নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক যুগ আগেও শিশুকে বর্ণমালা চেনাতে পাতলা ছোট ছোট রঙিন বই ছিল প্রধান ভরসা। নানা রঙের এ, বি, সি চেনানো হতো অ্যাপল, বুক ও কেকের ছবি দিয়ে। এখনো একইভাবে শিশুরা বর্ণ চিনতে শেখে। তবে বইয়ের বদলে অ্যাপ কিংবা ইউটিউব চ্যানেলও হতে পারে বিকল্প মাধ্যম। অ্যাপের মাধ্যমে বর্ণ চেনার ক্ষেত্রে শিশুরা এটাকে পড়াশোনা বলে মনে করে না। ফলে খেলতে খেলতেই স্কুলে ভর্তির প্রস্তুতি তৈরি হয়ে যায়।
আগামী বছরের শুরুতে অনেক শিশুই জীবনে প্রথমবারের মতো স্কুলে যাবে। তাদের আগেভাগেই কিছু শেখাতে চাইলে ফোনে নামাতে পারেন ‘এবিসি কিডস’ অ্যাপটি। এই অ্যাপ দেখেই ইংরেজি সব বর্ণ শিখতে পারবে আপনার ছোট্ট শিশুটি। অ্যাপের বর্ণগুলোর ওপর স্পর্শ করলেই সেগুলো রঙিন হয়ে যাবে। এতে করে শুধু বর্ণ নয়, রঙের সঙ্গেও পরিচয় হবে তাদের। বেগুনি, নীল, হলুদের মধ্যে পার্থক্য করতে শিখবে।
অ্যাপে বড় ও ছোট হাতের বর্ণগুলো টেনে টেনে মেলাতে হয়। ‘সি’ দিয়ে যে ‘কেক’ লেখা হয়, সেটাও এখানে শিখিয়ে দেওয়া হয়।
স্ক্রিনের মাঝে বিশাল আকারের একটি বর্ণ থাকে। সেই বর্ণ রং করলে দুই পাশে থাকা দুটি বিড়াল নেচে ওঠে। প্রতিটি ধাপ শেষে এখানে খেলনা ও স্টিকার পাবে শিশুরা।
৪০ মেগাবাইটের অ্যাপটি বেশ রঙিন। এতে কোনো বিজ্ঞাপন নেই।
বর্ণের পাশাপাশি শিশুদের ইংরেজি ছড়া শেখাতে চাইলে ইউটিউব চ্যানেল ‘কোকোমেলনে’ও ঢুঁ মারতে পারেন। সেখানে শিশুদের জন্য অনেক ধরনের অ্যানিমেশন ভিডিও আছে। কোকোমেলন চ্যানেলের অন্যতম জনপ্রিয় ভিডিও হলো এবিসি সং। এই ভিডিওতে বর্ণমালাগুলোকে নাচতে দেখা যায়। মানুষের মতো তাদেরও থাকে এক জোড়া চোখ ও চার হাত-পা। প্যাঁচার গায়েও এ, বি, সি, ডি দেখা যাবে।
ছড়া গানের তালে তালে যখন প্যাঁচাগুলো দুলবে, তখন শিশুরাও বেশ মজা পাবে।
এক যুগ আগেও শিশুকে বর্ণমালা চেনাতে পাতলা ছোট ছোট রঙিন বই ছিল প্রধান ভরসা। নানা রঙের এ, বি, সি চেনানো হতো অ্যাপল, বুক ও কেকের ছবি দিয়ে। এখনো একইভাবে শিশুরা বর্ণ চিনতে শেখে। তবে বইয়ের বদলে অ্যাপ কিংবা ইউটিউব চ্যানেলও হতে পারে বিকল্প মাধ্যম। অ্যাপের মাধ্যমে বর্ণ চেনার ক্ষেত্রে শিশুরা এটাকে পড়াশোনা বলে মনে করে না। ফলে খেলতে খেলতেই স্কুলে ভর্তির প্রস্তুতি তৈরি হয়ে যায়।
আগামী বছরের শুরুতে অনেক শিশুই জীবনে প্রথমবারের মতো স্কুলে যাবে। তাদের আগেভাগেই কিছু শেখাতে চাইলে ফোনে নামাতে পারেন ‘এবিসি কিডস’ অ্যাপটি। এই অ্যাপ দেখেই ইংরেজি সব বর্ণ শিখতে পারবে আপনার ছোট্ট শিশুটি। অ্যাপের বর্ণগুলোর ওপর স্পর্শ করলেই সেগুলো রঙিন হয়ে যাবে। এতে করে শুধু বর্ণ নয়, রঙের সঙ্গেও পরিচয় হবে তাদের। বেগুনি, নীল, হলুদের মধ্যে পার্থক্য করতে শিখবে।
অ্যাপে বড় ও ছোট হাতের বর্ণগুলো টেনে টেনে মেলাতে হয়। ‘সি’ দিয়ে যে ‘কেক’ লেখা হয়, সেটাও এখানে শিখিয়ে দেওয়া হয়।
স্ক্রিনের মাঝে বিশাল আকারের একটি বর্ণ থাকে। সেই বর্ণ রং করলে দুই পাশে থাকা দুটি বিড়াল নেচে ওঠে। প্রতিটি ধাপ শেষে এখানে খেলনা ও স্টিকার পাবে শিশুরা।
৪০ মেগাবাইটের অ্যাপটি বেশ রঙিন। এতে কোনো বিজ্ঞাপন নেই।
বর্ণের পাশাপাশি শিশুদের ইংরেজি ছড়া শেখাতে চাইলে ইউটিউব চ্যানেল ‘কোকোমেলনে’ও ঢুঁ মারতে পারেন। সেখানে শিশুদের জন্য অনেক ধরনের অ্যানিমেশন ভিডিও আছে। কোকোমেলন চ্যানেলের অন্যতম জনপ্রিয় ভিডিও হলো এবিসি সং। এই ভিডিওতে বর্ণমালাগুলোকে নাচতে দেখা যায়। মানুষের মতো তাদেরও থাকে এক জোড়া চোখ ও চার হাত-পা। প্যাঁচার গায়েও এ, বি, সি, ডি দেখা যাবে।
ছড়া গানের তালে তালে যখন প্যাঁচাগুলো দুলবে, তখন শিশুরাও বেশ মজা পাবে।
আমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতাকে শক্তিশালী করছে কিনা, ঋতুকালীন অসুখ–বিসুখ সারাতে সক্ষম কিনা সেটাও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
২ দিন আগেনারীরা সৌন্দর্যচর্চায় যতটা সিদ্ধহস্ত, পুরুষেরা ততটা নন। আবার যেসব সচেতন পুরুষ সপ্তাহে মনে করে এক দিন প্যাক ব্যবহার করেন, নিয়মিত স্যালনে গিয়ে ত্বক পরিচর্যা করান, তাঁরা হাসিঠাট্টার পাত্র হয়ে ওঠেন। প্রশ্ন হলো, সৌন্দর্যচর্চা কি কেবল নারীর জন্য? পত্রপত্রিকায় ছাপানো ছবি, সৌন্দর্যবিষয়ক পণ্যের...
৩ দিন আগেসাজতে ভালোবাসেন যাঁরা, গরমকালকে তাঁরা তোয়াক্কাই করেন না! তেতে ওঠা গ্রীষ্মও তাঁদের কাছে দারুণ সময় রংচঙে পোশাক পরার জন্য। ট্রেন্ড সেটাররা শীতকালকে ফ্যাশনেবল মানেন যেমন, তেমনি গরমকালও তাঁদের জন্য ধরাবাঁধা স্টাইল থেকে বেরোনোর মোক্ষম সময়। নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও পরিমিতিবোধ রেখেই ছক থেকে বেরিয়ে...
৩ দিন আগেআমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করছে কি না, ঋতুকালীন অসুখ-বিসুখ সারিয়ে তুলতে সক্ষম কি না, সেসবও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন, যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
৩ দিন আগে