Ajker Patrika

মেক্সিকোয় শিশুহত্যা নিয়ে প্রতিবাদ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

মেক্সিকোয় শিশুহত্যা নিয়ে প্রতিবাদ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে আট বছর বয়সী এক কন্যাশিশুকে হত্যার সন্দেহে এক নারীকে পিটিয়ে মেরে ফেলেছে উত্তেজিত জনতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

উত্তর আমেরিকার দেশটির টাক্সকো শহরে গত বুধবার নিখোঁজ হয় ক্যামিলা গোমেজ নামের ওই শিশু। এর পরদিন বৃহস্পতিবার তার মরদেহ পাওয়া যায় রাস্তার পাশে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসে ওই শহরের বিক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের সঙ্গে ক্যামিলার পরিবারের লোকজনও যোগ দেয়।

এ ঘটনায় এক নারী ও দুই পুরুষকে সন্দেহ করেছিল পুলিশ। বিক্ষুব্ধ জনতা গাড়িতে ভাঙচুর করেছে এবং রাস্তা আটকে দিয়েছে। এরপর একপর্যায়ে পুলিশের গাড়ি ক্যামিলা হত্যাকাণ্ডে সন্দেহভাজন এক নারী ও দুই পুরুষকেও বের করে আনে ক্ষুব্ধ জনতা।

সামাজিক প্ল্যাটফর্মে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে যে, জনতা ওই নারীকে ব্যাপক মারধর করছে এবং পুলিশ পাশে দাঁড়িয়ে দেখছে। এতে নিহত হন ওই নারী। সঙ্গে দুই পুরুষকেও মারা হয়েছে। তবে তারা বেঁচে আছেন।

এএফপি জানিয়েছে, গণপিটুনিতে ওই নারীর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দেখছেন স্থানীয় আইনজীবীরা।

গত বুধবার সুইমিংপুল ব্যবহার করতে প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করার পর থেকেই নিখোঁজ ছিলেন ক্যামিলা। এরপর ক্যামিলার মা একটি ফোনকল পান যেখানে ক্যামিলার জন্য মুক্তিপণ চাওয়া হয়। ক্যামিলার মা পুলিশের কাছে গিয়ে সেই প্রতিবেশীর বাসার নিরাপত্তা ক্যামেরা থেকে পাওয়া ছবিও দিয়েছেন। কিন্তু পুলিশ তার আবেদনে সাড়া দেননি বলে দাবি করেছেন ক্যামিলার মা।

গুয়েরেরোর ওয়েবসাইটে দেওয়া রাষ্ট্রীয় কৌঁসুলির একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, পুলিশ ক্যামিলার মৃত্যুর সঙ্গে জড়িত একজনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করেছে।

শিশু মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতার হাতে সন্দেহভাজনের মৃত্যু মেক্সিকোয় নতুন নয়। ২০২২ সালে শিশু পাচারের সন্দেহে এক রাজনীতিবিদকে প্রায় ২০০ জন মিলে পিটিয়ে মেরে ফেলেছিল। এ ধরনেরই আরেক গুজবে ২০১৮ সালে এক ব্যবসায়ীকে পুড়িয়ে মেরে ফেলেছিল বিক্ষুব্ধ জনতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত