আজকের পত্রিকা ডেস্ক
প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। ত্বক স্বাভাবিক। আগে কখনোই ত্বকে ব্রণ ছিল না। কিন্তু ইদানীং ছোট ছোট র্যাশের মতো হচ্ছে। দু-তিন দিন পর সেগুলো থেকে সাদা শাঁস বের হয়। এটা কেন হচ্ছে?
মানসী দেবনাথ, রাজশাহী
হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুখে ব্রণ হতে পারে। এ জন্য একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে নিতে পারলে ভালো হয়। ত্বক নিয়মিত ভালোভাবে পরিষ্কার করতে হবে। তা ছাড়া সম্প্রতি নতুন কোনো প্রসাধনী ব্যবহার করছেন কি না, সেটাও একটু মনে করে দেখুন। অনেক সময় নতুন প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও ব্রণ উঠতে পারে।
প্রশ্ন: মাথার ত্বকের ডিপ ক্লিনজিং কত দিন পরপর করা উচিত। ডিপ ক্লিনজিংয়ের ঘরোয়া উপায় কী?
ইলিয়াস পাভেল, ঢাকা
পরিপূর্ণভাবে ত্বক ডিপ ক্লিন করার জন্য বিউটি ক্লিনিক বা স্যালনে যেতে হবে। বাড়িতে সপ্তাহে এক দিন ভালোভাবে ত্বক পরিষ্কার করতে পারেন। কিন্তু সেটাকে ডিপ ক্লিন বলা যাবে না। এ জন্য টক দই ও চিনি একসঙ্গে মিশিয়ে স্ক্র্যাব করে নিতে পারেন। এরপর মুলতানি মাটি ও মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগাতে পারেন।
প্রশ্ন: ঘাড়ে ও গলায় ছোপ ছোপ দাগ পড়েছে। কী করণীয়?
ফরিদা ইয়াসমিন, গোপালগঞ্জ
ঘাড় ও গলার দাগ চর্মরোগের কারণেও হতে পারে। তাই একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে তবেই চিকিৎসা বা সমাধান নেওয়া উচিত।
প্রশ্ন: রান্না করতে গিয়ে কবজি সামান্য পুড়ে গেছে। তা-ও বেশ কয়েক মাস আগের ঘটনা। কিন্তু পোড়া কালচে দাগ এখনো যায়নি। কোনো ঘরোয়া সমাধান আছে?
প্রিয়া সুহানা, যশোর
পোড়া দাগ সহজে যায় না। অনেক সময় পুড়ে যাওয়া কালো ক্ষত সেরে গেলেও সাদা হয়ে যায় জায়গাটা। এই দাগ দূর করতে হলে লেজারের সাহায্য নিতে হবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। ত্বক স্বাভাবিক। আগে কখনোই ত্বকে ব্রণ ছিল না। কিন্তু ইদানীং ছোট ছোট র্যাশের মতো হচ্ছে। দু-তিন দিন পর সেগুলো থেকে সাদা শাঁস বের হয়। এটা কেন হচ্ছে?
মানসী দেবনাথ, রাজশাহী
হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুখে ব্রণ হতে পারে। এ জন্য একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে নিতে পারলে ভালো হয়। ত্বক নিয়মিত ভালোভাবে পরিষ্কার করতে হবে। তা ছাড়া সম্প্রতি নতুন কোনো প্রসাধনী ব্যবহার করছেন কি না, সেটাও একটু মনে করে দেখুন। অনেক সময় নতুন প্রসাধনীর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও ব্রণ উঠতে পারে।
প্রশ্ন: মাথার ত্বকের ডিপ ক্লিনজিং কত দিন পরপর করা উচিত। ডিপ ক্লিনজিংয়ের ঘরোয়া উপায় কী?
ইলিয়াস পাভেল, ঢাকা
পরিপূর্ণভাবে ত্বক ডিপ ক্লিন করার জন্য বিউটি ক্লিনিক বা স্যালনে যেতে হবে। বাড়িতে সপ্তাহে এক দিন ভালোভাবে ত্বক পরিষ্কার করতে পারেন। কিন্তু সেটাকে ডিপ ক্লিন বলা যাবে না। এ জন্য টক দই ও চিনি একসঙ্গে মিশিয়ে স্ক্র্যাব করে নিতে পারেন। এরপর মুলতানি মাটি ও মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগাতে পারেন।
প্রশ্ন: ঘাড়ে ও গলায় ছোপ ছোপ দাগ পড়েছে। কী করণীয়?
ফরিদা ইয়াসমিন, গোপালগঞ্জ
ঘাড় ও গলার দাগ চর্মরোগের কারণেও হতে পারে। তাই একজন ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে তবেই চিকিৎসা বা সমাধান নেওয়া উচিত।
প্রশ্ন: রান্না করতে গিয়ে কবজি সামান্য পুড়ে গেছে। তা-ও বেশ কয়েক মাস আগের ঘটনা। কিন্তু পোড়া কালচে দাগ এখনো যায়নি। কোনো ঘরোয়া সমাধান আছে?
প্রিয়া সুহানা, যশোর
পোড়া দাগ সহজে যায় না। অনেক সময় পুড়ে যাওয়া কালো ক্ষত সেরে গেলেও সাদা হয়ে যায় জায়গাটা। এই দাগ দূর করতে হলে লেজারের সাহায্য নিতে হবে।
পরামর্শ দিয়েছেন: শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার
জোয়ান মারা যাওয়ার পর টম ঠিক করেন, তিনি জোয়ানের স্মৃতির প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে কিছু করবেন। সঙ্গে জোয়ান যে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, সেই সেন্ট অ্যান’স হসপিটালের জন্যও যদি কিছু করা যায়, মন্দ কি। এই চিন্তা থেকে তিনি অংশ নেন ১১ হাজার ফুট উচ্চতার স্কাই ডাইভ চ্যালেঞ্জে।
১১ ঘণ্টা আগেবাজারে আমড়া উঠেছে। ভর্তা করে বা ডালে আমড়া দিয়ে তো খাবেনই, আচারও বানাবেন নিশ্চয়ই। কিন্তু আমড়ার ঝাল রসগোল্লা? আপনাদের জন্য আস্ত আমড়ার ঝাল রসগোল্লার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৫ ঘণ্টা আগেচট্টগ্রাম জেলার মিরসরাই এমনই এক জায়গা, যেখানে আছে অনেক প্রাকৃতিক ঝরনা আর বৈচিত্র্যময় প্রকৃতি। ফলে এই বর্ষাকালে সেখানে না গিয়ে উপায় কি!
১৬ ঘণ্টা আগেছোটবেলা থেকে এক বিশেষ মানসিক সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন ক্যামেরুন মোফিড। সমস্যার নাম অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি)। এ ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিরা একই চিন্তা বা আচরণে বারবার আটকে যান। এটি তাঁদের স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে। এমনই এক বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন ইরানি-মিসরীয় বং
১৭ ঘণ্টা আগে