Ajker Patrika

‘মতপার্থক্য’ থাকলেও অর্থ ছাড় নিয়ে ওয়াশিংটন–কাবুল আলোচনায় অগ্রগতি

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ জুলাই ২০২২, ২১: ৩৩
‘মতপার্থক্য’ থাকলেও অর্থ ছাড় নিয়ে ওয়াশিংটন–কাবুল আলোচনায় অগ্রগতি

যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দকৃত আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কয়েক বিলিয়ন ডলার অর্থ ছাড়ের বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে। আফগানিস্তানের বিপদগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারেই এই আলোচনা চলছে। তবে এখনো দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। এই বিষয়টির সঙ্গ জড়িত একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, দেশটি সুইজারল্যান্ড এবং অন্যান্য পক্ষের সঙ্গে অর্থ ছাড়ের প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করেছে। অর্থ বিতরণের জন্য একটি আন্তর্জাতিক বোর্ডের সহায়তা নেওয়া হতে পারে। এর একটি সম্ভাব্য মডেল হতে পারে বিশ্ব ব্যাংকের তদারকিতে থাকা আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট ফান্ড। এ ধরনের ট্রাস্ট ফান্ডের প্রস্তাবকে মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে তালিবান। তবে গোষ্ঠীটি তৃতীয় পক্ষের নিয়ন্ত্রণের প্রস্তাবের বিরোধিতা করছে। 

এ ছাড়া উভয় পক্ষের মধ্যে মোটাদাগে বেশ কিছু মতপার্থক্য রয়ে গেছে। দুই পক্ষের মধ্যে যেসব মতপার্থক্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো—আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন রাজনৈতিক কর্মকর্তাকে প্রতিস্থাপন করার প্রস্তাব। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও অন্যতম তালেবান নেতা নুর আহমদ আগাকে অপসারণে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি নয় তালিবান।

২০ বছরের আগ্রাসনের পর গত বছরের আগস্টে আফগানিস্তান ত্যাগ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। তালেবান কাবুল দখলের পর নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা আফগানিস্তানের প্রায় ৭ বিলিয়ন ডলার আটকে দেয় যুক্তরাষ্ট্র। দেশের বাইরে আফগানিস্তানের প্রায় ৯ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ রয়েছে। 

বিপর্যস্ত অর্থনীতির কারণে আফগানিস্তানে মানবিক সংকট চলছে। সর্বশেষ গত জুন মাসে সংঘটিত ভূমিকম্প এবং বন্যায় দেশটির বিপর্যস্ত দশা আরও করুণ হয়ে উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত