Ajker Patrika

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘স্ট্যাচু অব লিবার্টি’ ফেরত চাইলেন ফরাসি রাজনীতিবিদ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২৩: ২১
আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি। ছবি: সিএনএন
আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি। ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দিতে বলেছেন ফরাসি রাজনীতিবিদ রাফায়েল গ্লুক্সমান। কারণ, তিনি মনে করেন, কিছু আমেরিকান স্বৈরশাসকদের পক্ষ নিয়েছেন।

মঙ্গলবার সিএনএন জানিয়েছে, রাফায়েল গ্লুক্সমান ইউরোপীয় সংসদের সদস্য এবং ফ্রান্সের ছোট বামপন্থী দল ‘প্লেস পাবলিক’-এর প্রতিনিধি। গত রোববার এক সমাবেশে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফেরত দিন। এটি আমাদের উপহার ছিল আপনাদের জন্য। কিন্তু স্পষ্টতই, আপনারা এখন এটিকে অপমান করছেন।’

১৮৮৬ সালে উদ্বোধন হওয়া স্ট্যাচু অব লিবার্টি ছিল ফ্রান্সের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে দেওয়া বন্ধুত্বের উপহার। এই স্ট্যাচু রোমান স্বাধীনতার দেবী লিবার্টাসের আদলে তৈরি। এর এক হাতে মশাল এবং অন্য হাতে মার্কিন স্বাধীনতা ঘোষণার তারিখ লেখা একটি ফলক রয়েছে। এ ছাড়া মূর্তিটির পোশাকের নিচে ভাঙা শৃঙ্খল রয়েছে—যা নিপীড়ন ও দাসত্বের অবসানের প্রতীক।

এদিকে গতকাল সোমবার গ্লুক্সমানের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি বলেন, ‘আমার পরামর্শ হলো, ওই নাম না জানা নিম্নমানের ফরাসি রাজনীতিককে স্মরণ করিয়ে দেওয়া উচিত, যুক্তরাষ্ট্রের কারণেই ফরাসিরা এখন জার্মান ভাষায় কথা বলছে না। তারা আমাদের মহান দেশের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।’

গ্লুক্সমান এরপর এক্স মাধ্যম ও ইনস্টাগ্রামে একাধিক পোস্টে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে লড়াই করা মার্কিন ‘নায়কদের’ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তিনি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মধ্যস্থতার চেষ্টাকে তুলনা করে বলেন, ‘এই নায়কেরা স্বৈরশাসকদের বিরুদ্ধে লড়েছিলেন, তাঁদের তোষামোদ করেননি। তাঁরা ফ্যাসিবাদের শত্রু ছিলেন, পুতিনের বন্ধু ছিলেন না। তাঁরা প্রতিরোধ আন্দোলনকে সাহায্য করেছিলেন, জেলেনস্কিকে আক্রমণ করেননি।’

গ্লুক্সমান আরও বলেন, ‘ট্রাম্পের এই বিশ্বাসঘাতকতায় আমি আতঙ্কিত। তাই আমি বলেছিলাম, যদি যুক্তরাষ্ট্রের সরকার তার মূল্যবোধকে অবজ্ঞা করে, তবে প্রতীকীভাবে স্ট্যাচু অব লিবার্টি আমরা ফিরিয়ে নিতে পারি।’

‘স্ট্যাচু অব লিবার্টি যা প্রতীকায়িত করে, তা সবার জন্য’ উল্লেখ করে তিনি বলেন, ‘যদি মুক্ত বিশ্বের প্রতি আপনার সরকারের আগ্রহ না থাকে, তাহলে আমরা ইউরোপে এই মুক্তির মশাল বহন করব।’

রাফায়েল গ্লুক্সমানের দল বর্তমানে ইউরোপীয় পার্লামেন্টে তিনটি, ফরাসি সংসদে একটি এবং সিনেটে একটি আসন ধরে রেখেছে। দল ছোট হলেও সাম্প্রতিক সময়ে ফরাসি গণমাধ্যমে ব্যাপক আলোচিত ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন গ্লুক্সমান। ২০২৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হবেন বলেও গুঞ্জন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত