Ajker Patrika

মৃত বাবাকে ধূমপানের সঙ্গে টেনে নিলেন তারকা ইউটিউবার কন্যা

অনলাইন ডেস্ক    
Thumbnail image
পাঁচ বছর আগে লিউকোমিয়ায় মারা গিয়েছিলেন রোসানা পানসিনোর বাবা। ছবি: ডেইলি মেইল

ইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন। দাবি করেছেন, বাবার শেষ ইচ্ছাকে সম্মান জানাতেই তিনি এমনটি করেছেন।

সোমবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী রোসানা একজন পেশাদার রাঁধুনি। তিনি তাঁর পডকাস্টের নতুন একটি পর্বে স্বীকার করেছেন, মৃত্যুর আগে তাঁর বাবা ইচ্ছা প্রকাশ করেছিলেন—যেন তাঁর ছাই একটি ‘গাঁজা গাছ’ জন্মানোর জন্য ব্যবহার করা হয়। আর তাঁর প্রিয়জনেরা যেন তাঁকে ধূমপানের সঙ্গে টেনে নেন।

গাঁজা সেবন ওয়াশিংটনে বৈধ হলেও বাবার শেষ ইচ্ছার কথা শুনে বেশ অবাক হয়েছিলেন রোসানা এবং তাঁর মা। পরে তাঁরা কয়েক বছর ধরে সিদ্ধান্তহীনতায় ছিলেন।

শেষ পর্যন্ত বাবাকে সম্মান জানানোর সময় এসেছে বলে মনে করেন রোসানা। গতকাল রোববার (১৭ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। এতে দেখা যায়, পাঁচ বছর ধরে আগলে রাখা বাবার ছাইভস্ম গাঁজা গাছ বড় করার জন্য রাখা মাটির সঙ্গে মেশাচ্ছেন রোসানা। আর অবশিষ্ট ছাইভস্ম তিনি গাঁজার সঙ্গে মিশিয়ে তিনি কতগুলো ‘জয়েন্ট’ তৈরি করেছেন। পরে সরাসরি সম্প্রচারের মধ্যেই তিনি একটি জয়েন্ট থেকে ধূমপান করেন।

ভিডিওর শুরুর দিকে রোসানা বলেছিলেন, ‘আমার বাবা ছিলেন খুব আশ্চর্যজনক এক মানুষ। তিনি বেশ কিছুটা বিদ্রোহীও ছিলেন। আমি তাঁর নির্দেশ অনুসরণ করব।’

পরে তাঁর বাবার ছাইয়ের একটি স্কুপ গাঁজা গাছ জন্মানোর জন্য রাখা মাটির সঙ্গে মেশানোর একটি ফুটেজ প্রকাশ করেন রোসানা। তিনি বলেন, ‘আমরা সম্প্রতি গাঁজা গাছটি সংগ্রহ করেছি এবং আমরা জয়েন্ট তৈরি করেছি।’

পডকাস্টের শেষদিকে রোজানা জয়েন্টগুলো থেকে একটি হাতে নিয়ে তা জ্বালিয়ে দেন এবং ধূমপান শুরু করেন। তিনি বলেন, ‘আমরা আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করে সম্মান জানাতে যাচ্ছি। আমি আমার মৃত বাবাকে ধূমপান করছি।’

ভিডিওতে জয়েন্টে টান দেওয়ার পর রোসানা কাশতে শুরু করেন এবং বলেন, ‘বাহ, ঠিক আছে, ঠিক আছে।’

যেসব দর্শক রোসানার পডকাস্ট দেখছিলেন তাঁরা কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন। তবে তাঁরা মন্তব্য করে রোসানার প্রতি সমর্থনও দেখিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত