যুক্তরাষ্ট্রে স্বল্প পরিচিত একটি বায়োটিক ফার্মের তৈরি ওজন কমানোর ওষুধ প্রয়োগ করে ইতিবাচক ফল পাওয়া গেছে। এই খবর চাউর হতে না হতেই গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ওই কোম্পানিটির শেয়ারের মূল্য এক লাফে ৭০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। শুধু তাই নয়, রাতারাতি ওই কোম্পানির বাজারমূল্য ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রাকচার থেরাপিউটিক্স নামে ওই কোম্পানিটি গত ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করেছিল। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের তৈরি ওজন কমানোর একটি পিল-এর কার্যকারিতা দেখতে পরীক্ষামূলকভাবে ২৪ জন অংশগ্রহণ করেছিলেন। প্রতিদিন একটি করে পিল সেবন করতেন তাঁরা। এভাবে এক মাস পার হওয়ার পর দেখা গেছে, অংশগ্রহণকারী সবার ওজন পাঁচ শতাংশ পর্যন্ত কমে গেছে।
সবচেয়ে বড় বিষয় হলো-পিলটি সেবন করার ফলে অংশগ্রহণকারীদের কারও মধ্যেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে পরীক্ষণের মাঝপথে কেউ ছিটকে পড়েননি। প্রাপ্ত ফলাফলকে ‘উৎসাহব্যঞ্জক’ হিসেবে আখ্যায়িত করেছে কোম্পানিটি।
ওষুধটির ফল ইতিবাচক হওয়ার খবরে কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের উন্মাদনা দেখেই বোঝা যায়, মানুষের মধ্যে ওজন কমানোর প্রবণতা বাড়ছে। এই বিষয়টিকে মাথায় রেখেই অনেক বিনিয়োগকারী ওষুধটির চূড়ান্ত কার্যকারিতা প্রকাশের আগেই বড় বাজি ধরতে শুরু করেছেন।
সাম্প্রতিক সময়ে ওজেমপিক (Ozempic), উইগোভি (Wegovy) এবং মাউনজারোর (Mounjaro) মতো ওজন কমার ওষুধগুলোর চাহিদা দেখে বিশ্লেষকেরা ধারণা করছেন, অদূর ভবিষ্যতে ওষুধ শিল্পে এই বিভাগটি সবচেয়ে বড় আকার ধারণ করতে পারে।
গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সাফল্য পাওয়া স্ট্রাকচার থেরাপিউটিক্স কোম্পানিটি মূলত যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো ভিত্তিক। ওজন কমাতে এই কোম্পানিটি একটি পিল তৈরির চেষ্টা করছে, যেখানে ওজন কমানোর অন্য সব ওষুধই শরীরে প্রতি সপ্তাহে ইনজেকশন আকারে নিতে হয়।
যুক্তরাষ্ট্রে স্বল্প পরিচিত একটি বায়োটিক ফার্মের তৈরি ওজন কমানোর ওষুধ প্রয়োগ করে ইতিবাচক ফল পাওয়া গেছে। এই খবর চাউর হতে না হতেই গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ওই কোম্পানিটির শেয়ারের মূল্য এক লাফে ৭০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। শুধু তাই নয়, রাতারাতি ওই কোম্পানির বাজারমূল্য ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রাকচার থেরাপিউটিক্স নামে ওই কোম্পানিটি গত ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করেছিল। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের তৈরি ওজন কমানোর একটি পিল-এর কার্যকারিতা দেখতে পরীক্ষামূলকভাবে ২৪ জন অংশগ্রহণ করেছিলেন। প্রতিদিন একটি করে পিল সেবন করতেন তাঁরা। এভাবে এক মাস পার হওয়ার পর দেখা গেছে, অংশগ্রহণকারী সবার ওজন পাঁচ শতাংশ পর্যন্ত কমে গেছে।
সবচেয়ে বড় বিষয় হলো-পিলটি সেবন করার ফলে অংশগ্রহণকারীদের কারও মধ্যেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে পরীক্ষণের মাঝপথে কেউ ছিটকে পড়েননি। প্রাপ্ত ফলাফলকে ‘উৎসাহব্যঞ্জক’ হিসেবে আখ্যায়িত করেছে কোম্পানিটি।
ওষুধটির ফল ইতিবাচক হওয়ার খবরে কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের উন্মাদনা দেখেই বোঝা যায়, মানুষের মধ্যে ওজন কমানোর প্রবণতা বাড়ছে। এই বিষয়টিকে মাথায় রেখেই অনেক বিনিয়োগকারী ওষুধটির চূড়ান্ত কার্যকারিতা প্রকাশের আগেই বড় বাজি ধরতে শুরু করেছেন।
সাম্প্রতিক সময়ে ওজেমপিক (Ozempic), উইগোভি (Wegovy) এবং মাউনজারোর (Mounjaro) মতো ওজন কমার ওষুধগুলোর চাহিদা দেখে বিশ্লেষকেরা ধারণা করছেন, অদূর ভবিষ্যতে ওষুধ শিল্পে এই বিভাগটি সবচেয়ে বড় আকার ধারণ করতে পারে।
গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সাফল্য পাওয়া স্ট্রাকচার থেরাপিউটিক্স কোম্পানিটি মূলত যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো ভিত্তিক। ওজন কমাতে এই কোম্পানিটি একটি পিল তৈরির চেষ্টা করছে, যেখানে ওজন কমানোর অন্য সব ওষুধই শরীরে প্রতি সপ্তাহে ইনজেকশন আকারে নিতে হয়।
মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাসংক্রান্ত বহু গোপন নথি প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাঁর ওপর গোয়েন্দা সংস্থা এফবিআই কীভাবে নজরদারি চালাত তা রয়েছে ২ লাখ ৩০ হাজার পৃষ্ঠার এই দলিলে। এ ছাড়া, রয়েছে আগে কখনো প্রকাশ না হওয়া সিআইএ রেকর্ড। ১৯৭৭ সাল থেকে এসব নথি আদালতের আদেশে জনসাধারণের আওতার বাইরে
১০ মিনিট আগেপ্রায় দেড় মাসের অনিশ্চয়তার পর ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের সেই এফ-৩৫বি যুদ্ধবিমান অবশেষে ভারত ছেড়েছে। গত ১৪ জুন কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণের পর আর উড়তে পারছিল না। অবশেষে আজ মঙ্গলবার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশ্যে যাত্রা করেছে।
৩১ মিনিট আগেভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে থেকে ইস্তফা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা পদত্যাগপত্রে তিনি বলেন, নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে তিনি অবিলম্বে পদত্যাগ করছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ইরানের পরমাণু কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
১ ঘণ্টা আগে