হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইসের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক এক সিনেটরকে গ্রেপ্তার করেছে জ্যামাইকা কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার জন জোয়েল জোসেফ নামের ওই সিনেটরকে গ্রেপ্তার করে জ্যামাইকার কনস্ট্যাবুলারি ফোর্স। তাঁকে মোইসে হত্যার প্রধান সন্দেহভাজন বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কনস্ট্যাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস সিনেটরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য জন জোয়েল জোসেফকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অনুরোধে আটক করা হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি ডেনিস ব্রুকস।
জানা গেছে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করছে এফবিআইও।
গত বছরের ৭ জুলাই প্রেসিডেন্ট মোইসেকে তাঁর বাসভবনে বন্দুকধারী গুলি চালিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই দেশটির তৎকালীন পুলিশপ্রধান লিওন চার্লস বলেছিলেন, ‘জোসেফ প্রেসিডেন্ট হত্যায় অস্ত্র সরবরাহ করেছিলেন এবং মিটিং আয়োজন করেছিলেন।’
প্রেসিডেন্ট মোইসে হত্যাকাণ্ড নিয়ে হাইতি পুলিশের করা এক তদন্তের ১২৪ পৃষ্ঠার প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড তাদের এক প্রতিবেদনে বলেছে, প্রেসিডেন্টকে হত্যার ব্যাপারে জন জোয়েলের হাত রয়েছে।
প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হাইতিতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কলাম্বিয়ার সেনাবাহিনীর সাবেক কয়েক সেনাসদস্যও রয়েছেন। জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা জানিয়েছেন, তাঁদের প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের জন্য ভাড়া করা হয়েছিল।
এদিকে হত্যাকাণ্ড তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। নানাভাবে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
প্রসঙ্গত, নিকট অতীতে সংঘটিত কয়েকটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটির সংঘাত-সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে।
হাইতির প্রেসিডেন্ট জোভেনাল মোইসের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক এক সিনেটরকে গ্রেপ্তার করেছে জ্যামাইকা কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার জন জোয়েল জোসেফ নামের ওই সিনেটরকে গ্রেপ্তার করে জ্যামাইকার কনস্ট্যাবুলারি ফোর্স। তাঁকে মোইসে হত্যার প্রধান সন্দেহভাজন বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কনস্ট্যাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস সিনেটরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য জন জোয়েল জোসেফকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অনুরোধে আটক করা হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি ডেনিস ব্রুকস।
জানা গেছে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করছে এফবিআইও।
গত বছরের ৭ জুলাই প্রেসিডেন্ট মোইসেকে তাঁর বাসভবনে বন্দুকধারী গুলি চালিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই দেশটির তৎকালীন পুলিশপ্রধান লিওন চার্লস বলেছিলেন, ‘জোসেফ প্রেসিডেন্ট হত্যায় অস্ত্র সরবরাহ করেছিলেন এবং মিটিং আয়োজন করেছিলেন।’
প্রেসিডেন্ট মোইসে হত্যাকাণ্ড নিয়ে হাইতি পুলিশের করা এক তদন্তের ১২৪ পৃষ্ঠার প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড তাদের এক প্রতিবেদনে বলেছে, প্রেসিডেন্টকে হত্যার ব্যাপারে জন জোয়েলের হাত রয়েছে।
প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হাইতিতে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কলাম্বিয়ার সেনাবাহিনীর সাবেক কয়েক সেনাসদস্যও রয়েছেন। জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা জানিয়েছেন, তাঁদের প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের জন্য ভাড়া করা হয়েছিল।
এদিকে হত্যাকাণ্ড তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। নানাভাবে তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
প্রসঙ্গত, নিকট অতীতে সংঘটিত কয়েকটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটির সংঘাত-সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে।
প্রায় দেড় মাসের অনিশ্চয়তার পর ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের সেই এফ-৩৫বি যুদ্ধবিমান অবশেষে ভারত ছেড়েছে। গত ১৪ জুন কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণের পর আর উড়তে পারছিল না। অবশেষে আজ মঙ্গলবার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশ্যে যাত্রা করেছে।
১৪ মিনিট আগেভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে থেকে ইস্তফা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা পদত্যাগপত্রে তিনি বলেন, নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে তিনি অবিলম্বে পদত্যাগ করছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ইরানের পরমাণু কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
১ ঘণ্টা আগেইসরায়েলকে শিগগিরই যুদ্ধ থামাতে বলছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডাসহ ২৮টি দেশ। গতকাল সোমবার, এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশগুলো। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিবৃতিটিতে তারা বলেছে গাজাবাসীদের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে। এখনই যুদ্ধ থামাতে হবে
২ ঘণ্টা আগে