Ajker Patrika

ইমাম-মুয়াজ্জিনদের দুঃখের কথা

আনোয়ার সাদাৎ ইমরান, টাঙ্গাইল
ইমাম-মুয়াজ্জিনদের দুঃখের কথা

‘ভাই, কষ্টের কথা কারে কমু। আপনে তবু জিগাইলেন। আমি কেমনে সংসার চালাই, বাড়ির সবাই কেমন আছে? আইজ তুরি কেউ জিগায়ও নাই। মাস শেষে যা পাই, দোকানের বাকি আর চাইল কিনতেই শেষ। বাজার, পোলাপানের খরচ, পোশাক-আশাকের কথা ভাবতেই শরীর দুর্বল অইয়া যায়। ঋণ পরিশোধের ভয়ে কারও কাছে হাত পাতবারও পারি না। বাধ্য অইয়া মাঝেমধ্যেই রোজা থাইকা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি’—দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের টেংরি জামে মসজিদের ইমাম মাওলানা আল আমিন।

টাঙ্গাইল সদর, মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, কালিহাতী উপজেলার অন্তত ২৫টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনের সঙ্গে কথা বলে তাঁদের জীবনযুদ্ধের করুণ কাহিনির কথা জানা গেছে। এসব ইমামের কারও বেতন মাসিক, কারও বাৎসরিক। মাসিক বেতনধারীরা পান ২ থেকে ৭ হাজার টাকা। বাৎসরিক বেতনধারীরা পান ৭০ থেকে ৯০ হাজার। মুয়াজ্জিন ও খাদেমদের বেতন আরও কম। অনেক মসজিদ কমিটির লোকজন তাঁদের সঙ্গে বাড়ির কাজের লোকের মতো আচরণ করেন। অনেকে বাসার বাজার-সদাইও করান। চাকরি হারানোর ভয়ে আপত্তি করতে সাহস পান না সমাজের অবহেলিত এসব সম্মানিত মানুষ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা যে সম্মানী পান, তা দিয়ে সংসার চালানো দুষ্কর। তারপরও বাধ্য হয়ে বুকে পাথরচাপা দিয়ে হাসিমুখে প্রতিদিন নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করে চলেছেন তাঁরা। তাঁদের সমস্যার কথা কমিটির লোকজনও আমলে নিতে চান না। কমিটির মর্জির ওপর নির্ভর করে চাকরিও।

টাঙ্গাইলের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় সূত্র জানায়, জেলার ১২টি উপজেলায় ৮ হাজারের অধিক মসজিদ রয়েছে। এই মসজিদগুলোতে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম মিলিয়ে ২০ হাজারের অধিক ধর্মীয় ব্যক্তি কর্মরত আছেন।

টাঙ্গাইল সদর উপজেলার খারজানা ঘোনারপাড় বাইতুন নূর জামে মসজিদের ইমাম কালাচান মৌলভি মুন্সি ৩০ বছরের অধিক সময় ধরে ইমামতি করেন। বর্তমানে তাঁর সম্মানী মাসিক ২ হাজার টাকা। কালাচান মুন্সি বলেন, ‘আল্লাহকে রাজি-খুশি করার জন্য ইমামতি করি। কী পাইলাম, কী পাইলাম না, তা ভাবি না। গেরস্থালি করেই সংসার চলে।’

মুয়াজ্জিন আবুল বাশার বলেন, ‘আমি যে সম্মানী পাই, তা বলার মতো না। মসজিদের কাছেই দোকান দিয়েছি। তা দিয়াই সংসার চলে।’

মধুপুর উপজেলার মাগুন্তিনগর গ্রামের মাওলানা আরিফ আদনান বলেন, ‘মসজিদ কমিটির লোকজন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের প্রয়োজন-অপ্রয়োজন ভাবার সময় পান না। তাঁরা রাজনৈতিক দল, ধর্মীয় গ্রুপিং, সামাজিক দ্বন্দ্ব আর মসজিদের উন্নয়ন নিয়ে মেতে থাকেন। ইমাম-মুয়াজ্জিনের বেতনের কথা তুললেই নানা সমালোচনা শুরু হয়। এমনকি ইমামকে চাকরিচ্যুতও করেন অনেকে।’

ঘাটাইল বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম শহীদুল ইসলাম শাহীন বলেন, ‘ব্রিটিশ শাসকেরা ধর্মীয় মূল্যবোধের লোকজনকে অবহেলিত রাখার যে চেষ্টা চালিয়েছিল, তা এখনো অব্যাহত আছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের সমস্যার কথা শোনা এবং দুঃখের কথা ভাবার কেউ নেই।’

ঘাটাইলের চাপড়ী, রসুলপুর, মধুপুরের কাঁকড়গুনি, মাগুন্তিনগর, অরণখোলা, হাগুড়াকুড়ি এলাকার কয়েকটি মসজিদের ইমাম জানান, তাঁদের মাসিক বেতন দেওয়া হয় না। বছরে দেওয়া হয় ৭০ থেকে ৯০ হাজার টাকা। দুই ঈদে তা পরিশোধ করা হয়। অন্য সময়ে তাঁরা কোনো বেতন-ভাতা পান না।

টাঙ্গাইলের স্থানীয় সংগঠন সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি ও শিক্ষাবিদ বজলুর রশিদ খান বলেন, ‘আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের এবং শেষ বিদায় জানাজার সঙ্গী ইমামদের মাসিক আয় খুবই কম। ইমাম-মুয়াজ্জিনরা যে টাকা সম্মানী পান, তা দিয়ে কোনোভাবে চার সদস্যের সংসার চালানো অসম্ভব। রাষ্ট্রীয়ভাবে তাঁদের বেতনের কথা ভাবা উচিত।’

টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, ‘মসজিদ নির্মাণ, পরিচালনা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও খতিবদের দেখভালের কোনো দায়িত্বই আমাদের কাজের আওতাভুক্ত নয়। তবে ইমামদের জন্য সীমিত আকারে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। অবশ্য মডেল মসজিদ প্রকল্পের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের বেতন ওই প্রকল্পের আওতাভুক্ত। সেখানে ইমামের বেতন ১৫ হাজার, মুয়াজ্জিনের বেতন ১০ হাজার এবং খাদেমের বেতন ৭ হাজার টাকা। এ ছাড়া অন্যান্য মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন কমিটির লোকজনই দিয়ে থাকেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত