মুফতি আবু আবদুল্লাহ আহমদ
একনিষ্ঠভাবে করা প্রতিটি ভালো কাজ আল্লাহর কাছে প্রিয়। তবে হাদিস শরিফে নির্দিষ্টভাবে কিছু আমলের ব্যাপারে বলা হয়েছে, সেগুলো আল্লাহর অধিক প্রিয়। নিচে এ ধরনের কয়েকটি আমল তুলে ধরা হলো—
» আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা।
» তাঁর পথে লড়াই করা।
» যথাযথ নিয়মে হজ আদায় করা।
হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, ‘কোন আমল সর্বোত্তম?’ তিনি বললেন, ‘আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘আল্লাহর পথে লড়াই করা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ রাসুল (সা.) বললেন, ‘যথাযথভাবে আদায়কৃত হজ।’ (মুসলিম)
» সময়মতো নামাজ আদায় করা।
» মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, ‘কোনটি আল্লাহর অধিক প্রিয়?’ তিনি বললেন, ‘সময়মতো নামাজ পড়া।’ বললাম, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘মা-বাবার সঙ্গে সদাচার করা।’ (মুসলিম)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
একনিষ্ঠভাবে করা প্রতিটি ভালো কাজ আল্লাহর কাছে প্রিয়। তবে হাদিস শরিফে নির্দিষ্টভাবে কিছু আমলের ব্যাপারে বলা হয়েছে, সেগুলো আল্লাহর অধিক প্রিয়। নিচে এ ধরনের কয়েকটি আমল তুলে ধরা হলো—
» আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা।
» তাঁর পথে লড়াই করা।
» যথাযথ নিয়মে হজ আদায় করা।
হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, ‘কোন আমল সর্বোত্তম?’ তিনি বললেন, ‘আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘আল্লাহর পথে লড়াই করা।’ প্রশ্নকারী বললেন, ‘এরপর কোন আমল?’ রাসুল (সা.) বললেন, ‘যথাযথভাবে আদায়কৃত হজ।’ (মুসলিম)
» সময়মতো নামাজ আদায় করা।
» মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করা।
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, ‘কোনটি আল্লাহর অধিক প্রিয়?’ তিনি বললেন, ‘সময়মতো নামাজ পড়া।’ বললাম, ‘এরপর কোন আমল?’ তিনি বললেন, ‘মা-বাবার সঙ্গে সদাচার করা।’ (মুসলিম)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
রমজান মাস এবং ফরজ রোজা শেষ হলেও বছরজুড়ে বিভিন্ন রোজা রয়েছে। মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য সেসব রোজার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
৫ ঘণ্টা আগেমানবজীবনে আত্মীয়তার বন্ধন অমূল্য এক সম্পর্ক। জীবনের প্রতিকূলতায় আত্মীয়রা প্রেরণা এবং শক্তির উৎস হয়ে থাকে। এই সম্পর্ক আমাদের মাঝে ভালোবাসা, সহানুভূতি এবং আস্থা তৈরি করতে সহায়তা করে। তাই আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার বিকল্প নেই।
৭ ঘণ্টা আগেমহান আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, যার মধ্যে বিপদ-আপদ অন্যতম এক মাধ্যম। দুঃখ-কষ্ট, রোগ-বালাই, অভাব-অনটন, বিরহ-টেনশন বা প্রিয়জনের বিয়োগ—এসবই হতে পারে একেকটি পরীক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন, ফল-ফসলের ক্ষয়ক্ষতি...
১৬ ঘণ্টা আগেতওবা মানে ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসা। তওবা মানে নিজের ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত গড়ার চেষ্টা করা। সহজে বললে—পাপের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা, তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করা এবং ভবিষ্যতে সেই পাপে না ফেরার দৃঢ়প্রতিজ্ঞা করা।
২ দিন আগে