করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেলটা দাপট দেখানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে। এই ধরনের কারণে দেশটিতে বাড়তে শুরু করেছে করোনার রোগী। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
৬ জুলাই পর্যন্ত হিসাবে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে ১৩ হাজার ৮৫৯ জন করোনার রোগী শনাক্ত করা হয়েছে। যেখানে দেখা গেছে গত দুই সপ্তাহের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনা রোগী ২১ শতাংশের বেশি বেড়েছে।
সিডিসির পক্ষ থেকে বলা হয়েছে, ৩ জুলাই পর্যন্ত নতুন শনাক্ত হওয়া করোনার রোগীদের ৫২ শতাংশের দেহে ডেলটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
বিশ্বে সবচেয়ে বেশি ভ্যাকসিন মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটিতে প্রায় ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ভ্যাকসিন পেয়েছেন। গত এপ্রিল থেকেই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কম ছিল।
মার্কিন সংবাদমাধ্যম দ্য কানসাস সিটি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিসৌরির স্প্রিংফিল্ডের একটি হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ায় ভেন্টিলেটরের সংকট দেখা দিয়েছে। হাসপাতালটিতে গত সোমবার পর্যন্ত ২১৩ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত শুক্রবার ওই হাসপাতালে ১৬৮ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত ২৪ মে ওই হাসপাতালে ৩১ জন করোনার রোগী ভর্তি ছিলেন।
বার্তা সংস্থা এএফপিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ আমেশ আদালজা বলেন, ‘আমরা সম্ভবত যুক্তরাষ্ট্রে দুটি ভিন্ন করোনা পরিস্থিতি দেখতে যাচ্ছি। যেখানে কম মানুষ ভ্যাকসিন নিয়েছেন, সেখানে বেশি সমস্যা হবে। আর যেখানকার মানুষজন বেশি ভ্যাকসিন নিয়েছেন, সেখানে এটি সাধারণ ভাইরাস হিসেবেই গণ্য করা হবে।’
করোনার সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৯০২ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৮৭৩ জন।
করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেলটা দাপট দেখানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে। এই ধরনের কারণে দেশটিতে বাড়তে শুরু করেছে করোনার রোগী। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
৬ জুলাই পর্যন্ত হিসাবে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে ১৩ হাজার ৮৫৯ জন করোনার রোগী শনাক্ত করা হয়েছে। যেখানে দেখা গেছে গত দুই সপ্তাহের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনা রোগী ২১ শতাংশের বেশি বেড়েছে।
সিডিসির পক্ষ থেকে বলা হয়েছে, ৩ জুলাই পর্যন্ত নতুন শনাক্ত হওয়া করোনার রোগীদের ৫২ শতাংশের দেহে ডেলটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
বিশ্বে সবচেয়ে বেশি ভ্যাকসিন মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটিতে প্রায় ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ভ্যাকসিন পেয়েছেন। গত এপ্রিল থেকেই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কম ছিল।
মার্কিন সংবাদমাধ্যম দ্য কানসাস সিটি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিসৌরির স্প্রিংফিল্ডের একটি হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ায় ভেন্টিলেটরের সংকট দেখা দিয়েছে। হাসপাতালটিতে গত সোমবার পর্যন্ত ২১৩ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত শুক্রবার ওই হাসপাতালে ১৬৮ জন করোনার রোগী ভর্তি ছিলেন। গত ২৪ মে ওই হাসপাতালে ৩১ জন করোনার রোগী ভর্তি ছিলেন।
বার্তা সংস্থা এএফপিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ আমেশ আদালজা বলেন, ‘আমরা সম্ভবত যুক্তরাষ্ট্রে দুটি ভিন্ন করোনা পরিস্থিতি দেখতে যাচ্ছি। যেখানে কম মানুষ ভ্যাকসিন নিয়েছেন, সেখানে বেশি সমস্যা হবে। আর যেখানকার মানুষজন বেশি ভ্যাকসিন নিয়েছেন, সেখানে এটি সাধারণ ভাইরাস হিসেবেই গণ্য করা হবে।’
করোনার সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৯০২ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ৮৭৩ জন।
ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৩ মিনিট আগেগত জানুয়ারি ২০২৪-এর নির্বাচনের পর থেকে তাইওয়ানের রাজনীতিতে অচলাবস্থা বিরাজ করছে। প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) উইলিয়াম লাই নির্বাচিত হলেও পার্লামেন্টের আইনসভায় (লেজিসলেটিভ ইউয়ান) বিরোধী কুওমিনতাং (কেএমটি) এবং তাদের মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে সরকার ও আইনসভার
২৫ মিনিট আগেঅভিযোগে ওই তরুণী জানান, শারীরিক পরীক্ষার সময় তিনি জ্ঞান হারান এবং হাসপাতালে নেওয়ার পথে কী ঘটেছে, তা কিছুটা টের পান। পরে তিনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে তিন-চারজন মিলে তাঁকে ধর্ষণ করেছে।
১ ঘণ্টা আগে১ জুলাই যুক্তরাষ্ট্রের গ্রেটার বোস্টনের ১৪টি এলাকায় সেবা দেওয়া টিমস্টারস ইউনিয়নের স্থানীয় শাখা লোকাল ২৫-এর মাধ্যমে এই ধর্মঘট শুরু হয়। পরে এটি ক্যালিফোর্নিয়ার ম্যান্টেকা; ইলিনয়ের অটোয়া; জর্জিয়ার কামিং, ওয়াশিংটনের লেসি শহরে ছড়িয়ে পড়ে। অনেক কর্মী ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে কাজ বন্ধ করে দেন।
১ ঘণ্টা আগে