Ajker Patrika

প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় ক্ষমা চাইলেন বাইডেন 

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৪: ৫৯
প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় ক্ষমা চাইলেন বাইডেন 

বিশ্বনেতাদের কাছে ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শুক্রবার ২০১৬ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় তিনি ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দিতে আবারও প্রস্তুত হচ্ছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মিসরের অবকাশ যাপন কেন্দ্র শারম আল-শেখে চলমান জলবায়ু সম্মেলন কপ-২৭-এ দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আমরা অবিলম্বে প্যারিস চুক্তিতে আবারও যোগ দিয়েছি। এরই মধ্যে আমরা শীর্ষ জলবায়ু সম্মেলন আহ্বান করেছি এবং নিজেদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করেছি। আমি ক্ষমাপ্রার্থী—আমরা নিজেদের চুক্তি থেকে প্রত্যাহার করে নিয়েছিলাম বলে।’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে ক্ষমতায় আসার পরপরই ২০১৬ সালের প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেন। তবে ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টা পরই বাইডেনের সেই কাজকে উল্টে দেন। তিনি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র আবারও চুক্তিতে ফিরে যাবে। ২০১৬ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক কার্বন নিঃসারণের হার কমানোর লক্ষ্যে স্বাক্ষর করা হয়েছিল।

এর আগে, ২০১৬ সালের কপ-২৬ সম্মেলনে বাইডেন বলেছিলেন, ‘দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই আমার প্রশাসন জলবায়ু সংকট মোকাবিলা, দেশে এবং সারা বিশ্বে জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে একটি সাহসী এজেন্ডা নিয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা প্রমাণ করেছি যে ভালো জলবায়ু নীতি হলো ভালো অর্থনৈতিক নীতি। জলবায়ু নীতিতে মার্কিন বিনিয়োগ যুক্তরাষ্ট্র ও সমগ্র বিশ্বের জন্য দৃষ্টান্তমূলক পরিবর্তন সাধন করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত