অনলাইন ডেস্ক
কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে আটক থাকা সব অবৈধ অভিবাসীকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার সর্বশেষ ৪০ অভিবাসীকে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ২৩ জন ‘মারাত্মক হুমকি সৃষ্টিকারী অবৈধ অভিবাসী’ বা গুরুতর অপরাধী ছিলেন।
দুজন প্রতিরক্ষা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) কর্মকর্তাদের নির্দেশে বেসামরিক বিমানে তাদের স্থানান্তর করা হয়। তবে আইসিই বা এর মূল সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহে গুয়ানতানামোতে বন্দী অভিবাসীদের হালনাগাদ তথ্য জানতে চাওয়া হলে, আইসিইর এক মুখপাত্র ‘বিচারাধীন মামলা’ থাকার কারণে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিষয়টি দেখছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। কিন্তু সংস্থাটি বন্দীদের পরিচয়, তাদের দেশ বা তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে বারবার উত্তর দেওয়া থেকে বিরত থেকেছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গুয়ানতানামোতে পাঠানো ‘মারাত্মক হুমকি সৃষ্টিকারী অবৈধ অভিবাসীদের’ মধ্যে অনেকে ভেনেজুয়েলার ‘ট্রেন ডি আরাগুয়া’ নামক গ্যাংয়ের সদস্য এবং তারা হত্যা, হত্যার চেষ্টা, হামলা, অস্ত্র এবং মাদক-সংক্রান্ত অপরাধের কথা স্বীকার করেছে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন জানুয়ারির শেষ দিকে গুয়ানতানামো বে নৌঘাঁটিকে অবৈধ অভিবাসীদের আটক ও বহিষ্কারের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানুয়ারিতে বলেন, ‘এই কেন্দ্র অপরাধীদের আটক রাখার জন্য আদর্শ স্থান।’ তিনি আরও জানান, ‘অপরাধে জড়িত নয় এমন অভিবাসীদের জন্য আলাদা কেন্দ্র খোলা হবে।’
গুয়ানতানামো বে কারাগার ব্যবহারের বিরুদ্ধে মার্কিন সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ (এসিএলইউ) মানবাধিকার সংস্থাগুলো একাধিক মামলা করেছে। ফেব্রুয়ারির একটি মামলায় অভিযোগ করা হয়, আটক অভিবাসীদের পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি।
এই মাসে আরেকটি মামলায় দাবি করা হয়, অভিবাসীদের গুয়ানতানামো বে পাঠানো মার্কিন আইনের লঙ্ঘন। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ‘সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) উন্মুক্ত সীমান্ত নীতি বাস্তবায়নে বেশি আগ্রহী, তারা মার্কিন নাগরিকদের অধিকার রক্ষার বিষয়ে ততটা মনোযোগী নয়।’
কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে আটক থাকা সব অবৈধ অভিবাসীকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার সর্বশেষ ৪০ অভিবাসীকে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ২৩ জন ‘মারাত্মক হুমকি সৃষ্টিকারী অবৈধ অভিবাসী’ বা গুরুতর অপরাধী ছিলেন।
দুজন প্রতিরক্ষা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) কর্মকর্তাদের নির্দেশে বেসামরিক বিমানে তাদের স্থানান্তর করা হয়। তবে আইসিই বা এর মূল সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহে গুয়ানতানামোতে বন্দী অভিবাসীদের হালনাগাদ তথ্য জানতে চাওয়া হলে, আইসিইর এক মুখপাত্র ‘বিচারাধীন মামলা’ থাকার কারণে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিষয়টি দেখছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। কিন্তু সংস্থাটি বন্দীদের পরিচয়, তাদের দেশ বা তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে বারবার উত্তর দেওয়া থেকে বিরত থেকেছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গুয়ানতানামোতে পাঠানো ‘মারাত্মক হুমকি সৃষ্টিকারী অবৈধ অভিবাসীদের’ মধ্যে অনেকে ভেনেজুয়েলার ‘ট্রেন ডি আরাগুয়া’ নামক গ্যাংয়ের সদস্য এবং তারা হত্যা, হত্যার চেষ্টা, হামলা, অস্ত্র এবং মাদক-সংক্রান্ত অপরাধের কথা স্বীকার করেছে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন জানুয়ারির শেষ দিকে গুয়ানতানামো বে নৌঘাঁটিকে অবৈধ অভিবাসীদের আটক ও বহিষ্কারের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানুয়ারিতে বলেন, ‘এই কেন্দ্র অপরাধীদের আটক রাখার জন্য আদর্শ স্থান।’ তিনি আরও জানান, ‘অপরাধে জড়িত নয় এমন অভিবাসীদের জন্য আলাদা কেন্দ্র খোলা হবে।’
গুয়ানতানামো বে কারাগার ব্যবহারের বিরুদ্ধে মার্কিন সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ (এসিএলইউ) মানবাধিকার সংস্থাগুলো একাধিক মামলা করেছে। ফেব্রুয়ারির একটি মামলায় অভিযোগ করা হয়, আটক অভিবাসীদের পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি।
এই মাসে আরেকটি মামলায় দাবি করা হয়, অভিবাসীদের গুয়ানতানামো বে পাঠানো মার্কিন আইনের লঙ্ঘন। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ‘সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) উন্মুক্ত সীমান্ত নীতি বাস্তবায়নে বেশি আগ্রহী, তারা মার্কিন নাগরিকদের অধিকার রক্ষার বিষয়ে ততটা মনোযোগী নয়।’
ভেনিস উপহ্রদের দক্ষিণে অবস্থিত পরিত্যক্ত দ্বীপ পোভেলিয়া। এর নাম শুনলেই অনেকের মনে আসে প্লেগ আক্রান্তদের গণকবর, মানসিক রোগীদের জন্য নির্মিত পুরোনো আশ্রম এবং ভুতুড়ে ইতিহাসের কথা। সেই দ্বীপ এবার নতুন পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছে।
৬ ঘণ্টা আগেগত ১২ জুন ইংল্যান্ডে হৃদ্রোগে আক্রান্ত মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তাঁর এই আকস্মিক মৃত্যুর পর রেখে যাওয়া বিপুল সম্পদ কার জিম্মায় যাবে, তা নিয়ে এখন উত্তাল কাপুর পরিবার।
৭ ঘণ্টা আগেতিন মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে যান আমির। রাজস্থানে পৌঁছানোর পর দুই মাস আগে তাঁকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাঁর কাছে ভারতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোনো তদন্ত বা আদালতের হস্তক্ষেপ ছাড়াই তাঁকে বিদেশি তকমা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়।
৮ ঘণ্টা আগেগাজার হৃদয়বিদারক বাস্তবতার ছবি তুলে ধরেছেন একজন ফিলিস্তিনি শিল্পী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্তানদের মুখে এক বেলার খাবার তুলে দিতে চিত্রশিল্পী তাহা আবু ঘালি নিজের আঁকা ছবি পুড়িয়ে রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
৮ ঘণ্টা আগে