মুফতি আবু আবদুল্লাহ আহমদ
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ বিতর। বিতর অর্থ বিজোড়। এ নামাজ তিন রাকাতবিশিষ্ট হওয়ায় কিংবা এর মাধ্যমে রাতে আদায় করা নামাজগুলোর রাকাতসংখ্যা বিজোড় হয়ে যায় বিধায় একে বিতর বলা হয়। এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগপর্যন্ত বিতর নামাজ আদায়ের সময়। তবে নিয়মিত শেষ রাতে ওঠার অভ্যাস আছে এমন ব্যক্তির জন্য রাতের শেষ ভাগে বিতর আদায় করা উত্তম। অবশ্য শেষ রাতে ওঠার অভ্যাস না থাকলে ঘুমানোর আগেই বিতর আদায় করে নেওয়া উচিত।
রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি শেষ রাতে ওঠার ব্যাপারে নিশ্চিত নয়, সে যেন রাতের প্রথম ভাগে বিতর আদায় করে নেয়। আর যে শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায়ের ব্যাপারে আশাবাদী, সে রাতের শেষভাগে বিতর আদায় করবে। কারণ, শেষ রাতের নামাজের সময় ব্যাপকসংখ্যক ফেরেশতা উপস্থিত থাকেন এবং এটাই উত্তম।’ (মুসলিম)
রাসুল (সা.) কখনো বিতর ছাড়তেন না। সাহাবিদেরও বিতর আদায়ের নির্দেশ দিতেন। রাসুল (সা.) এরশাদ করেন, ‘আল্লাহ তাআলা একটি বাড়তি নামাজ দিয়ে তোমাদের সাহায্য করেছেন, যা তোমাদের জন্য লাল উটের চেয়ে উত্তম। তা হচ্ছে বিতর। আল্লাহ তাআলা এ নামাজ তোমাদের জন্য এশা ও ফজরের মধ্যবর্তী সময়ে আদায়ের জন্য নির্ধারণ করে দিয়েছেন।’ (তিরমিজি)
আবু হুরাইরা (রা.) বলেন, ‘আমার প্রাণপ্রিয় বন্ধু আমাকে তিনটি বিষয়ের অসিয়ত করেছেন, যা মৃত্যু পর্যন্ত আমি ত্যাগ করব না। তা হলো প্রতি মাসে তিনটা রোজা রাখা, দুই রাকাত চাশতের নামাজ আদায় করা এবং ঘুমানোর আগে বিতর নামাজ আদায় করা। (বুখারি ও মুসলিম) অন্য এক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘হে কোরআনের অনুসারীরা, তোমরা বিতর আদায় করো। কারণ আল্লাহ তাআলা বিজোড় এবং বিতর নামাজ ভালোবাসেন।’ (তিরমিজি)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ বিতর। বিতর অর্থ বিজোড়। এ নামাজ তিন রাকাতবিশিষ্ট হওয়ায় কিংবা এর মাধ্যমে রাতে আদায় করা নামাজগুলোর রাকাতসংখ্যা বিজোড় হয়ে যায় বিধায় একে বিতর বলা হয়। এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগপর্যন্ত বিতর নামাজ আদায়ের সময়। তবে নিয়মিত শেষ রাতে ওঠার অভ্যাস আছে এমন ব্যক্তির জন্য রাতের শেষ ভাগে বিতর আদায় করা উত্তম। অবশ্য শেষ রাতে ওঠার অভ্যাস না থাকলে ঘুমানোর আগেই বিতর আদায় করে নেওয়া উচিত।
রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি শেষ রাতে ওঠার ব্যাপারে নিশ্চিত নয়, সে যেন রাতের প্রথম ভাগে বিতর আদায় করে নেয়। আর যে শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায়ের ব্যাপারে আশাবাদী, সে রাতের শেষভাগে বিতর আদায় করবে। কারণ, শেষ রাতের নামাজের সময় ব্যাপকসংখ্যক ফেরেশতা উপস্থিত থাকেন এবং এটাই উত্তম।’ (মুসলিম)
রাসুল (সা.) কখনো বিতর ছাড়তেন না। সাহাবিদেরও বিতর আদায়ের নির্দেশ দিতেন। রাসুল (সা.) এরশাদ করেন, ‘আল্লাহ তাআলা একটি বাড়তি নামাজ দিয়ে তোমাদের সাহায্য করেছেন, যা তোমাদের জন্য লাল উটের চেয়ে উত্তম। তা হচ্ছে বিতর। আল্লাহ তাআলা এ নামাজ তোমাদের জন্য এশা ও ফজরের মধ্যবর্তী সময়ে আদায়ের জন্য নির্ধারণ করে দিয়েছেন।’ (তিরমিজি)
আবু হুরাইরা (রা.) বলেন, ‘আমার প্রাণপ্রিয় বন্ধু আমাকে তিনটি বিষয়ের অসিয়ত করেছেন, যা মৃত্যু পর্যন্ত আমি ত্যাগ করব না। তা হলো প্রতি মাসে তিনটা রোজা রাখা, দুই রাকাত চাশতের নামাজ আদায় করা এবং ঘুমানোর আগে বিতর নামাজ আদায় করা। (বুখারি ও মুসলিম) অন্য এক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘হে কোরআনের অনুসারীরা, তোমরা বিতর আদায় করো। কারণ আল্লাহ তাআলা বিজোড় এবং বিতর নামাজ ভালোবাসেন।’ (তিরমিজি)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
সুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ। কীভাবে তিনি পারিবারিক ও...
১ দিন আগেজুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। ইসলামে জুমার দিন সপ্তাহের সেরা হিসেবে বিবেচিত। নবী করিম (সা.) বলেন, পৃথিবীতে যত দিন সূর্য উদিত হবে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন। (সহিহ্ মুসলিম: ৮৫৪)। অন্য এক হাদিসে তিনি বলেন, দিবসসমূহের মধ্যে...
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ঘিবলি স্টাইল কার্টুন তৈরির বিষয়টি ইসলাম কীভাবে দেখে?
১ দিন আগেতসবি জিকির-আজকারের গুরুত্বপূর্ণ এক উপকরণ। আল্লাহর স্মরণে মুমিনদের সাহায্য করে এই জপমালা। হাতে তসবি, মুখে জিকির—মুমিনের হৃদয়ে ওঠে আল্লাহর প্রেম। যুগ যুগ ধরেই জিকির-আজকারে মুসলমানরা তসবি ব্যবহার করে আসছে। যেমন তুরস্কের কেসেরি প্রদেশের ‘সুওয়াসি সিতি হাতুন’ মসজিদে ৭০০ বছর ধরে ব্যবহৃত হচ্ছে দৃষ্টিনন্দন..
১ দিন আগে