Ajker Patrika

ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় অভিযুক্ত ইরানি নাগরিক

অনলাইন ডেস্ক
Thumbnail image
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ছবি: এএফপি

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে এক ইরানি নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশে ফরহাদ শাকেরি নামের ওই ইরানি হত্যার চেষ্টা করেন বলে জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, ফরহাদ শাকেরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন, গত ৭ অক্টোবর ট্রাম্পকে হত্যার জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেছেন, আইআরজিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে ট্রাম্পকে হত্যা করার কোনো পরিকল্পনা তাঁর ছিল না।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ৫১ বছর বয়সী শাকেরি আইআরজিসির এজেন্ট। শৈশবে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে পাড়ি জমান। পরবর্তীতে ডাকাতির মামলায় ১৪ বছর কারাগারে কাটানোর পর তাঁকে ২০০৮ সালে দেশে ফেরত পাঠানো হয়। আইনজীবীরা জানিয়েছেন, শাকেরি বর্তমানে ইরানে পলাতক রয়েছেন।

প্রসিকিউটরদের মতে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা করতে ব্যর্থ হলে ইরানের বিপ্লবী গার্ড কর্মকর্তারা পরিকল্পনাটি বাদ দেন। পরে ইরান সরকার শাকেরিকে বলেছিল, নির্বাচনের পরে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা সহজ হবে, কারণ তাঁরা বিশ্বাস করেছিল ট্রাম্প ভোটে হেরে যাবেন।

এর আগে কারাগারে থাকা অবস্থায় শাকেরি নিউইয়র্কের দুই বাসিন্দা কারলিসলি রিভারা ও জনাথন লর্ডহল্টের সঙ্গে পরিচিত করেন। তাঁদের বিরুদ্ধে এক ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে—যিনি তেহরানের সমালোচক—হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।

তবে শাকেরি ও ওই দুজন যাকে হত্যা করতে চেয়েছিলেন তাঁকে চিহ্নিত করতে পারেননি প্রসিকউটরেরা। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি হলেন সাংবাদিক ও অধিকারকর্মী মসিহ আলিনেজাদ। তিনি ইরানের নারীদের নিপীড়নমূলক ও বাধ্যতামূলক হিজাব পরার আইনের তীব্র সমালোচক ছিলেন। তাকে অপহরণের চেষ্টার অভিযোগে চার ইরানিকে ২০২১ সালে অভিযুক্ত করা হয়েছিল। ২০২২ সালে তার বাড়ির সামনে থেকে রাইফেলসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই আজ শনিবার ইরানি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই অভিযোগকে ‘ঘৃণ্য ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘এটি ইসরায়েল ও ইরানিবিরোধী গোষ্ঠীর অপচেষ্টা, যার উদ্দেশ্য আমেরিকা ও ইরানের সম্পর্ককে আরও জটিল করা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত