Ajker Patrika

যুক্তরাষ্ট্রের ফ্লাইট বিঘ্ন ‘করাপ্টেড ফাইল’ থেকে

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২২: ২৯
যুক্তরাষ্ট্রের ফ্লাইট বিঘ্ন ‘করাপ্টেড ফাইল’ থেকে

ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে পড়েছিল। পরে অবশ্য সেটি চালু হয়। আজ বৃহস্পতিবার স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘করাপ্টেড ফাইল’ থেকে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কম্পিউটার সিস্টেমে ত্রুটির কারণে ফ্লাইট বিপর্যয় দেখা দেয়।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক টুইট বার্তায় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতভর বন্ধ থাকার পর ত্রুটি সারিয়ে সকাল ৯টা (বাংলাদেশ সময় রাত ৮ টা) থেকে আস্তে আস্তে ফ্লাইট উড্ডয়ন পুনরায় শুরু হচ্ছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনায় এখন পর্যন্ত ‘সাইবার হামলার’ কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এফএএর টুইট বার্তায় বলা হয়, পাইলটদের ফ্লাইট রুটে সম্ভাব্য বিপদ নিয়ে সতর্ক করে যে ব্যবস্থা, তাতে ত্রুটি দেখা দিয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ হাজার ফ্লাইট ওঠানামায় বিলম্ব হয়েছে এবং ১ হাজার ৩০০ ফ্লাইট বাতিল হয়।

কী কারণে এমন ঘটনা ঘটেছে, সেটা খুঁজে দেখতে প্রেসিডেন্ট বাইডেন ‘একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন’ বলে টুইটারে জানান হোয়াইট হাউসের প্রেসসচিব। মূলত এয়ার মিশনস সিস্টেমের নোটিশ দেওয়ার অংশে এই ত্রুটি দেখা দিয়েছে বলে এফএএ জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত