বিশ্বজুড়েই রাইড শেয়ারিং অ্যাপ হিসেবে জনপ্রিয়তা রয়েছে উবারের। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্বের সর্বত্রই ভাড়া বেড়েছে এই অ্যাপটিতে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। এবার সেরকম এক যাত্রীর মুখোমুখি হয়ে উবারের তিন মাইলের ভাড়া শুনে চমকে গিয়েছেন প্রতিষ্ঠানটি খোদ প্রধান নির্বাহী দারা খোসরোশাহী। বলে উঠলেন, ‘ও মাই গড’।
যুক্তরাষ্ট্রের মাসিক পত্রিকা ওয়্যারড ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে, দারা খোসরোশাহীকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন—নিউইয়র্কে খুব ভোরে উবারের তিন মাইলের ভাড়া কত হতে পারে? দারা উত্তর দেন, এই হবে আনুমানিক ২০ ডলার। প্রতিক্রিয়ায় সেই সাংবাদিক হেসে ওঠেন এবং তিনি সকালে যে উবারে করে তিন মাইল দূরত্ব পাড়ি দিয়ে এসেছেন, তার ভাড়ার রসিদ দারাকে দেখান। সেখানে দেখাচ্ছিল, তিন মাইলের ভাড়া ৫১ দশমিক ৬৯ ডলার।
বিষয়টি দেখে খোসরোশাহী চমকে যান এবং বলে ওঠেন, ‘ও মাই গড’। সত্যিই বেশ চমকে গিয়েছিলেন দারা। তবে শিগগিরই নিজেকে সামলে নিয়ে দারা বলেন, আসলে সবকিছুরই তো দাম বাড়ছে।
দারা বলেন, ‘সবকিছুর দামই বেশি। মূল্যস্ফীতি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। উবারকে আপনারা যে ভাড়া দিচ্ছেন, তার সিংহভাগই ড্রাইভারের কাছে যাচ্ছে। আমাদের চালকদের প্রতি সপ্তাহের উপার্জন গত চার বছরে ৪০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। আমি মনে করি এটা ইতিবাচক।’
উবারের ভোক্তা বাড়ছে জানিয়ে দারা বলেন, ‘আমরা দেখছি যে, নিয়মিত আমাদের ব্যবহারকারী বাড়ছে। এখন প্রতি মাসে ১৩ কোটি মানুষ আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তাই খরচ বেশি হলেও লোকজন আমাদের পরিষেবা আরও প্রয়োজনীয় বলেই মনে করছে। এটি অবশ্যই ব্যবসার ক্ষতি করেনি।’
বিশ্বজুড়েই রাইড শেয়ারিং অ্যাপ হিসেবে জনপ্রিয়তা রয়েছে উবারের। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্বের সর্বত্রই ভাড়া বেড়েছে এই অ্যাপটিতে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। এবার সেরকম এক যাত্রীর মুখোমুখি হয়ে উবারের তিন মাইলের ভাড়া শুনে চমকে গিয়েছেন প্রতিষ্ঠানটি খোদ প্রধান নির্বাহী দারা খোসরোশাহী। বলে উঠলেন, ‘ও মাই গড’।
যুক্তরাষ্ট্রের মাসিক পত্রিকা ওয়্যারড ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে, দারা খোসরোশাহীকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন—নিউইয়র্কে খুব ভোরে উবারের তিন মাইলের ভাড়া কত হতে পারে? দারা উত্তর দেন, এই হবে আনুমানিক ২০ ডলার। প্রতিক্রিয়ায় সেই সাংবাদিক হেসে ওঠেন এবং তিনি সকালে যে উবারে করে তিন মাইল দূরত্ব পাড়ি দিয়ে এসেছেন, তার ভাড়ার রসিদ দারাকে দেখান। সেখানে দেখাচ্ছিল, তিন মাইলের ভাড়া ৫১ দশমিক ৬৯ ডলার।
বিষয়টি দেখে খোসরোশাহী চমকে যান এবং বলে ওঠেন, ‘ও মাই গড’। সত্যিই বেশ চমকে গিয়েছিলেন দারা। তবে শিগগিরই নিজেকে সামলে নিয়ে দারা বলেন, আসলে সবকিছুরই তো দাম বাড়ছে।
দারা বলেন, ‘সবকিছুর দামই বেশি। মূল্যস্ফীতি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। উবারকে আপনারা যে ভাড়া দিচ্ছেন, তার সিংহভাগই ড্রাইভারের কাছে যাচ্ছে। আমাদের চালকদের প্রতি সপ্তাহের উপার্জন গত চার বছরে ৪০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। আমি মনে করি এটা ইতিবাচক।’
উবারের ভোক্তা বাড়ছে জানিয়ে দারা বলেন, ‘আমরা দেখছি যে, নিয়মিত আমাদের ব্যবহারকারী বাড়ছে। এখন প্রতি মাসে ১৩ কোটি মানুষ আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তাই খরচ বেশি হলেও লোকজন আমাদের পরিষেবা আরও প্রয়োজনীয় বলেই মনে করছে। এটি অবশ্যই ব্যবসার ক্ষতি করেনি।’
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে জাতীয় চার্চের চলমান দ্বন্দ্ব নতুন পর্যায়ে পৌঁছেছে। এই সংঘাতের প্রেক্ষাপটে এক বিশপসহ ছয়জন ধর্মযাজক ও আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
১ ঘণ্টা আগেইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিবিসি জানিয়েছে, হামাসের কাছ থেকে ফেরত পাওয়া চারটি মৃতদেহের মধ্যে একটির পরিচয় নিয়ে ইসরায়েল দাবি করেছে—এটি গাজায় আটক কোনো জিম্মির দেহ নয়।
২ ঘণ্টা আগেপ্রায় চার দিনের সংঘর্ষের পর ৪৮ ঘণ্টার একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকার। আজ বুধবার পাকিস্তান সময় সন্ধ্যা ৬টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।
২ ঘণ্টা আগেবিজেপির টিকিটে আলিনগর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোদিভক্ত জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি আজ বুধবার তাদের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। সেখানে ১২ জন প্রার্থীর মধ্যে মৈথিলী ঠাকুরের নামও রয়েছে।
২ ঘণ্টা আগে