Ajker Patrika

পূজার উপহারে কী দেবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূজার উপহারে কী দেবেন

পূজা শুরু হয়ে গেছে। শপিং মল, অনলাইন আর গিফট শপে ঘুরে বেড়ানো শুরু হয়েছে আরও ঢের আগে থেকেই। উৎসব মানে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য উপহার কেনা। শুধু উপহার কিনলেই হবে? উপহার পেয়ে যেন প্রিয়জনের মুখে হাসি ফোটে, তা-ও ভাবতে হবে।

এমন উপহার কিনুন যা প্রয়োজনও মেটাবে আবার যুগোপযোগীও হবে। পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য, যেমন বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, চাচা-চাচিদের জন্য পোশাক, বেডশিট, পিতলের পানদানি, থালাবাটি কিনতে পারেন। আবার চাকরিজীবী ও দীর্ঘদিন ঘুরতে বের হন না এমন ভ্রমণপ্রিয় দম্পতি আত্মীয়ের মন ভালো করতে বেড়াতে যাওয়ার টিকিট কেটে দিতে পারেন। দেওয়া যেতে পারে নতুন ঘর সাজানোর আসবাব ও উপকরণও।

টিনএজ ভাইবোন বা ছেলেমেয়ে থাকলে উপহার দেওয়া যেতে পারে গিফট কুপন, বই, মেকআপ কিট, শেভিং কিট, টি-শার্ট, হালকা ব্যায়ামের কিট ইত্যাদি।

পরিবারের পুরুষ সদস্যদের নতুন পোশাক উপহারের পাশাপাশি দেওয়া যেতে পারে ঘড়ি, টাই, বেল্ট, ব্রেসলেট, ওয়ালেট ইত্যাদি। অন্যদিকে নারী সদস্যদের জন্য বরাদ্দ থাকতে পারে স্বর্ণের ছোট্ট কোনো অলংকার। গৎবাঁধা এসব উপহারের বাইরে গিয়ে দিতে পারেন কুকিং অ্যাপ্লায়েন্সও।

যাঁরা লেখালেখি করতে পছন্দ করেন, তাঁদের জন্য নোটবুকও ভাবা যেতে পারে। অনেক বয়োজ্যেষ্ঠ সদস্য এখনো হাতে লিখতে পছন্দ করেন। নোটবুকের সঙ্গে ভালো কলমও উপহার দেওয়া যেতে পারে।

উপহারগুলো সুন্দর করে গিফট পেপারে মুড়িয়ে রঙিন ফিতায় বেঁধে তুলে দিন প্রিয়জনের হাতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত