রাষ্ট্রের গোপনীয় নথি নিজ বাড়িতে নিয়ে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বছরে। যুক্তরাষ্ট্রের একটি আদালত আজ শুক্রবার নতুন এই তারিখ নির্ধারণ করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রিক্ট আদালতের জজ অ্যালিন ক্যানন জানিয়েছেন—ট্রাম্পের রাষ্ট্রীয় নথি গোপন করার মামলার পরবর্তী শুনানি বা বিচারের তারিখ নির্ধারিত হয়েছে ২০২৪ সালের ২০ মে।
অ্যালিন ক্যানন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক। তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ছয় মাসেরও কম সময় আগে ট্রাম্পের এই ফৌজদারি মামলার বিচারের ঘোষণা দিয়েছেন।
এর আগে, গত মঙ্গলবার এক শুনানিতে মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের পক্ষে ফেডারেল কৌঁসুলিরা বিচারকের মামলার শুনানির জন্য নতুন তারিখ হিসেবে চলতি বছরের ডিসেম্বরকে নির্ধারণের জন্য আবেদন জানান। জবাবে ট্রাম্পের আইনজীবীরা বলেন, এখনই তারিখ নির্ধারণের প্রয়োজন নেই। পরে বিচারক প্রাথমিকভাবে মামলার শুনানির জন্য চলতি বছরের ১৪ আগস্টকে নির্ধারিত করেন।
পরে উভয়পক্ষের আইনজীবীদের বিরোধিতায় বিচারক নতুন তারিখ হিসেবে আগামী বছরের ২০ মে নির্ধারণ করেন।
আগামী মার্কিন নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন লাভের ক্ষেত্রে সবার আগে রয়েছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফেডারেল অভিযোগ এবং ফৌজদারি মামলাগুলোর রায় হয়ে গেলে হয়তো ট্রাম্প নির্বাচনের ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বেন।
রাষ্ট্রের গোপনীয় নথি নিজ বাড়িতে নিয়ে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বছরে। যুক্তরাষ্ট্রের একটি আদালত আজ শুক্রবার নতুন এই তারিখ নির্ধারণ করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রিক্ট আদালতের জজ অ্যালিন ক্যানন জানিয়েছেন—ট্রাম্পের রাষ্ট্রীয় নথি গোপন করার মামলার পরবর্তী শুনানি বা বিচারের তারিখ নির্ধারিত হয়েছে ২০২৪ সালের ২০ মে।
অ্যালিন ক্যানন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক। তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ছয় মাসেরও কম সময় আগে ট্রাম্পের এই ফৌজদারি মামলার বিচারের ঘোষণা দিয়েছেন।
এর আগে, গত মঙ্গলবার এক শুনানিতে মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের পক্ষে ফেডারেল কৌঁসুলিরা বিচারকের মামলার শুনানির জন্য নতুন তারিখ হিসেবে চলতি বছরের ডিসেম্বরকে নির্ধারণের জন্য আবেদন জানান। জবাবে ট্রাম্পের আইনজীবীরা বলেন, এখনই তারিখ নির্ধারণের প্রয়োজন নেই। পরে বিচারক প্রাথমিকভাবে মামলার শুনানির জন্য চলতি বছরের ১৪ আগস্টকে নির্ধারিত করেন।
পরে উভয়পক্ষের আইনজীবীদের বিরোধিতায় বিচারক নতুন তারিখ হিসেবে আগামী বছরের ২০ মে নির্ধারণ করেন।
আগামী মার্কিন নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন লাভের ক্ষেত্রে সবার আগে রয়েছেন। তবে বিশ্লেষকদের আশঙ্কা ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফেডারেল অভিযোগ এবং ফৌজদারি মামলাগুলোর রায় হয়ে গেলে হয়তো ট্রাম্প নির্বাচনের ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়বেন।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
১০ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১৫ ঘণ্টা আগে