Ajker Patrika

ইসরায়েলের ক্ষতি করছেন নেতানিয়াহু: বাইডেন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১২: ৩৩
ইসরায়েলের ক্ষতি করছেন নেতানিয়াহু: বাইডেন

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেকটা আক্রমণই করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। বাইডেন বলেছেন, ইসরায়েলের উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছেন নেতানিয়াহু। 

গত শনিবার এক সাক্ষাৎকারে ইসরায়েলের পরিস্থিতি নিয়ে কথা বলেন জো বাইডেন। তিনি জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর চাপ প্রয়োগের ক্ষেত্রে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তবে তিনি এও বলেছেন, ‘নেতানিয়াহুকে এটা মাথায় রাখতে হবে যে, হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিরপরাধ মানুষও মারা পড়ছে। 

জো বাইডেন বলেন, ‘ইসরায়েল আসলে যা চাইছে, তা আসলে গাজায় হত্যাকাণ্ডের সঙ্গে যায় না। আমার ধারণা, এটা বড় ভুল।’ তিনি সতর্ক করে বলেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের ‘শেষ সীমা’ অতিক্রম করা ঠিক হবে না। তবে মার্কিন প্রেসিডেন্ট জোর দেন, তিনি কখনো যুক্তরাষ্ট্রের এই মিত্রদেশকে ছেড়ে যাবে না। 

হামাসকে নির্মূলে ইসরায়েলকে শুরু থেকেই জোরালো সমর্থন দিয়ে আসছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধে বেসামরিক লোকজনের ব্যাপক প্রাণহানি ও উপত্যকাটিতে মানবিক ত্রাণ সরবরাহে নানা বিধিনিষেধের কারণে দেশটির সঙ্গে বাইডেন প্রশাসনের ক্রমেই বেশি বিরোধ দেখা দিচ্ছে। গাজার রাফাহ এলাকায় আশ্রয় নেওয়া ১৩ লাখের মতো ফিলিস্তিনিকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত সেখানে পূর্বপরিকল্পিত হামলা না চালাতে নেতানিয়াহুকে বারবার আহ্বান জানিয়ে আসছে বাইডেন প্রশাসন। 

এর আগে, গত মাসে মার্কিন প্রেসিডেন্ট পবিত্র রমজান মাস শুরুর আগেই ইসরায়েল ও হামাস সাময়িক যুদ্ধ বন্ধে রাজি হবে বলে আশা প্রকাশ করেন। তবে এ বিষয়ে কাজ করা মধ্যস্থতাকারীরা গত সপ্তাহে কায়রো ছেড়ে গেলে যুদ্ধ বন্ধে চুক্তি সইয়ের আশা মিইয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত