অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে এক এক বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানীর জিউয়িশ মিউজিয়াম বা জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বন্দুকধারীকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করার পর ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিচ্ছিলেন ওই ব্যক্তি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
পুলিশ জানিয়েছে, একটি অনুষ্ঠান শেষে ক্যাপিটাল জিউইশ মিউজিয়াম থেকে বের হচ্ছিলেন ইসরয়েলি ওই দুই ব্যক্তি। এ সময় তাদের গুলি করেন ওই ব্যক্তি। নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে, হামলকারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান পামেলা স্মিথ এক সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্ত ব্যক্তির নাম এলিয়াস রদ্রিগেজ। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি শিকাগোর বাসিন্দা। গুলি চালানোর আগে তাঁকে জাদুঘরের বাইরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায়। হামলার পর রদ্রিগেজ জাদুঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে।
সংবাদ সম্মেলনেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইতার জানান, নিহত দুই তরুণ-তরুণীর খুব শিগগিরই বাগদান করার পরিকল্পনা ছিল। রাষ্ট্রদূত বলেন, ‘মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ছেলেটি এই সপ্তাহেই একটি আংটি কিনেছিল। পরিকল্পনা ছিল, আর কিছুদিনের মধ্যেই জেরুজালেম যাবেন তারা। সেখানে গিয়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল।’
ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষের কোনো স্থান নেই বলে হুঁশিয়ারিও দেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যার ঘটনা ভয়ানক। এটি সুস্পষ্ট ইহুদিবিদ্বেষ। যুক্তরাষ্ট্রের মাটিতে বিদ্বেষ ও উগ্রপন্থার কোনো স্থান নেই। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাদের এই শোক সইবার শক্তি দিক।’
যুক্তরাষ্ট্রে এক এক বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানীর জিউয়িশ মিউজিয়াম বা জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বন্দুকধারীকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুলি করার পর ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিচ্ছিলেন ওই ব্যক্তি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
পুলিশ জানিয়েছে, একটি অনুষ্ঠান শেষে ক্যাপিটাল জিউইশ মিউজিয়াম থেকে বের হচ্ছিলেন ইসরয়েলি ওই দুই ব্যক্তি। এ সময় তাদের গুলি করেন ওই ব্যক্তি। নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে, হামলকারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান পামেলা স্মিথ এক সংবাদ সম্মেলনে জানান, অভিযুক্ত ব্যক্তির নাম এলিয়াস রদ্রিগেজ। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি শিকাগোর বাসিন্দা। গুলি চালানোর আগে তাঁকে জাদুঘরের বাইরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায়। হামলার পর রদ্রিগেজ জাদুঘরের ভেতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে।
সংবাদ সম্মেলনেই যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইতার জানান, নিহত দুই তরুণ-তরুণীর খুব শিগগিরই বাগদান করার পরিকল্পনা ছিল। রাষ্ট্রদূত বলেন, ‘মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ছেলেটি এই সপ্তাহেই একটি আংটি কিনেছিল। পরিকল্পনা ছিল, আর কিছুদিনের মধ্যেই জেরুজালেম যাবেন তারা। সেখানে গিয়ে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল।’
ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষের কোনো স্থান নেই বলে হুঁশিয়ারিও দেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে হত্যার ঘটনা ভয়ানক। এটি সুস্পষ্ট ইহুদিবিদ্বেষ। যুক্তরাষ্ট্রের মাটিতে বিদ্বেষ ও উগ্রপন্থার কোনো স্থান নেই। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাদের এই শোক সইবার শক্তি দিক।’
রাজধানী মিনস্কে বেলারুশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরল আলোচনার সময় এক দীর্ঘ মধ্যাহ্নভোজে ভদকা পান করার ঘটনা বিরোধী নেতাদের মুক্তিতে সহায়তা করেছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা জন কোল।
৪ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপ এমিরেটস। এর অন্তর্ভুক্ত রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’। এই দুটি বিভাগে চলতি বছরের মধ্যেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস গ্রুপ।
৬ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কোমল পানীয় নির্মাতা কোকা-কোলা নিশ্চিত করেছে, আসন্ন শরতে মার্কিন যুক্তরাষ্ট্রে আখের চিনি দিয়ে তৈরি একটি নতুন সংস্করণ বাজারে আনছে কোম্পানিটি। তবে কোকা-কোলার মূল রেসিপিতে কোনো পরিবর্তন আসছে না।
৭ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে ‘নিরর্থক ও মূর্খামি’ বলে মন্তব্য করেছেন। ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, এই ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে মামদানি মেয়র নির্বাচিত হলেও মাত্র এক
৮ ঘণ্টা আগে