Ajker Patrika

বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডে চাকরি

চাকরি ডেস্ক
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১৩
বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডে চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির তিন ধরনের শূন্যপদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। সোমবার (২ সেপ্টেম্বর) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ারে পাঠানো যাবে।

পদের নাম: উচ্চ দক্ষ কারিগর।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান। প্রতিষ্ঠিত কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। ইঞ্জেকশন মোল্ডিং মেশিন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে পারদর্শীদের অগ্রাধিকার।
বেতন: ৯০০০–২১৮০০ টাকা (১৭তম গ্রেড)।

পদের নাম: দক্ষ কারিগর (মেশিনিস্ট-১)।
পদসংখ্যা: একটি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি (ভোকেশনাল) বা সমমান। প্রতিষ্ঠিত কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। সিএনসি লেদ ও মিলিং মেশিন চালনায় দক্ষ এবং মেশিনিস্ট ট্রেড কোর্স সম্পন্নকারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ৮৮০০–২১৩১০ টাকা (১৮তম গ্রেড)।

পদের নাম: দক্ষ কারিগর (মেশিনিস্ট-২)।
পদসংখ্যা: তিনটি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি (ভোকেশনাল) বা সমমান। প্রতিষ্ঠিত কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। লেদ, মিলিং ও গ্রাইন্ডিং মেশিন চালনায় দক্ষতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাই-মোল্ড ফিটিং-ফিনিশিং কাজে দক্ষ এবং মেশিনিস্ট ট্রেড কোর্স সম্পন্ন করা ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন: ৮৮০০–২১৩১০ টাকা (১৮তম গ্রেড)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সংযুক্ত নমুনা আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র যোগ করতে হবে।

আবেদন ফি: যেকোনো শিডিউলড ব্যাংক থেকে ‘বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড’-এর অনুকূলে ২০০ টাকা মূল্যমানের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডাক বা কুরিয়ারযোগে (খামের ওপর পদ উল্লেখসহ) ‘ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস, জয়দেবপুর, গাজীপুর-১৭০০’—এ ঠিকানায় পাঠাতে হবে। 

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত