মুফতি আবু আবদুল্লাহ আহমদ
কোরবানির দিনে একজন ইমানদারের জন্য ইসলামের বেশ কিছু নির্দেশনা রয়েছে, তা তার মেনে চলা উচিত। এখানে তা সংক্ষেপে তুলে ধরা হলো—
ঈদের নামাজ
» ঈদের নামাজের আগে গোসল করা, ভালো পোশাক পরে ঈদগাহে যাওয়া, সুগন্ধি ব্যবহার করা সুন্নত। ঈদুল আজহার নামাজে যাওয়ার আগে কিছু না খাওয়া উত্তম।
» ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া এবং অন্য পথ দিয়ে আসা সুন্নত। সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাবেন।
» ঈদের দিনে বেশি বেশি উচ্চ স্বরে তাকবির পড়া সুন্নত।
» ঈদের নামাজের আগে ফজরের পর থেকে আর কোনো নামাজ নেই।
» ঈদের দিনে ছোট-বড় সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা এবং ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলা উত্তম।
পশু জবাই
» কোরবানির পশু জবাই করার নির্ধারিত সময় হলো ১০ জিলহজ ঈদুল আজহার নামাজের পর থেকে ১২ জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ঈদের নামাজের আগে পশু জবাই করা হলে কোরবানি আদায় হবে না। নির্দিষ্ট সময়ে কোরবানি করতে না পারলে পরবর্তী সময়ে তাকে একটি বকরির মূল্য সদকা করে দিতে হবে।
» ঈদের নামাজের পর দুই খুতবা শেষ হলেই পশু জবাই করা উচিত। উল্লিখিত সময়ের মধ্যে দিনে ও রাতে যেকোনো সময় কোরবানি করা যাবে।
» নিজের কোরবানির পশু নিজে জবাই করাই উত্তম। অভ্যাস না থাকলে অন্য যেকোনো মুসলমানকে দিয়ে জবাই করানো যাবে।
» খুব ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে, যাতে পশুর কষ্ট না হয়।
» জবাই করার সময় জবাইকারীর মুখ কিবলার দিকে থাকা সুন্নতে মুয়াক্কাদাহ।
» জবাইয়ের আগে জবাইকারীকে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। একাধিক লোক ছুরিতে হাত রাখলে সবাইকে বিসমিল্লাহ পড়তে হবে। কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না পড়লে ওই পশুর গোশত হালাল হবে না।
» জবাই মানে হচ্ছে পশুর খাদ্যনালি, শ্বাসনালি এবং শ্বাসনালির পাশের দুটি রগ কেটে দেওয়া। জবাইয়ের পর পশু স্বাভাবিকভাবে নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এ অবস্থায় পশুর শরীরের কোথাও দা-ছুরি লাগানো মাকরুহে তাহরিমি।
মাংস বণ্টন
» কোরবানির পশুর আটটি অংশ খাওয়া নিষেধ। পুরুষাঙ্গ, স্ত্রী-অঙ্গ, মূত্রথলি, পিঠের হাড়ের ভেতরের মগজ বা সাদা রগ, চামড়ার নিচের টিউমারের মতো উঁচু করে থাকে এমন বর্ধিত মাংস, অণ্ডকোষ, পিত্ত ও প্রবাহিত রক্ত।
» কোরবানির মাংস কোরবানিদাতা, তার পরিবারের লোক, ধনী-গরিব সবাই খেতে পারবে। আত্মীয়স্বজন, প্রতিবেশী, মুসলিম-অমুসলিম যাকে যে পরিমাণ ইচ্ছা হাদিয়া দেওয়া যাবে। কাউকে না দিয়ে সব নিজের জন্য রেখে দেওয়াও জায়েজ আছে। তবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কোরবানির পশুর একটি অংশ দরিদ্র শ্রেণির জন্য বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া মানত বা অসিয়তের কোরবানি হলে তা গরিবদের আবশ্যকভাবে দান করতে হবে।
» কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা বা কাজের পারিশ্রমিক হিসেবে দেওয়া হারাম। কেউ এমনটি করে ফেললে তার মূল্য গরিব-মিসকিনদের দান করে দিতে হবে।
কোরবানির দিনে একজন ইমানদারের জন্য ইসলামের বেশ কিছু নির্দেশনা রয়েছে, তা তার মেনে চলা উচিত। এখানে তা সংক্ষেপে তুলে ধরা হলো—
ঈদের নামাজ
» ঈদের নামাজের আগে গোসল করা, ভালো পোশাক পরে ঈদগাহে যাওয়া, সুগন্ধি ব্যবহার করা সুন্নত। ঈদুল আজহার নামাজে যাওয়ার আগে কিছু না খাওয়া উত্তম।
» ঈদগাহে এক পথ দিয়ে যাওয়া এবং অন্য পথ দিয়ে আসা সুন্নত। সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাবেন।
» ঈদের দিনে বেশি বেশি উচ্চ স্বরে তাকবির পড়া সুন্নত।
» ঈদের নামাজের আগে ফজরের পর থেকে আর কোনো নামাজ নেই।
» ঈদের দিনে ছোট-বড় সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা এবং ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলা উত্তম।
পশু জবাই
» কোরবানির পশু জবাই করার নির্ধারিত সময় হলো ১০ জিলহজ ঈদুল আজহার নামাজের পর থেকে ১২ জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ঈদের নামাজের আগে পশু জবাই করা হলে কোরবানি আদায় হবে না। নির্দিষ্ট সময়ে কোরবানি করতে না পারলে পরবর্তী সময়ে তাকে একটি বকরির মূল্য সদকা করে দিতে হবে।
» ঈদের নামাজের পর দুই খুতবা শেষ হলেই পশু জবাই করা উচিত। উল্লিখিত সময়ের মধ্যে দিনে ও রাতে যেকোনো সময় কোরবানি করা যাবে।
» নিজের কোরবানির পশু নিজে জবাই করাই উত্তম। অভ্যাস না থাকলে অন্য যেকোনো মুসলমানকে দিয়ে জবাই করানো যাবে।
» খুব ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে, যাতে পশুর কষ্ট না হয়।
» জবাই করার সময় জবাইকারীর মুখ কিবলার দিকে থাকা সুন্নতে মুয়াক্কাদাহ।
» জবাইয়ের আগে জবাইকারীকে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। একাধিক লোক ছুরিতে হাত রাখলে সবাইকে বিসমিল্লাহ পড়তে হবে। কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না পড়লে ওই পশুর গোশত হালাল হবে না।
» জবাই মানে হচ্ছে পশুর খাদ্যনালি, শ্বাসনালি এবং শ্বাসনালির পাশের দুটি রগ কেটে দেওয়া। জবাইয়ের পর পশু স্বাভাবিকভাবে নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এ অবস্থায় পশুর শরীরের কোথাও দা-ছুরি লাগানো মাকরুহে তাহরিমি।
মাংস বণ্টন
» কোরবানির পশুর আটটি অংশ খাওয়া নিষেধ। পুরুষাঙ্গ, স্ত্রী-অঙ্গ, মূত্রথলি, পিঠের হাড়ের ভেতরের মগজ বা সাদা রগ, চামড়ার নিচের টিউমারের মতো উঁচু করে থাকে এমন বর্ধিত মাংস, অণ্ডকোষ, পিত্ত ও প্রবাহিত রক্ত।
» কোরবানির মাংস কোরবানিদাতা, তার পরিবারের লোক, ধনী-গরিব সবাই খেতে পারবে। আত্মীয়স্বজন, প্রতিবেশী, মুসলিম-অমুসলিম যাকে যে পরিমাণ ইচ্ছা হাদিয়া দেওয়া যাবে। কাউকে না দিয়ে সব নিজের জন্য রেখে দেওয়াও জায়েজ আছে। তবে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কোরবানির পশুর একটি অংশ দরিদ্র শ্রেণির জন্য বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া মানত বা অসিয়তের কোরবানি হলে তা গরিবদের আবশ্যকভাবে দান করতে হবে।
» কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা বা কাজের পারিশ্রমিক হিসেবে দেওয়া হারাম। কেউ এমনটি করে ফেললে তার মূল্য গরিব-মিসকিনদের দান করে দিতে হবে।
একটি সাধারণ দৃশ্য আমরা প্রায়শই দেখি—আজান দেওয়ার সময় মুয়াজ্জিন কানে আঙুল প্রবেশ করিয়ে উচ্চ আওয়াজে আজান দিচ্ছেন। অনেকেই এটি আবশ্যক মনে করেন, আবার কেউ কেউ এটিকে ঐচ্ছিক বা বর্জনযোগ্য বলে থাকেন। এই লেখায় আমরা কানে আঙুল দেওয়ার এ পদ্ধতির শরয়ি ভিত্তি, হাদিস, ওলামায়ে কেরামের ব্যাখ্যা এবং সমকালীন...
৭ ঘণ্টা আগেইতিহাস কখনো নিছক কাহিনি নয়, কখনো কখনো তা হয়ে ওঠে অনুভূতির প্রতীক। মদিনার অদূরে অবস্থিত এক নিঃশব্দ পাহাড় তেমনই এক ইতিহাসের সাক্ষী। এটি শুধু মাটি-পাথরের সমষ্টি নয়; বরং এই পাহাড় ইসলামের প্রথম যুগের বীরত্ব, আত্মত্যাগ, কষ্ট ও ভালোবাসার জীবন্ত স্মারক। রাসুলুল্লাহ (সা.) যাকে বলেছিলেন, ‘উহুদ...
৯ ঘণ্টা আগেজীবনে প্রিয়জন হারানো এক অপূরণীয় বেদনা। এই কঠিন মুহূর্তে মানুষ কীভাবে আচরণ করবে, কেমনভাবে শোক প্রকাশ করবে—সেই বিষয়ে ইসলাম দিয়েছে পরিপূর্ণ দিকনির্দেশনা। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো—শোক প্রকাশে ভারসাম্য রাখা, কষ্টকে অস্বীকার না করা, আবার সীমালঙ্ঘনও না করা।
১৪ ঘণ্টা আগেন্যায়পরায়ণতার গুরুত্ব অপরিসীম। শাসকের মৌলিক দায়িত্ব কর্তব্য হলো ন্যায়পরায়ণতার সঙ্গে জনগণের অধিকার আদায় এবং তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা। মহান রব পবিত্র কোরআনে ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছেন।
১ দিন আগে