ভারতে নব্য ধনীদের উত্থান, ব্যক্তিগত বিমানে চীনকেও পেছনে ফেলেছে
এশিয়ার ধনকুবেরদের উত্থান-পতনের এক চমকপ্রদ প্রতিচ্ছবি ফুটে উঠছে প্রাইভেট জেটের বাজারে। একসময় যেখানকার আকাশ দাপিয়ে বেড়াতেন চীনের ধনীরা, এখন সেই স্থান দখল করছেন উদীয়মান ভারতীয়রা। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীনে প্রাইভেট জেটের সংখ্যা দ্রুত কমেছে, আর এই বাজারে ভারত চমকপ্রদ গতিতে