Ajker Patrika

টুইটার, ফেসবুক ও গুগলের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৪: ০৭
টুইটার, ফেসবুক ও গুগলের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

বাক্‌স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, ফেসবুক ও প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির এক সংবাদ সম্মেলনে গত বুধবার এমনটি জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। মামলা করেছেন প্রতিটি সংস্থার প্রধান–নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধেও। 

 ট্রাম্পের অভিযোগ, ওই সংস্থাগুলো মার্কিন বাক্‌স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। ব্যক্তিস্বাধীনতাও খর্ব করেছে। মার্কিন আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। 

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এই মামলার মধ্য দিয়ে মার্কিন নাগরিক স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতা প্রশ্নে আমরা ঐতিহাসিক বিজয় অর্জন করব।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার পর ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মূলত ওই তাণ্ডবে মদদ দেওয়ার কারণ দেখিয়ে জননিরাপত্তার স্বার্থে ট্রাম্পের এসব অ্যাকাউন্টগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত