Ajker Patrika

ডেলটা ধরনে যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনার সংক্রমণ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১২: ২৪
ডেলটা ধরনে যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনার সংক্রমণ

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেলটা দাপট দেখানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে। এই ধরনের কারণে দেশটিতে বাড়তে শুরু করেছে করোনার রোগী। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

৬ জুলাই পর্যন্ত হিসাবে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে ১৩ হাজার ৮৫৯ জন করোনার রোগী শনাক্ত করা হয়েছে। যেখানে দেখা গেছে গত দুই সপ্তাহের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনা রোগী ২১ শতাংশের বেশি বেড়েছে।

সিডিসির পক্ষ থেকে বলা হয়েছে, ৩ জুলাই পর্যন্ত নতুন শনাক্ত হওয়া করোনার রোগীদের ৫২ শতাংশের দেহে ডেলটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

বিশ্বে সবচেয়ে বেশি ভ্যাকসিন মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটিতে প্রায় ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ভ্যাকসিন পেয়েছেন। গত এপ্রিল থেকেই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কম ছিল।

মার্কিন সংবাদমাধ্যম দ্য কানসাস সিটি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিসৌরির স্প্রিংফিল্ডের একটি হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ায় ভেন্টিলেটরের সংকট দেখা দিয়েছে। হাসপাতালটিতে গত সোমবার পর্যন্ত ২১৩ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত শুক্রবার ওই হাসপাতালে ১৬৮ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত ২৪ মে ওই হাসপাতালে ৩১ জন করোনার রোগী ভর্তি ছিলেন।

বার্তা সংস্থা এএফপিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ আমেশ আদালজা বলেন, ‘আমরা সম্ভবত যুক্তরাষ্ট্রে দুটি ভিন্ন করোনা পরিস্থিতি দেখতে যাচ্ছি। যেখানে কম মানুষ ভ্যাকসিন নিয়েছেন, সেখানে বেশি সমস্যা হবে। আর যেখানকার মানুষজন বেশি ভ্যাকসিন নিয়েছেন, সেখানে এটি সাধারণ ভাইরাস হিসেবেই গণ্য করা হবে।’

করোনার সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৯০২ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৮৭৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত