Ajker Patrika

হাদিসের ভাষায় ইবাদতের চাবি

মুফতি আইয়ুব নাদীম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ০৮
হাদিসের ভাষায় ইবাদতের চাবি

চাবির মাধ্যমে বদ্ধ জিনিস খোলা যায় এবং ভেতরকার যাবতীয় জিনিস বের করা যায় এবং কাঙ্ক্ষিত বস্তুটি বের করে প্রত্যাশিত উপকার সাধন করা যায়। আল্লাহ তাআলা মানুষের জন্য যত ধরনের ইবাদত ফরজ করেছেন, সব ইবাদতের একটি চাবি আছে। এখানে আমরা হাদিসের আলোকে কয়েকটি ইবাদতের চাবির কথা তুলে ধরব।

জান্নাতের চাবি: জান্নাত মুমিনের চিরস্থায়ী সুখের আবাস। সব মুসলমানের মনের একান্ত আকাঙ্ক্ষা হলো, চির সুখের জান্নাতে প্রবেশ করা। আর জান্নাতে প্রবেশের চাবি হলো কালেমা তাইয়েবা। এ ব্যাপারে এক হাদিসে বর্ণিত হয়েছে, হজরত মুয়াজ বিন জাবাল (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (আবু দাউদ: ৩১১৬)

নামাজের চাবি: আমরা দৈনন্দিন জীবনে রাতদিনের চক্রে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, সুন্নত, মুস্তাহাবসহ নানা ধরনের নামাজ আদায় করে থাকি। এসব নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। এ ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, হজরত জাবের বিন আবদুল্লাহ (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জান্নাতের চাবি নামাজ। আর নামাজের চাবি হচ্ছে অজু।’ (তিরমিজি: ৪)

জ্ঞানের চাবি: বিজ্ঞ আলেমদের কাছে সুন্দরভাবে প্রশ্ন করে সঠিক বিষয় জেনে নেওয়া ইলমের চাবি। হাদিসে বর্ণিত হয়েছে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রশ্ন করাই হলো মূর্খতার (রোগের) চিকিৎসা।’ (আবু দাউদ: ৩৩৬) আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জ্ঞানার্জনের উদ্দেশ্যে সুন্দর প্রশ্ন করা বিদ্যার অর্ধেক।’ (শুআবুল ইমান: ৬৫৬৮)

লেখক:  শিক্ষক ও মুহাদ্দিস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...