ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময়সূচি ও বিস্তারিত তথ্য ব্যক্তিগত বার্তায় পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ বুধবার মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ হুতিদের বিরুদ্ধে চালানো মার্কিন বিমান হামলা শুরুর সময় এবং সামনের আরও হামলার পরিকল্পনা তিনি একটি গ্রুপ চ্যাটে শেয়ার করেন।
প্রকাশিত বার্তা অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ‘সিগন্যালের’ একটি গ্রুপ চ্যাটে এ তথ্য শেয়ার করা হয়। এতে দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গকেও অন্তর্ভুক্ত করা হয়। এ ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কোনো যুদ্ধের পরিকল্পনা ফাঁস করেননি। গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসন দাবি করে, ওই বার্তায় কোনো গোপনীয় তথ্য ছিল না। তবে বিশ্লেষক ও সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, সামরিক অভিযানের লক্ষ্যবস্তু-সংক্রান্ত তথ্য সাধারণত কঠোরভাবে গোপন রাখা হয়।
প্রকাশিত বার্তার স্ক্রিনশট অনুযায়ী, হেগসেথ তাঁর বার্তায় লেখেন, সময় এখন (১১:৪৪ ইটি বা পূর্বাঞ্চলীয় সময়) অনুকূলে। সেন্টকম থেকে নিশ্চিত করা হয়েছে, মিশন চালুর জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে।
১২:১৫ ইটি: এফ-১৮ যুদ্ধবিমান উড্ডয়ন (প্রথম হামলা)।
১৩:৪৫ ইটি: ‘টার্গেটভিত্তিক’ প্রথম হামলার সময়সূচি শুরু (লক্ষ্যস্থলে বিদ্রোহী অবস্থান করছে বলে জানা গেছে)।
১৪:১০ ইটি: আরও এফ-১৮ যুদ্ধবিমান উড্ডয়ন (দ্বিতীয় হামলা)।
১৪:১৫ ইটি: ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাবে (প্রথম বোমা ফেলার সম্ভাব্য সময়)।
১৫:৩৬ ইটি: দ্বিতীয় বিমান হামলা শুরু, সমুদ্র থেকে টমাহক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
হেগসেথ আরও লিখেছেন, ‘আমরা অপারেশন নিরাপত্তা বজায় রেখেছি। আমাদের যোদ্ধাদের জন্য শুভকামনা।’
কয়েক ঘণ্টা পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ গ্রুপে নিশ্চিত করেন, হুতিদের শীর্ষ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ নিহত হয়েছেন। তিনি লেখেন, ‘আমরা তার পরিচয় নিশ্চিত করেছি। তিনি তার প্রেমিকার ভবনে প্রবেশ করেছিলেন, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’
প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা সাধারণত গোপন তথ্য শেয়ারের জন্য বিশেষ নিরাপদ যোগাযোগব্যবস্থা ব্যবহার করে থাকেন।
সিনেট শুনানিতে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ জানিয়েছেন, সিগন্যাল চ্যাটটি শ্রেণিবদ্ধ তথ্য বিনিময়ের জন্য নয়, বরং কৌশলগত সমন্বয়ের জন্য। তিনি বলেন, গুরুত্বপূর্ণ তথ্য আরও নিরাপদ যোগাযোগমাধ্যমে দেওয়া হয়েছিল।
ফক্স নিউজের দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল অনুষ্ঠানে ওয়াল্টজ বলেন, ‘এ গ্রুপ চ্যাট আমি তৈরি করেছিলাম। আমি এর সম্পূর্ণ দায় স্বীকার করছি।’ তিনি এক্সে (সাবেক টুইটার) দাবি করেন, এই বার্তায় কোনো নির্দিষ্ট স্থান, গোয়েন্দা তথ্য বা যুদ্ধ পরিকল্পনা ছিল না।
হেগসেথ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, কেউ যুদ্ধ পরিকল্পনার বার্তা পাঠায়নি। এ নিয়ে আমার আর কিছু বলার নেই। তবে তিনি হামলার কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, হুতিদের বিরুদ্ধে পরিচালিত হামলা অত্যন্ত সফল হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
এখন পর্যন্ত পেন্টাগন ইয়েমেনে পরিচালিত অভিযানের বিষয়ে বিস্তারিত জানায়নি। কত হামলা চালানো হয়েছে, কোন কোন শীর্ষ নেতা নিহত হয়েছেন কিংবা অভিযানের কোনো নির্দিষ্ট নাম রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর দেয়নি মার্কিন সামরিক বাহিনী।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময়সূচি ও বিস্তারিত তথ্য ব্যক্তিগত বার্তায় পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ বুধবার মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ হুতিদের বিরুদ্ধে চালানো মার্কিন বিমান হামলা শুরুর সময় এবং সামনের আরও হামলার পরিকল্পনা তিনি একটি গ্রুপ চ্যাটে শেয়ার করেন।
প্রকাশিত বার্তা অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ‘সিগন্যালের’ একটি গ্রুপ চ্যাটে এ তথ্য শেয়ার করা হয়। এতে দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গকেও অন্তর্ভুক্ত করা হয়। এ ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কোনো যুদ্ধের পরিকল্পনা ফাঁস করেননি। গত মঙ্গলবার ট্রাম্প প্রশাসন দাবি করে, ওই বার্তায় কোনো গোপনীয় তথ্য ছিল না। তবে বিশ্লেষক ও সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, সামরিক অভিযানের লক্ষ্যবস্তু-সংক্রান্ত তথ্য সাধারণত কঠোরভাবে গোপন রাখা হয়।
প্রকাশিত বার্তার স্ক্রিনশট অনুযায়ী, হেগসেথ তাঁর বার্তায় লেখেন, সময় এখন (১১:৪৪ ইটি বা পূর্বাঞ্চলীয় সময়) অনুকূলে। সেন্টকম থেকে নিশ্চিত করা হয়েছে, মিশন চালুর জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে।
১২:১৫ ইটি: এফ-১৮ যুদ্ধবিমান উড্ডয়ন (প্রথম হামলা)।
১৩:৪৫ ইটি: ‘টার্গেটভিত্তিক’ প্রথম হামলার সময়সূচি শুরু (লক্ষ্যস্থলে বিদ্রোহী অবস্থান করছে বলে জানা গেছে)।
১৪:১০ ইটি: আরও এফ-১৮ যুদ্ধবিমান উড্ডয়ন (দ্বিতীয় হামলা)।
১৪:১৫ ইটি: ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাবে (প্রথম বোমা ফেলার সম্ভাব্য সময়)।
১৫:৩৬ ইটি: দ্বিতীয় বিমান হামলা শুরু, সমুদ্র থেকে টমাহক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
হেগসেথ আরও লিখেছেন, ‘আমরা অপারেশন নিরাপত্তা বজায় রেখেছি। আমাদের যোদ্ধাদের জন্য শুভকামনা।’
কয়েক ঘণ্টা পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ গ্রুপে নিশ্চিত করেন, হুতিদের শীর্ষ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ নিহত হয়েছেন। তিনি লেখেন, ‘আমরা তার পরিচয় নিশ্চিত করেছি। তিনি তার প্রেমিকার ভবনে প্রবেশ করেছিলেন, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’
প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা সাধারণত গোপন তথ্য শেয়ারের জন্য বিশেষ নিরাপদ যোগাযোগব্যবস্থা ব্যবহার করে থাকেন।
সিনেট শুনানিতে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ জানিয়েছেন, সিগন্যাল চ্যাটটি শ্রেণিবদ্ধ তথ্য বিনিময়ের জন্য নয়, বরং কৌশলগত সমন্বয়ের জন্য। তিনি বলেন, গুরুত্বপূর্ণ তথ্য আরও নিরাপদ যোগাযোগমাধ্যমে দেওয়া হয়েছিল।
ফক্স নিউজের দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল অনুষ্ঠানে ওয়াল্টজ বলেন, ‘এ গ্রুপ চ্যাট আমি তৈরি করেছিলাম। আমি এর সম্পূর্ণ দায় স্বীকার করছি।’ তিনি এক্সে (সাবেক টুইটার) দাবি করেন, এই বার্তায় কোনো নির্দিষ্ট স্থান, গোয়েন্দা তথ্য বা যুদ্ধ পরিকল্পনা ছিল না।
হেগসেথ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, কেউ যুদ্ধ পরিকল্পনার বার্তা পাঠায়নি। এ নিয়ে আমার আর কিছু বলার নেই। তবে তিনি হামলার কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, হুতিদের বিরুদ্ধে পরিচালিত হামলা অত্যন্ত সফল হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
এখন পর্যন্ত পেন্টাগন ইয়েমেনে পরিচালিত অভিযানের বিষয়ে বিস্তারিত জানায়নি। কত হামলা চালানো হয়েছে, কোন কোন শীর্ষ নেতা নিহত হয়েছেন কিংবা অভিযানের কোনো নির্দিষ্ট নাম রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর দেয়নি মার্কিন সামরিক বাহিনী।
পায়ে ফোলাভাব এবং ডান হাতে কালশিটে পড়ার ছবি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এ নিয়ে হোয়াইট হাউস গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, উভয় সমস্যাই ‘সাধারণ’, গুরুতর কিছু নয়।
১ ঘণ্টা আগেশান্তির বার্তা দিয়ে নির্বাচনী প্রচারণা মাতিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর্থিক ও প্রাণের ক্ষয়ক্ষতির কথা বারবার উল্লেখ করে পূর্ববর্তী সরকারগুলোকে খোঁচা দিয়েছেন। ক্ষমতার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্য স
২ ঘণ্টা আগেরাশিয়া-ভারত-চীন (আরআইসি) এর মধ্যে ত্রিপক্ষীয় সংলাপ পশ্চিমা আধিপত্যের ভারসাম্য রক্ষায় একটি ত্রিপক্ষীয় ইউরেশীয় শক্তি তৈরি করার আশা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মন্তব্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কয়েক মাস পর এল। লাভরভ বলেছিলেন, এই জোটের কাজ পুনরায় শুরু করা উচিত।
৩ ঘণ্টা আগেতিনি ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘পশ্চিমা দেশগুলো যুগের পর যুগ ধরে রাশিয়ার প্রতি অবিশ্বাস ও শত্রুতার মনোভাব পোষণ করে এসেছে। পিটার দা গ্রেটের আমল থেকেই তারা রাশিয়াকে ইউরোপীয় পরিবারে উপযুক্তভাবে স্থান দিতে চায়নি। বরং একে দুর্বল করে রাখার জন্য নানা ষড়যন্ত্র করেছে।’
১৪ ঘণ্টা আগে