Ajker Patrika

চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চুক্তি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪৮
চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চুক্তি

অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া একটি বিশেষ নিরাপত্তা চুক্তির কথা ঘোষণা করেছে। ত্রিদেশীয় এই চুক্তির নাম 'এইউকেইউএস'। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির ফলে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ করতে পারবে। চুক্তি অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও সাইবার সংক্রান্ত বিষয়গুলো এক দেশ অপর দেশের সঙ্গে ভাগাভাগি করতে পারবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তিনটি দেশই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের শক্তি বৃদ্ধি ও সামরিক উপস্থিতির বিষয় নিয়ে উদ্বিগ্ন। এই চুক্তির ফলে ফ্রান্সের নকশা করা একটি সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। 

স্কট মরিসননতুন এই চুক্তি সম্পর্কে গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন একটি যৌথ বিবৃতি দিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘এইউকেইউএস চুক্তির আওতায় প্রথম উদ্যোগ হিসেবে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিন সক্ষমতা অর্জনে দেশটিকে সহায়তা দিতে আমরা কাজ করব।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ‘অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিনের সক্ষমতা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে এবং আমাদের তিন দেশের যৌথ মূল্যবোধ ও স্বার্থরক্ষায় কাজে দেবে।’    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত