Ajker Patrika

যুক্তরাষ্ট্রের ‘নেটওয়ার্কে’ ম্যালওয়্যার টাইম বোমা রেখেছে চীন, অভিযোগ ওয়াশিংটনের

যুক্তরাষ্ট্রের ‘নেটওয়ার্কে’ ম্যালওয়্যার টাইম বোমা রেখেছে চীন, অভিযোগ ওয়াশিংটনের

বাইডেন প্রশাসন বিশ্বাস করে যে, চীন দেশটির জ্বালানি এবং যোগাযোগ খাতের নেটওয়ার্কে ম্যালওয়্যার স্থাপন করেছে। চীনের স্থাপিত এসব ম্যালওয়্যার ‘টাইম বোম’ হিসেবে কাজ করছে এবং যেকোনো সময় তা সংশ্লিষ্ট নেটওয়ার্কের কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মার্কিন সামরিক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গতকাল শনিবার নিউইয়র্ক টাইমস বলেছে, ম্যালওয়্যারটি সম্ভবত চীনের পিপলস লিবারেশন আর্মিকে মার্কিন সামরিক অভিযান ব্যাহত করার ক্ষমতা দিয়েছে। বিশেষ করে বেইজিং যদি কখনো তাইওয়ানের বিরুদ্ধে সামরিক অভিযান নিতে অগ্রসর হয়। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যালওয়্যারের কারণে চীন কেবল যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির খাতের পানি, জ্বালানি এবং যোগাযোগ ব্যবস্থাকেই বাধাগ্রস্ত করবে না, পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাড়িঘর এমনকি ব্যবসা-বাণিজ্যও বাধাগ্রস্ত করতে পারবে। 

মাস দু-এক আগে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট সতর্ক করে বলেছিল যে, চীনের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থায় অনুপ্রবেশ করেছে। সে সময় প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের অন্যতম সেনা ঘাঁটি গুয়ামের সেনা অবকাঠামোর নেটওয়ার্কে চীনা ম্যালওয়্যার অনুপ্রবেশ করানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, কেবল গুয়াম নয় যুক্তরাষ্ট্রের সর্বত্র এই কাজ করেছে চীনা হ্যাকাররা। 

মাইক্রোসফট আরও জানিয়েছে, চীন ২০২১ সাল থেকে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য হলো কখনো কোনো আঞ্চলিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্রকে বাধাগ্রস্ত করা। 

একই সময়ে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং ব্রিটেনের কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল যে, চীনা হ্যাকাররা সম্ভবত বিশ্বজুড়েই হ্যাকিং কার্যক্রম চালাচ্ছে যা ব্যাপকভাবে নেটওয়ার্ক পরিকাঠামোকে প্রভাবিত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত