আবদুল আযীয কাসেমি
তারুণ্যই সব বিপ্লবের প্রাণভোমরা। দৃঢ়তা, বীরত্ব, ঝুঁকি নেওয়া এবং আত্মত্যাগে তারুণ্যের কোনো তুলনা নেই। তারুণ্য মানেই উচ্ছ্বাস, উচ্ছলতা এবং প্রবল আলোড়ন। পৃথিবীতে যেকোনো পরিবর্তনে তারুণ্যের ভূমিকাই প্রধান। তারুণ্যই যুগে যুগে রুখে দিয়েছে জালিমের উত্থান। তারুণ্যের হাত ধরেই এসেছে সত্য-ন্যায়ের জয়গান।
ইসলামের সূচনাকালে এই তারুণ্যই হাতে তুলে নিয়েছিল ইসলামের বিজয়ের ঝান্ডা। মহানবী (সা.)-এর নেতৃত্বে পৃথিবী যে মহাবিপ্লবের সাক্ষী হয়েছিল, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তরুণেরাই। নবীজির সাহাবিদের অধিকাংশই ছিলেন যুবক শ্রেণির। যখন বুড়োরা নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন যুবকেরাই এগিয়ে এসেছিলেন নবীজিকে হাত ধরে এগিয়ে নিতে। আবু হামজা আল খারেজি যথার্থ বলেছেন, ‘নবীজির সাহাবিরা তো সবাই ছিলেন তরুণ-যুবা।’
আমরা যখন নবীজির সিরাত গ্রন্থগুলো পাঠ করি, তখন দেখতে পাই নবীজির অধিকাংশ সাহাবিই ছিলেন তরুণ-যুবক। সূচনাকালে সবচেয়ে বয়স্ক সাহাবি ছিলেন আবু বকর (রা.)। তাঁর ইসলাম গ্রহণের সময় বয়স ছিল মাত্র ৩৮ বছর। এবার ছোট সাহাবিদের কথা ভেবে দেখুন। হজরত আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, জুবাইর ইবনুল আওয়াম, আবু জান্দাল, আবু বাসির, হাসান, হুসাইন, আবু হুরাইরা, আয়েশা (রা.) প্রমুখের কথা ভেবে দেখুন।
ইসলাম ও ইসলামের পথে সংগ্রামের বার্তা বহনে তরুণ সাহাবিদের ভূমিকা কেমন ছিল তা বুঝতে আমরা বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতে ইবনে হিশামের’ একটি উদ্ধৃতি পাঠ করতে পারি। ‘উহুদ যুদ্ধের দিন নবীজি (সা.) সামুরা বিন জুন্দুব ও রাফে বিন খাদিজকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। দুজনেরই বয়স হয়েছিল ১৫ বছর। নবীজি প্রথমে দুজনকেই ফেরত দিয়েছিলেন। তখন কেউ নবীজিকে বলল, রাফে ভালো তিরন্দাজ। তাকে নেওয়া যেতে পারে। নবীজি তার বিষয়টি অনুমোদন করলেন। রাফেকে যখন অনুমতি দেওয়া হলো, কেউ নবীজিকে বললেন, সামুরা রাফেকে লড়াইয়ে পরাজিত করতে সক্ষম। তাদের লড়াইয়ের পর নবীজি সামুরা (রা.)কে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রদান করেন।’
তারুণ্যের প্রতি নবীজি কেমন আস্থাশীল ছিলেন এটা বোঝার জন্য এটুকুই যথেষ্ট যে প্রায় যুদ্ধেই নবীজি (সা.) হজরত আলী (রা.)কে যুদ্ধ পরিচালনার ঝান্ডা তুলে দিয়েছিলেন। বিখ্যাত মুতার যুদ্ধে তিনজন নবীন সাহাবি হজরত জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা ও যায়েদ বিন সাবেত (রা.)। এই তিনজনের শাহাদাতের পর আরেক টগবগে তরুণ খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বেই মুসলিমরা জয়লাভ করে।
নবীজির জীবনের সর্বশেষ অভিযানের জন্য যে সাহাবিকে তিনি যুদ্ধের প্রধান কমান্ডারের দায়িত্ব প্রদান করেছিলেন, তাঁর নাম ওসামা বিন যায়েদ (রা.)। এমনকি আবু বকর (রা.) খলিফা হওয়ার পরও তাঁকে নেতৃত্বে বহাল রেখেছিলেন।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
তারুণ্যই সব বিপ্লবের প্রাণভোমরা। দৃঢ়তা, বীরত্ব, ঝুঁকি নেওয়া এবং আত্মত্যাগে তারুণ্যের কোনো তুলনা নেই। তারুণ্য মানেই উচ্ছ্বাস, উচ্ছলতা এবং প্রবল আলোড়ন। পৃথিবীতে যেকোনো পরিবর্তনে তারুণ্যের ভূমিকাই প্রধান। তারুণ্যই যুগে যুগে রুখে দিয়েছে জালিমের উত্থান। তারুণ্যের হাত ধরেই এসেছে সত্য-ন্যায়ের জয়গান।
ইসলামের সূচনাকালে এই তারুণ্যই হাতে তুলে নিয়েছিল ইসলামের বিজয়ের ঝান্ডা। মহানবী (সা.)-এর নেতৃত্বে পৃথিবী যে মহাবিপ্লবের সাক্ষী হয়েছিল, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তরুণেরাই। নবীজির সাহাবিদের অধিকাংশই ছিলেন যুবক শ্রেণির। যখন বুড়োরা নবীজিকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন যুবকেরাই এগিয়ে এসেছিলেন নবীজিকে হাত ধরে এগিয়ে নিতে। আবু হামজা আল খারেজি যথার্থ বলেছেন, ‘নবীজির সাহাবিরা তো সবাই ছিলেন তরুণ-যুবা।’
আমরা যখন নবীজির সিরাত গ্রন্থগুলো পাঠ করি, তখন দেখতে পাই নবীজির অধিকাংশ সাহাবিই ছিলেন তরুণ-যুবক। সূচনাকালে সবচেয়ে বয়স্ক সাহাবি ছিলেন আবু বকর (রা.)। তাঁর ইসলাম গ্রহণের সময় বয়স ছিল মাত্র ৩৮ বছর। এবার ছোট সাহাবিদের কথা ভেবে দেখুন। হজরত আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, জুবাইর ইবনুল আওয়াম, আবু জান্দাল, আবু বাসির, হাসান, হুসাইন, আবু হুরাইরা, আয়েশা (রা.) প্রমুখের কথা ভেবে দেখুন।
ইসলাম ও ইসলামের পথে সংগ্রামের বার্তা বহনে তরুণ সাহাবিদের ভূমিকা কেমন ছিল তা বুঝতে আমরা বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতে ইবনে হিশামের’ একটি উদ্ধৃতি পাঠ করতে পারি। ‘উহুদ যুদ্ধের দিন নবীজি (সা.) সামুরা বিন জুন্দুব ও রাফে বিন খাদিজকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। দুজনেরই বয়স হয়েছিল ১৫ বছর। নবীজি প্রথমে দুজনকেই ফেরত দিয়েছিলেন। তখন কেউ নবীজিকে বলল, রাফে ভালো তিরন্দাজ। তাকে নেওয়া যেতে পারে। নবীজি তার বিষয়টি অনুমোদন করলেন। রাফেকে যখন অনুমতি দেওয়া হলো, কেউ নবীজিকে বললেন, সামুরা রাফেকে লড়াইয়ে পরাজিত করতে সক্ষম। তাদের লড়াইয়ের পর নবীজি সামুরা (রা.)কে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রদান করেন।’
তারুণ্যের প্রতি নবীজি কেমন আস্থাশীল ছিলেন এটা বোঝার জন্য এটুকুই যথেষ্ট যে প্রায় যুদ্ধেই নবীজি (সা.) হজরত আলী (রা.)কে যুদ্ধ পরিচালনার ঝান্ডা তুলে দিয়েছিলেন। বিখ্যাত মুতার যুদ্ধে তিনজন নবীন সাহাবি হজরত জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওয়াহা ও যায়েদ বিন সাবেত (রা.)। এই তিনজনের শাহাদাতের পর আরেক টগবগে তরুণ খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বেই মুসলিমরা জয়লাভ করে।
নবীজির জীবনের সর্বশেষ অভিযানের জন্য যে সাহাবিকে তিনি যুদ্ধের প্রধান কমান্ডারের দায়িত্ব প্রদান করেছিলেন, তাঁর নাম ওসামা বিন যায়েদ (রা.)। এমনকি আবু বকর (রা.) খলিফা হওয়ার পরও তাঁকে নেতৃত্বে বহাল রেখেছিলেন।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। কোরআনের স্পর্শ ছাড়া মানবজনম অর্থহীন। কোরআন সফলতার মৌলিক পাথেয়। কোরআন সঠিক পথের দিশারি। হাজার বছর ধরে কোরআন এর দেখানো বিমল পথে অটল থেকে সফলতার মানজিলে পৌঁছে গিয়েছে অসংখ্য মানুষ। কোরআনের এই স্নিগ্ধ অফুরন্ত ঝরণাধারা সবার জন্যই অবারিত।
৪৪ মিনিট আগেআমাদের এই আধুনিক সমাজ থেকে সভ্যতা, নৈতিকতা ও আদর্শ দিনদিন হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে। এই প্রজন্মের কাছে—ছোট ও বড়র মধ্যে কোনো পার্থক্য নেই। নেই বড়দের সম্মান আর ছোটদের স্নেহ। অথচ রাসুলুল্লাহ (সা.) বড়দের সম্মান ও ছোটদের স্নেহের বিষয়ে অনেক গুরুত্ব করেছেন। হাদিসে এসেছে, ‘যে আমাদের ছোটদের স্নেহ করে...
৪ ঘণ্টা আগেজানাজার নামাজ ফরজে কিফায়া। অর্থাৎ কোনো মুসলমান মারা গেলে মহল্লার অল্পসংখ্যক লোক জানাজার নামাজ আদায় করলে বাকিরা দায়িত্বমুক্ত হয়ে যাবে। এ ছাড়া একজন মুসলমানের ওপর অন্য মুসলমানের পাঁচটি হক আছে। এর মধ্যে মৃত ব্যক্তির জানাজায় অংশ নেওয়াও একটি হক।
৫ ঘণ্টা আগেপৃথিবীর ইতিহাসে শাসকশ্রেণির ভূমিকা সর্বদাই গুরুত্বপূর্ণ ও স্পষ্ট। শাসকের সুশাসন যেমন একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে, তেমনি অন্যায়ের শাসন জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে শাসক ও শাসিত উভয়ের জন্যই পথনির্দেশনা প্রদান করেছে।
৬ ঘণ্টা আগে