা যায়, গরমে নাভিশ্বাস উঠবে এবার। আবহাওয়া যা-ই হোক, বাইরে যাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। তাই চট করে তৈরি হয়ে বের হওয়ার জন্য এমন কিছু কাপড় ওয়ার্ডরোবে গুছিয়ে রাখুন, যাতে আরাম ও স্টাইল—দুটোই মেলে। আবার ভাঁজে ভাঁজে...
১৪ ঘণ্টা আগেবৈশাখের গরমে জীবন ওষ্ঠাগত। তার ওপর প্রতিদিন যাঁদের কাজের জন্য বাইরে যেতে হয়, তাঁদের নাজেহাল অবস্থা। গরম তো আর কমানো সম্ভব নয়, তবে এ সময়ে আরাম পেতে কিছু বিষয় মেনে চলা যেতেই পারে।
১৪ ঘণ্টা আগে