যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলার সম্মুখীন হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়াসহ অর্থ কেলেঙ্কারির একাধিক মামলায় আজ সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে শুরু হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিচার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আদালতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
অবৈধ সম্পদ ও যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প বিপুল অঙ্কের অর্থ দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন স্টর্মি ড্যানিয়েলস। মুখ বন্ধ রাখতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন ড্যানিয়েলসকে প্রায় ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন বলে দাবি করেছেন।
মাইকেল কোহেন শুরুতে এ দাবি অস্বীকার করে বলেন, স্টর্মি ড্যানিয়েলসকে তিনি নিজে থেকেই টাকা দিয়েছিলেন। ঘুষের টাকা ট্রাম্প দেননি। পরে অবশ্য আদালতে কোহেন তাঁর আগের কথার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে বলেন, ট্রাম্পের আদেশেই টাকাটা দিয়েছিলেন তিনি।
তবে ঘুষ দেওয়ার ব্যাপারে কিছুই জানেন না বলে শুরুতে দাবি করেন ট্রাম্প। ব্যবসায়িক হিসেবে তিনি দেখান যে কোহেনকে আইনি সহায়তার ফি হিসাবে এই অর্থ দিয়েছেন। এরপর ২০১৮ সালে ট্রাম্প স্বীকার করেন যে ড্যানিয়েলসকে দেওয়া টাকা কোহেনকে পরিশোধ করেছেন তিনি।
আরেকটি মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক প্লেমেট অব দ্য ইয়ার কারেন ম্যাকডোগালের দাবি, ট্রাম্পের সঙ্গে তাঁর এক মাস ধরে সম্পর্ক চলছিল। একজন ট্যাবলয়েড প্রকাশক তাঁকে ১ কোটি ৫০ লাখ ডলার দিয়ে তাঁর গল্পের স্বত্ব কিনে নেন। কিন্তু ট্রাম্পের অনুরোধে তিনি নিবন্ধটি আর প্রকাশ করেননি।
ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হচ্ছে, ট্রাম্প টাওয়ারের একজন দারোয়ানকে মুখ বন্ধ রাখার জন্য ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। সেই দারোয়ান এমন এক শিশুর কথা জানেন, যার জন্মদাতা পিতা হচ্ছেন ট্রাম্প।
আজ সোমবার জুরি নির্বাচনের মাধ্যমে বিচার শুরু হবে। ধারণা করা হচ্ছে, এই বিচার ছয় থেকে আট সপ্তাহ স্থায়ী হতে পারে।
ট্রাম্পের বিরুদ্ধে ২০১৮ সালে মামলা করেন স্টেফানি গ্রেগরি ক্লিফোর্ড; যিনি পেশাগত ক্ষেত্রে স্টর্মি ড্যানিয়েলস নামে পরিচিত। সাবেক এই পর্নো তারকার অভিযোগ, ২০০৬ সালে তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল ড্যানিয়েলসকে।
যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলার সম্মুখীন হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়াসহ অর্থ কেলেঙ্কারির একাধিক মামলায় আজ সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে শুরু হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিচার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আদালতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
অবৈধ সম্পদ ও যৌন সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প বিপুল অঙ্কের অর্থ দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন স্টর্মি ড্যানিয়েলস। মুখ বন্ধ রাখতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন ড্যানিয়েলসকে প্রায় ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন বলে দাবি করেছেন।
মাইকেল কোহেন শুরুতে এ দাবি অস্বীকার করে বলেন, স্টর্মি ড্যানিয়েলসকে তিনি নিজে থেকেই টাকা দিয়েছিলেন। ঘুষের টাকা ট্রাম্প দেননি। পরে অবশ্য আদালতে কোহেন তাঁর আগের কথার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়ে বলেন, ট্রাম্পের আদেশেই টাকাটা দিয়েছিলেন তিনি।
তবে ঘুষ দেওয়ার ব্যাপারে কিছুই জানেন না বলে শুরুতে দাবি করেন ট্রাম্প। ব্যবসায়িক হিসেবে তিনি দেখান যে কোহেনকে আইনি সহায়তার ফি হিসাবে এই অর্থ দিয়েছেন। এরপর ২০১৮ সালে ট্রাম্প স্বীকার করেন যে ড্যানিয়েলসকে দেওয়া টাকা কোহেনকে পরিশোধ করেছেন তিনি।
আরেকটি মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাবেক প্লেমেট অব দ্য ইয়ার কারেন ম্যাকডোগালের দাবি, ট্রাম্পের সঙ্গে তাঁর এক মাস ধরে সম্পর্ক চলছিল। একজন ট্যাবলয়েড প্রকাশক তাঁকে ১ কোটি ৫০ লাখ ডলার দিয়ে তাঁর গল্পের স্বত্ব কিনে নেন। কিন্তু ট্রাম্পের অনুরোধে তিনি নিবন্ধটি আর প্রকাশ করেননি।
ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হচ্ছে, ট্রাম্প টাওয়ারের একজন দারোয়ানকে মুখ বন্ধ রাখার জন্য ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। সেই দারোয়ান এমন এক শিশুর কথা জানেন, যার জন্মদাতা পিতা হচ্ছেন ট্রাম্প।
আজ সোমবার জুরি নির্বাচনের মাধ্যমে বিচার শুরু হবে। ধারণা করা হচ্ছে, এই বিচার ছয় থেকে আট সপ্তাহ স্থায়ী হতে পারে।
ট্রাম্পের বিরুদ্ধে ২০১৮ সালে মামলা করেন স্টেফানি গ্রেগরি ক্লিফোর্ড; যিনি পেশাগত ক্ষেত্রে স্টর্মি ড্যানিয়েলস নামে পরিচিত। সাবেক এই পর্নো তারকার অভিযোগ, ২০০৬ সালে তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল ড্যানিয়েলসকে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৭ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে