নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূজা শুরু হয়ে গেছে। শপিং মল, অনলাইন আর গিফট শপে ঘুরে বেড়ানো শুরু হয়েছে আরও ঢের আগে থেকেই। উৎসব মানে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য উপহার কেনা। শুধু উপহার কিনলেই হবে? উপহার পেয়ে যেন প্রিয়জনের মুখে হাসি ফোটে, তা-ও ভাবতে হবে।
এমন উপহার কিনুন যা প্রয়োজনও মেটাবে আবার যুগোপযোগীও হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য, যেমন বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, চাচা-চাচিদের জন্য পোশাক, বেডশিট, পিতলের পানদানি, থালাবাটি কিনতে পারেন। আবার চাকরিজীবী ও দীর্ঘদিন ঘুরতে বের হন না এমন ভ্রমণপ্রিয় দম্পতি আত্মীয়ের মন ভালো করতে বেড়াতে যাওয়ার টিকিট কেটে দিতে পারেন। দেওয়া যেতে পারে নতুন ঘর সাজানোর আসবাব ও উপকরণও।
টিনএজ ভাইবোন বা ছেলেমেয়ে থাকলে উপহার দেওয়া যেতে পারে গিফট কুপন, বই, মেকআপ কিট, শেভিং কিট, টি-শার্ট, হালকা ব্যায়ামের কিট ইত্যাদি।
পরিবারের পুরুষ সদস্যদের নতুন পোশাক উপহারের পাশাপাশি দেওয়া যেতে পারে ঘড়ি, টাই, বেল্ট, ব্রেসলেট, ওয়ালেট ইত্যাদি। অন্যদিকে নারী সদস্যদের জন্য বরাদ্দ থাকতে পারে স্বর্ণের ছোট্ট কোনো অলংকার। গৎবাঁধা এসব উপহারের বাইরে গিয়ে দিতে পারেন কুকিং অ্যাপ্লায়েন্সও।
যাঁরা লেখালেখি করতে পছন্দ করেন, তাঁদের জন্য নোটবুকও ভাবা যেতে পারে। অনেক বয়োজ্যেষ্ঠ সদস্য এখনো হাতে লিখতে পছন্দ করেন। নোটবুকের সঙ্গে ভালো কলমও উপহার দেওয়া যেতে পারে।
উপহারগুলো সুন্দর করে গিফট পেপারে মুড়িয়ে রঙিন ফিতায় বেঁধে তুলে দিন প্রিয়জনের হাতে।
পূজা শুরু হয়ে গেছে। শপিং মল, অনলাইন আর গিফট শপে ঘুরে বেড়ানো শুরু হয়েছে আরও ঢের আগে থেকেই। উৎসব মানে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য উপহার কেনা। শুধু উপহার কিনলেই হবে? উপহার পেয়ে যেন প্রিয়জনের মুখে হাসি ফোটে, তা-ও ভাবতে হবে।
এমন উপহার কিনুন যা প্রয়োজনও মেটাবে আবার যুগোপযোগীও হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য, যেমন বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, চাচা-চাচিদের জন্য পোশাক, বেডশিট, পিতলের পানদানি, থালাবাটি কিনতে পারেন। আবার চাকরিজীবী ও দীর্ঘদিন ঘুরতে বের হন না এমন ভ্রমণপ্রিয় দম্পতি আত্মীয়ের মন ভালো করতে বেড়াতে যাওয়ার টিকিট কেটে দিতে পারেন। দেওয়া যেতে পারে নতুন ঘর সাজানোর আসবাব ও উপকরণও।
টিনএজ ভাইবোন বা ছেলেমেয়ে থাকলে উপহার দেওয়া যেতে পারে গিফট কুপন, বই, মেকআপ কিট, শেভিং কিট, টি-শার্ট, হালকা ব্যায়ামের কিট ইত্যাদি।
পরিবারের পুরুষ সদস্যদের নতুন পোশাক উপহারের পাশাপাশি দেওয়া যেতে পারে ঘড়ি, টাই, বেল্ট, ব্রেসলেট, ওয়ালেট ইত্যাদি। অন্যদিকে নারী সদস্যদের জন্য বরাদ্দ থাকতে পারে স্বর্ণের ছোট্ট কোনো অলংকার। গৎবাঁধা এসব উপহারের বাইরে গিয়ে দিতে পারেন কুকিং অ্যাপ্লায়েন্সও।
যাঁরা লেখালেখি করতে পছন্দ করেন, তাঁদের জন্য নোটবুকও ভাবা যেতে পারে। অনেক বয়োজ্যেষ্ঠ সদস্য এখনো হাতে লিখতে পছন্দ করেন। নোটবুকের সঙ্গে ভালো কলমও উপহার দেওয়া যেতে পারে।
উপহারগুলো সুন্দর করে গিফট পেপারে মুড়িয়ে রঙিন ফিতায় বেঁধে তুলে দিন প্রিয়জনের হাতে।
বলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
১১ ঘণ্টা আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
২০ ঘণ্টা আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
২০ ঘণ্টা আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
২০ ঘণ্টা আগে