মুফতি আবু আবদুল্লাহ আহমদ
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ বিতর। বিতর অর্থ বিজোড়। এ নামাজ তিন রাকাতবিশিষ্ট হওয়ায় কিংবা এর মাধ্যমে রাতে আদায় করা নামাজগুলোর রাকাতসংখ্যা বিজোড় হয়ে যায় বিধায় একে বিতর বলা হয়। এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগপর্যন্ত বিতর নামাজ আদায়ের সময়। তবে নিয়মিত শেষ রাতে ওঠার অভ্যাস আছে এমন ব্যক্তির জন্য রাতের শেষ ভাগে বিতর আদায় করা উত্তম। অবশ্য শেষ রাতে ওঠার অভ্যাস না থাকলে ঘুমানোর আগেই বিতর আদায় করে নেওয়া উচিত।
রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি শেষ রাতে ওঠার ব্যাপারে নিশ্চিত নয়, সে যেন রাতের প্রথম ভাগে বিতর আদায় করে নেয়। আর যে শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায়ের ব্যাপারে আশাবাদী, সে রাতের শেষভাগে বিতর আদায় করবে। কারণ, শেষ রাতের নামাজের সময় ব্যাপকসংখ্যক ফেরেশতা উপস্থিত থাকেন এবং এটাই উত্তম।’ (মুসলিম)
রাসুল (সা.) কখনো বিতর ছাড়তেন না। সাহাবিদেরও বিতর আদায়ের নির্দেশ দিতেন। রাসুল (সা.) এরশাদ করেন, ‘আল্লাহ তাআলা একটি বাড়তি নামাজ দিয়ে তোমাদের সাহায্য করেছেন, যা তোমাদের জন্য লাল উটের চেয়ে উত্তম। তা হচ্ছে বিতর। আল্লাহ তাআলা এ নামাজ তোমাদের জন্য এশা ও ফজরের মধ্যবর্তী সময়ে আদায়ের জন্য নির্ধারণ করে দিয়েছেন।’ (তিরমিজি)
আবু হুরাইরা (রা.) বলেন, ‘আমার প্রাণপ্রিয় বন্ধু আমাকে তিনটি বিষয়ের অসিয়ত করেছেন, যা মৃত্যু পর্যন্ত আমি ত্যাগ করব না। তা হলো প্রতি মাসে তিনটা রোজা রাখা, দুই রাকাত চাশতের নামাজ আদায় করা এবং ঘুমানোর আগে বিতর নামাজ আদায় করা। (বুখারি ও মুসলিম) অন্য এক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘হে কোরআনের অনুসারীরা, তোমরা বিতর আদায় করো। কারণ আল্লাহ তাআলা বিজোড় এবং বিতর নামাজ ভালোবাসেন।’ (তিরমিজি)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ বিতর। বিতর অর্থ বিজোড়। এ নামাজ তিন রাকাতবিশিষ্ট হওয়ায় কিংবা এর মাধ্যমে রাতে আদায় করা নামাজগুলোর রাকাতসংখ্যা বিজোড় হয়ে যায় বিধায় একে বিতর বলা হয়। এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগপর্যন্ত বিতর নামাজ আদায়ের সময়। তবে নিয়মিত শেষ রাতে ওঠার অভ্যাস আছে এমন ব্যক্তির জন্য রাতের শেষ ভাগে বিতর আদায় করা উত্তম। অবশ্য শেষ রাতে ওঠার অভ্যাস না থাকলে ঘুমানোর আগেই বিতর আদায় করে নেওয়া উচিত।
রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি শেষ রাতে ওঠার ব্যাপারে নিশ্চিত নয়, সে যেন রাতের প্রথম ভাগে বিতর আদায় করে নেয়। আর যে শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায়ের ব্যাপারে আশাবাদী, সে রাতের শেষভাগে বিতর আদায় করবে। কারণ, শেষ রাতের নামাজের সময় ব্যাপকসংখ্যক ফেরেশতা উপস্থিত থাকেন এবং এটাই উত্তম।’ (মুসলিম)
রাসুল (সা.) কখনো বিতর ছাড়তেন না। সাহাবিদেরও বিতর আদায়ের নির্দেশ দিতেন। রাসুল (সা.) এরশাদ করেন, ‘আল্লাহ তাআলা একটি বাড়তি নামাজ দিয়ে তোমাদের সাহায্য করেছেন, যা তোমাদের জন্য লাল উটের চেয়ে উত্তম। তা হচ্ছে বিতর। আল্লাহ তাআলা এ নামাজ তোমাদের জন্য এশা ও ফজরের মধ্যবর্তী সময়ে আদায়ের জন্য নির্ধারণ করে দিয়েছেন।’ (তিরমিজি)
আবু হুরাইরা (রা.) বলেন, ‘আমার প্রাণপ্রিয় বন্ধু আমাকে তিনটি বিষয়ের অসিয়ত করেছেন, যা মৃত্যু পর্যন্ত আমি ত্যাগ করব না। তা হলো প্রতি মাসে তিনটা রোজা রাখা, দুই রাকাত চাশতের নামাজ আদায় করা এবং ঘুমানোর আগে বিতর নামাজ আদায় করা। (বুখারি ও মুসলিম) অন্য এক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘হে কোরআনের অনুসারীরা, তোমরা বিতর আদায় করো। কারণ আল্লাহ তাআলা বিজোড় এবং বিতর নামাজ ভালোবাসেন।’ (তিরমিজি)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ইসলামের সুন্দর অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে, করজে হাসান তথা উত্তম ও পুণ্যময় ঋণ। যে ঋণে কোনোরূপ সুদের সংশ্লিষ্টতা নেই এবং ঋণগ্রহীতার অবস্থার প্রতি লক্ষ্য রেখে ঋণ আদায়ের ক্ষেত্রে ছাড়ের মানসিকতা রাখা হয়, ইসলামি পরিভাষায় একে করজে হাসান বলে। পবিত্র কোরআনের ছয়টি আয়াতে আল্লাহ তাআলা...
১ দিন আগেবিয়ের বর-কনে নির্বাচনের ক্ষেত্রে ইসলামের বিশেষ নির্দেশনা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, বিয়েতে কারও পছন্দের ব্যাপারে মানুষ চারটি বিষয় দেখে। যথা—সম্পদ, আভিজাত্য, সৌন্দর্য এবং খোদাভীতি। এর মধ্যে ভাগ্যবান এবং শ্রেষ্ঠ সে, যে একজন ধার্মিক মেয়েকে বিয়ে করে। রাসুলুল্লাহ (সা.) মানুষকে আরও সতর্ক করে দেন...
২ দিন আগেবাংলা অঞ্চলের হাজার বছরের ইতিহাসে ধর্ম, সংস্কৃতি ও স্থাপত্যের যে সমন্বয় ঘটেছে, তার মধ্যে ইসলামি স্থাপত্য এক মহিমান্বিত অধ্যায়। কালের গহ্বরে কিছু নিদর্শন হারিয়ে গেলেও, আজও দাঁড়িয়ে থাকা মসজিদের গম্বুজ, মাদ্রাসার মিনার কিংবা মাজারের কারুকাজ ইসলামের প্রসার ও সৃজনশীলতার এক অনুপম সাক্ষ্য বহন করে।
৩ দিন আগেপৃথিবীতে আমরা কেউই চাপমুক্ত নই; দুশ্চিন্তা ও হতাশা সবারই থাকে। তবে এটি অস্বাভাবিক মাত্রায় হলে তা মানসিক রোগে রূপ নেয়, যা অনেক শারীরিক রোগেরও কারণ। তাই প্রতিটি মানুষের দুশ্চিন্তা থেকে বের হয়ে আসা উচিত। চিন্তামুক্ত থাকার জন্য কোরআন-হাদিসে বেশ কিছু আমলের কথা এসেছে। এখানে ৪টি আমলের কথা আলোচনা করছি।
৩ দিন আগে