Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিশুকে ২৬ বার ছুরিকাঘাতে হত্যায় বাইডেনের নিন্দা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০০: ১৫
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিশুকে ২৬ বার ছুরিকাঘাতে হত্যায় বাইডেনের নিন্দা

যুক্তরাষ্ট্রে ছয় বছরের ফিলিস্তিনি এক শিশুকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তীব্র নিন্দা জানিয়েছেন। আজ সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা ও ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানান।

ওই বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘গতকাল ইলিনয়ে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুকে নৃশংসভাবে হত্যা ও তার মাকে হত্যাচেষ্টার খবর পেয়ে আমি ও আমার স্ত্রী জিল হতবাক হয়েছি, অসুস্থতাবোধ করছি। ফিলিস্তিনি মুসলিম পরিবারটি আমেরিকায় এসেছিল সেটিই খুঁজতে, যা আমরা সবাই খুঁজি—একটু শান্তিতে বাঁচবার, শিক্ষা গ্রহণ করবার এবং প্রার্থনা করবার সুযোগ।’
 
‘আমেরিকায় এমন ঘৃণ্য ও ভয়ংকর কর্মকাণ্ডের কোনো স্থান নেই। এমন কাজ আমাদের বিশ্বাস, স্বাধীনতা ও প্রার্থনার মৌলিক মূল্যবোধের বিরুদ্ধে। আমেরিকান হিসেবে আমাদের অবশ্যই এক হতে হবে। ইসলামফোবিয়া, ধর্মান্ধতা ও ঘৃণাকে ছুড়ে ফেলতে হবে। আমি বারবার বলেছি, ঘৃণা ছড়ানো হলে আমি চুপ থাকব না। আমাদের অবশ্যই দ্ব্যর্থহীন হতে হবে। আমেরিকায় কারও বিরুদ্ধে ঘৃণার স্থান নেই।’ যোগ করেন প্রেসিডেন্ট বাইডেন।
 
অভিযুক্ত ব্যক্তিকে ৭১ বছর বয়সী জোসেফ জুবা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের শেরিফ কার্যালয়বাইডেন বলেন, ‘সর্বোপরি, হোয়াইট হাউসের সবাই ওই ফিলিস্তিনি পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করি। একই সঙ্গে আমেরিকায় বসবাসরত বৃহত্তর ফিলিস্তিনি, আরব এবং মুসলিম জনগোষ্ঠীর প্রতিও আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।’ 

এদিকে গত শনিবার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের উইল কাউন্টিতে ছয় বছরের ফিলিস্তিনি এক শিশুকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করেন বাড়ির মালিক। ইসরায়েলে হামাসের আক্রমণের ক্ষোভ থেকে এ হামলা করা হয়েছে বলে পুলিশের ধারণা। 

পুলিশ জানায়, শিকাগো থেকে প্রায় ৪০ মাইল দূরে গত শনিবার এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি ওই শিশু ও এক নারীকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করে তাঁদেরই বাড়িওয়ালা। তাঁকে গতকাল রোববার গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে মুসলিমদের ওপর ক্ষোভ থেকে তাঁদের ওপর হামলা চালান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত