আজকের পত্রিকা
আজকের পত্রিকা: করোনাকালে কেমন চলছে আপনাদের ব্যবসা?
আবদুল কাদের খান: করোনা সংক্রমণের প্রথম কয়েক মাস একটু খারাপ ছিল। এখন ভালো হচ্ছে। বিশ্বের পরিস্থিতি উন্নতি হওয়ায় সেখানে শোরুম খুলছে। তাদের পোশাকের চাহিদা তৈরি হয়েছে। আর তাতে অর্ডারের চাপ তৈরি হয়েছে দেশে। এখন সরকার হয়তো সব খুলে দেবে। কারণ, অর্থনীতি টিকিয়ে রাখতে হবে। মানুষের আয় কমে গেছে। অনেকের জমানো যা সঞ্চয় ছিল সেটিও শেষের পথে। অর্থনৈতিক সংকটের সময় কারও কাছে ঋণও পাওয়া যায় না। তাই করোনা জানা সত্ত্বেও নিরুপায় হয়ে মানুষ রাস্তায় নামছে।
আজকের পত্রিকা: কর্মীদের টিকার আওতায় আনতে কী পদক্ষেপ নিচ্ছেন?
আবদুল কাদের খান: আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম। এখন তো বলছে যে গণটিকা দেওয়া হবে। আলাদা করে টিকা না নিয়ে গণটিকার সুযোগ নেওয়ার জন্য বলা হয়েছে। এতে আমরাও আশা করছি যে, অন্যদের মতো আমাদের কর্মীরাও টিকা পাবে। বিজিএমইএ নিজেরাও কারখানায় টিকা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। আমরা অপেক্ষা করছি তারা কী করে তা দেখার জন্য। এরপর বুঝতে পারব যে আমরা আলাদা করে পদক্ষেপ নেব, নাকি গণটিকায় চলবে।
আজকের পত্রিকা: সরকারি প্রণোদনা আপনাদের খাতে সহায়ক ছিল কি না?
আবদুল কাদের খান: আমরা সরকারি প্রণোদনা বলতে গেলে পাইনি। এটা মূলত মূল খাতে দেওয়া হয়েছে। যদিও আমাদের ব্যাপারেও বলা আছে। কিন্তু বাস্তবে আমাদের উদ্যোক্তারা পায়নি। কারণ হলো, এখানে টেকনিক্যাল কিছু বিষয় ছিল, নীতিমালায় কিছু জটিলতা ছিল। যার ফলে আমরা এ সুবিধাটা নিতে পারিনি। আমরা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে শতভাগ রপ্তানিমুখী হওয়ার পরও ঋণ পাইনি। প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে জটিলতা, পরে প্রধানমন্ত্রী নতুন করে বরাদ্দ বাড়িয়ে সুযোগ দিলেও সেটাও পাইনি। ব্যাংক ক্লায়েন্ট সম্পর্কের কথা বলায় ব্যাংকগুলোও যাদের একাধিক ঋণ ছিল, তাদের দেয়নি। এ রকম নানান দুর্বলতায় আমরা প্রণোদনার ঋণ পাইনি।
আজকের পত্রিকা: অর্ডার আসছে, মার্জিন কেমন থাকছে?
আবদুল কাদের খান: অর্ডার আসছে। তবে এর সুফল আসেনি। কারণ, মার্জিন কম থাকছে। পোশাকমালিকেরা বলছেন, তাঁরা ভালো দাম পাচ্ছেন না। তাই আমাদের কীভাবে দেবেন? আর সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, তা হলো কাঁচামালের দাম অস্বাভাবিক বেড়েছে। যেমন কাগজের দাম ছিল আগে ৫০০ ডলার টন, এখন তা সাড়ে ৮০০ বা ৯০০ ডলার। ৭০০ ডলারের দাম হয়েছে এখন ১ হাজার ১০০ ডলার। এর সঙ্গে যোগ হয়েছে কনটেইনার ভাড়া। এটা কয়েক গুণ বেড়েছে। যা ছিল ১ হাজার ডলার, তার ভাড়া এখন সাড়ে ৩ হাজার ডলার। এতে কাঁচামালের দামে প্রভাব পড়ে। কিন্তু পণ্যের দাম আমরা বাড়াতে পারছি না। ফলে মার্জিন বাড়ছে না। আমাদের পোশাকমালিকদের পণ্যের দাম বাড়াতে ঐক্যবদ্ধ হতে হবে।
আজকের পত্রিকা: করোনাকালে কেমন চলছে আপনাদের ব্যবসা?
আবদুল কাদের খান: করোনা সংক্রমণের প্রথম কয়েক মাস একটু খারাপ ছিল। এখন ভালো হচ্ছে। বিশ্বের পরিস্থিতি উন্নতি হওয়ায় সেখানে শোরুম খুলছে। তাদের পোশাকের চাহিদা তৈরি হয়েছে। আর তাতে অর্ডারের চাপ তৈরি হয়েছে দেশে। এখন সরকার হয়তো সব খুলে দেবে। কারণ, অর্থনীতি টিকিয়ে রাখতে হবে। মানুষের আয় কমে গেছে। অনেকের জমানো যা সঞ্চয় ছিল সেটিও শেষের পথে। অর্থনৈতিক সংকটের সময় কারও কাছে ঋণও পাওয়া যায় না। তাই করোনা জানা সত্ত্বেও নিরুপায় হয়ে মানুষ রাস্তায় নামছে।
আজকের পত্রিকা: কর্মীদের টিকার আওতায় আনতে কী পদক্ষেপ নিচ্ছেন?
আবদুল কাদের খান: আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম। এখন তো বলছে যে গণটিকা দেওয়া হবে। আলাদা করে টিকা না নিয়ে গণটিকার সুযোগ নেওয়ার জন্য বলা হয়েছে। এতে আমরাও আশা করছি যে, অন্যদের মতো আমাদের কর্মীরাও টিকা পাবে। বিজিএমইএ নিজেরাও কারখানায় টিকা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। আমরা অপেক্ষা করছি তারা কী করে তা দেখার জন্য। এরপর বুঝতে পারব যে আমরা আলাদা করে পদক্ষেপ নেব, নাকি গণটিকায় চলবে।
আজকের পত্রিকা: সরকারি প্রণোদনা আপনাদের খাতে সহায়ক ছিল কি না?
আবদুল কাদের খান: আমরা সরকারি প্রণোদনা বলতে গেলে পাইনি। এটা মূলত মূল খাতে দেওয়া হয়েছে। যদিও আমাদের ব্যাপারেও বলা আছে। কিন্তু বাস্তবে আমাদের উদ্যোক্তারা পায়নি। কারণ হলো, এখানে টেকনিক্যাল কিছু বিষয় ছিল, নীতিমালায় কিছু জটিলতা ছিল। যার ফলে আমরা এ সুবিধাটা নিতে পারিনি। আমরা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে শতভাগ রপ্তানিমুখী হওয়ার পরও ঋণ পাইনি। প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে জটিলতা, পরে প্রধানমন্ত্রী নতুন করে বরাদ্দ বাড়িয়ে সুযোগ দিলেও সেটাও পাইনি। ব্যাংক ক্লায়েন্ট সম্পর্কের কথা বলায় ব্যাংকগুলোও যাদের একাধিক ঋণ ছিল, তাদের দেয়নি। এ রকম নানান দুর্বলতায় আমরা প্রণোদনার ঋণ পাইনি।
আজকের পত্রিকা: অর্ডার আসছে, মার্জিন কেমন থাকছে?
আবদুল কাদের খান: অর্ডার আসছে। তবে এর সুফল আসেনি। কারণ, মার্জিন কম থাকছে। পোশাকমালিকেরা বলছেন, তাঁরা ভালো দাম পাচ্ছেন না। তাই আমাদের কীভাবে দেবেন? আর সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, তা হলো কাঁচামালের দাম অস্বাভাবিক বেড়েছে। যেমন কাগজের দাম ছিল আগে ৫০০ ডলার টন, এখন তা সাড়ে ৮০০ বা ৯০০ ডলার। ৭০০ ডলারের দাম হয়েছে এখন ১ হাজার ১০০ ডলার। এর সঙ্গে যোগ হয়েছে কনটেইনার ভাড়া। এটা কয়েক গুণ বেড়েছে। যা ছিল ১ হাজার ডলার, তার ভাড়া এখন সাড়ে ৩ হাজার ডলার। এতে কাঁচামালের দামে প্রভাব পড়ে। কিন্তু পণ্যের দাম আমরা বাড়াতে পারছি না। ফলে মার্জিন বাড়ছে না। আমাদের পোশাকমালিকদের পণ্যের দাম বাড়াতে ঐক্যবদ্ধ হতে হবে।
সিরাজুল ইসলাম চৌধুরী জন্মগ্রহণ করেন ১৯৩৬ সালের ২৩ জুন। দীর্ঘ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। বর্তমানে বিভাগটির ইমেরিটাস অধ্যাপক। মার্কসবাদী চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ অধ্যাপক চৌধুরী নতুন দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
২২ জুন ২০২৫‘বাংলাদেশের মানুষ যদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ কিংবা অনুপাতভিত্তিক ভোটব্যবস্থা বুঝত! উল্টো তারা বলবে, আমরা এসব বুঝি না! আমি তোমাকে ভোট দেব, কয় টাকা দেবে? সহজ ভাষায় বললে বিষয়টি তা-ই—তুমি টাকা দাও, আমি ভোট দেব—দেশে ভোটের চর্চা এমনই।’
১৫ জুন ২০২৫গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় সহস্রাধিক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলার বিচার প্রক্রিয়াসহ নানা দিক নিয়ে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী
১১ জুন ২০২৫ড. দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ। বর্তমানে তিনি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে বেসরকারি উদ্যোগে গঠিত নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক।
০১ জুন ২০২৫