Ajker Patrika

ট্রাম্প-হ্যারিসের নির্বাচনী তহবিলে অর্থ জোগাচ্ছেন যাঁরা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৩০
ট্রাম্প-হ্যারিসের নির্বাচনী তহবিলে অর্থ জোগাচ্ছেন যাঁরা

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তহবিল সংগ্রহের ওপর জোর দিচ্ছে বড় দুই দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি। এ লক্ষ্যে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন দল দুটির প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এরই মধ্যে দলের সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি (পিএসি) থেকেই অন্তত ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহে সমর্থ হয়েছেন তাঁরা। 

মোটা অঙ্কের তহবিল আসছে বহু ধনাঢ্য ব্যক্তির কাছ থেকেও। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের পেছনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ৮১ বছরের বিলিয়নিয়ার টিমোথি মেলন। পরিবারের ব্যাংকিং ব্যবসার সুবাদে বিপুল অর্থবিত্তের মালিক হওয়া এই ব্যবসায়ী ট্রাম্পের জন্য ১২৫ মিলিয়ন ডলারের বেশি তহবিলের জোগান দিয়েছেন। 

অন্যদিকে সোশ্যাল মিডিয়া জায়ান্ট এক্সের স্বত্বাধিকারী এবং টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য ১৮০ মিলিয়ন ডলারের তহবিল দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। 

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রধান তহবিলদাতাদের মধ্যে রয়েছেন সিলিকন ভ্যালির বেশ কয়েকজন শক্তিশালী ব্যক্তি। তাঁদের মধ্যে লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান এবং বিলিয়নিয়ার বিনিয়োগকারী ও জনহিতৈষী জর্জ সোরোসের নাম উল্লেখযোগ্য। 

সিলিকন ভ্যালি এবং ওয়াল স্ট্রিটের কিছু দাতারও সমর্থন পাচ্ছেন কমলা হ্যারিস। তাঁদের অনুদানের পরিমাণ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি। তবে রিড হফম্যান সম্পর্কে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শীর্ষস্থানীয় একজন তহবিলদাতা হওয়ার পাশাপাশি সিলিকন ভ্যালির অন্য ধনী ডেমোক্র্যাটদের কাছ থেকে অনুদান সংগ্রহেও তাঁর জুড়ি নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত