Ajker Patrika

নথি গোপনের মামলায় সাক্ষী হতে পারেন ট্রাম্পের দুই আইনজীবী 

নথি গোপনের মামলায় সাক্ষী হতে পারেন ট্রাম্পের দুই আইনজীবী 

ফ্লোরিডায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি মার–এ–লাগোয় অবৈধভাবে সরকারি ও গোপনীয় নথি সংরক্ষণের ঘটনার মামলায় সাক্ষী করা হতে পারে তাঁরই দুই আইনজীবীকে। ক্রিস্টিনা বব এবং ইভান কোরকোরান। এফবিআইয়ের তদন্ত কার্যক্রমে তাঁর দুই আইনজীবীকে সাক্ষী করা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ওই সব গোপন নথি সরানোর সঙ্গে আইনজীবীদের সম্পৃক্ততা থাকার কারণেই তাঁদের টার্গেট করা হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই আইনজীবী ট্রাম্পের মার-এ-লাগো বাড়ি থেকে নথিপত্র পুনরুদ্ধারের সরকারি প্রচেষ্টার সময় বিচার বিভাগের সঙ্গে নিজে থেকেই যোগাযোগ করেছিলেন। 

ট্রাম্পের বাড়ির সার্চ ওয়ারেন্ট এবং আদালতের অনুসন্ধান প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাম্পের আইনজীবীরা যেভাবে সরকারি নথি ফেরতের বিরোধিতা করেছিলেন সেটি বিচারের ক্ষেত্রে সম্ভাব্য বাধা ছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে।

এর আগে, ফ্লোরিডার একটি আদালতে করা এক মামলার অভিযোগনামায় মার্কিন বিচার বিভাগ দাবি করে ট্রাম্প ও তাঁর সহযোগীরা দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কাছে থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্পর্শকাতর নথিপত্র ইচ্ছাকৃতভাবে গোপন করেছিলেন। এফবিআইয়ের তদন্তে বাধা দিতেই তা করা হয়েছিল। 

গত জুন মাসে গোপন নথি সম্পর্কে জানতে প্রথমবারের মতো ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশির জন্য এফবিআইয়ের কর্মকর্তারা। তখন ট্রাম্পের সহযোগীরা জানিয়েছিলেন, হোয়াইট হাউস থেকে আনা সব নথি ফেরত দেওয়া হয়েছে। কিন্তু পরে ৮ আগস্ট ট্রাম্পের বাড়ি থেকে তল্লাশি অনেকগুলো স্পর্শকাতর ফাইল উদ্ধার করা হয়। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ৫৪ পৃষ্ঠার ওই অভিযোগনামায় বলা হয়েছে—গত বছরের জানুয়ারিতে হোয়াইট হাউস ত্যাগের সময় ট্রাম্পে যেসব সরকারি নথিপত্র নিজের বাসায় নিয়ে যান, সেগুলো উদ্ধার জন্য চলতি বছরের জুনে এফবিআইয়ের সদস্যরা প্রথমবারের মতো ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগোয় যান। তখন ট্রাম্পের সহযোগীরা এফবিআইয়ের কর্মকর্তাদের বলেছিলেন, হোয়াইট হাউস থেকে যেসব নথি আনা হয়েছিল, তার সবগুলোই ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে। দক্ষিণ ফ্লোরিডার একটি ডিস্ট্রিক্ট আদালতে এ অভিযোগ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত