আজকের পত্রিকা ডেস্ক
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) নাম শুনলেই মানসপটে বিশেষ একটি ছবি ভেসে ওঠে। যুক্তরাষ্ট্রের এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাজকর্ম যেমন রহস্যময়, তেমন দুর্ধর্ষ। কখনো কখনো আবার ভয়ংকরও। বিশেষ করে যাঁরা ‘মাসুদ রানা’ পড়ে বড় হয়েছেন, তাদের চোখে সিআইএ ভিন্নরকম কিছু।
এবার ভাবুন, এমন গোপন সংস্থার কোনো কাজের নমুনা যদি থরে থরে আপনার চোখের সামনে সাজানো থাকে, কেমন লাগবে? সবাইকে অবাক করে দিয়ে সেই কাজটিই করেছে দুনিয়া কাঁপানো এই গোয়েন্দা সংস্থা। নিজেদের প্রতিষ্ঠার ৭৫ বছর বা হীরকজয়ন্তী উপলক্ষে তারা একটি জাদুঘর করেছে। সেই জাদুঘরকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে গোপন জাদুঘর।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সিআইএর প্রধান কার্যালয়, সম্প্রতি সেখানেই উদ্বোধন করা হয়েছে জাদুঘরটি। এতে এই গোয়েন্দা সংস্থার বিভিন্ন অভিযানের ছয় শর মতো দুর্লভ নমুনা সাজিয়ে রাখা হয়েছে। গত শতাব্দীর শীতল যুদ্ধ থেকে শুরু করে অতি সাম্প্রতিককালে সিআইএ পরিচালিত অপারেশনে ব্যবহৃত নানা উপকরণ রয়েছে জাদুঘরে।
দুটি বিভাগে বিভক্ত জাদুঘরটির প্রথম বিভাগে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা অভিযানের কিছু নমুনা রয়েছে। ২০১১ সালের এই অপারেশনের আগে লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদের যে বাড়িতে ছিলেন, এর একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে। উদ্দেশ্য, বাস্তব অপারেশনের আগে রেপ্লিকাটি নিয়ে মহড়া দেওয়া। ওই রেপ্লিকাটির একটি থ্রিডি ভার্সন রাখা হয়েছে সিআইএর জাদুঘরে।
গত জুলাইয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে আরেক নিখুঁত অভিযানে লাদেন-পরবর্তী আল-কায়েদার শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরিকেও হত্যা করে সিআইএ। এই ড্রোন অভিযানের জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মতি দরকার ছিল। তাঁকে বোঝানো দরকার ছিল, এতে সাধারণের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাই তৈরি করা হয়েছে জাওয়াহিরি যে বাসায় থাকতেন এর একটি অবিকল মডেল। এর একটি থ্রিডি ভার্সনও দেখতে পাওয়া যাবে গোপন জাদুঘরটির প্রথম বিভাগে।
শুধু সফলতা নয়, সিআইএর ব্যর্থ অভিযানের খণ্ডচিত্রও জাদুঘরটিতে রাখা হয়েছে। ব্যর্থ অভিযানের মধ্যে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ক্ষমতাচ্যুত করতে ১৯৬১ সালে সিআইএ পরিচালিত ‘বে অব পিগস ফিয়াসকো’ অভিযানের কিছু নমুনা দেখতে পাবেন দর্শক।
জাদুঘরটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়। সিআইএর কর্মকর্তা বা আমন্ত্রিত অতিথিরাই কেবল দেখতে পাবেন। সম্প্রতি জাদুঘরটি পরিদর্শনের জন্য কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে তালিকায় বিবিসির এক সাংবাদিক ছিলেন। জাদুঘরটির দায়িত্বে থাকা রবার্ট জেড বায়ার সাংবাদিকদের বলেন, ‘সব নমুনা এখানে থ্রিডি ভার্সনের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এটা পরিদর্শন করলে আমাদের নীতিনির্ধারক, অভিযানকারী উপকৃত হবেন।’
জাদুঘরের দ্বিতীয় বিভাগে সিআইএর ইতিহাসের কিছু অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এর মধ্যে কোনো এক সমুদ্রে হারিয়ে যাওয়া তৎকালীন সোভিয়েত রাশিয়ার এক ডুবোজাহাজের ধ্বংসাবশেষ সংগ্রহ অভিযানে ব্যবহৃত কিছু সরঞ্জাম সাজিয়ে রাখা হয়েছে। এক অংশে ১৯৭৯ সালে ইরান বিপ্লবের পর তেহরানে থাকা মার্কিন কূটনীতিকদের উদ্ধারের জন্য সিআইএর তৎপরতার কিছু অংশও রাখা হয়েছে। এ অভিযানের জন্য ‘এরগো’ নামের একটি ফেক ছবি তৈরি করা হয়। পরে এটি নিয়ে হলিউডে সিনেমাও হয়েছে।
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) নাম শুনলেই মানসপটে বিশেষ একটি ছবি ভেসে ওঠে। যুক্তরাষ্ট্রের এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাজকর্ম যেমন রহস্যময়, তেমন দুর্ধর্ষ। কখনো কখনো আবার ভয়ংকরও। বিশেষ করে যাঁরা ‘মাসুদ রানা’ পড়ে বড় হয়েছেন, তাদের চোখে সিআইএ ভিন্নরকম কিছু।
এবার ভাবুন, এমন গোপন সংস্থার কোনো কাজের নমুনা যদি থরে থরে আপনার চোখের সামনে সাজানো থাকে, কেমন লাগবে? সবাইকে অবাক করে দিয়ে সেই কাজটিই করেছে দুনিয়া কাঁপানো এই গোয়েন্দা সংস্থা। নিজেদের প্রতিষ্ঠার ৭৫ বছর বা হীরকজয়ন্তী উপলক্ষে তারা একটি জাদুঘর করেছে। সেই জাদুঘরকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে গোপন জাদুঘর।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সিআইএর প্রধান কার্যালয়, সম্প্রতি সেখানেই উদ্বোধন করা হয়েছে জাদুঘরটি। এতে এই গোয়েন্দা সংস্থার বিভিন্ন অভিযানের ছয় শর মতো দুর্লভ নমুনা সাজিয়ে রাখা হয়েছে। গত শতাব্দীর শীতল যুদ্ধ থেকে শুরু করে অতি সাম্প্রতিককালে সিআইএ পরিচালিত অপারেশনে ব্যবহৃত নানা উপকরণ রয়েছে জাদুঘরে।
দুটি বিভাগে বিভক্ত জাদুঘরটির প্রথম বিভাগে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা অভিযানের কিছু নমুনা রয়েছে। ২০১১ সালের এই অপারেশনের আগে লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদের যে বাড়িতে ছিলেন, এর একটি রেপ্লিকা তৈরি করা হয়েছে। উদ্দেশ্য, বাস্তব অপারেশনের আগে রেপ্লিকাটি নিয়ে মহড়া দেওয়া। ওই রেপ্লিকাটির একটি থ্রিডি ভার্সন রাখা হয়েছে সিআইএর জাদুঘরে।
গত জুলাইয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে আরেক নিখুঁত অভিযানে লাদেন-পরবর্তী আল-কায়েদার শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরিকেও হত্যা করে সিআইএ। এই ড্রোন অভিযানের জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মতি দরকার ছিল। তাঁকে বোঝানো দরকার ছিল, এতে সাধারণের কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাই তৈরি করা হয়েছে জাওয়াহিরি যে বাসায় থাকতেন এর একটি অবিকল মডেল। এর একটি থ্রিডি ভার্সনও দেখতে পাওয়া যাবে গোপন জাদুঘরটির প্রথম বিভাগে।
শুধু সফলতা নয়, সিআইএর ব্যর্থ অভিযানের খণ্ডচিত্রও জাদুঘরটিতে রাখা হয়েছে। ব্যর্থ অভিযানের মধ্যে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ক্ষমতাচ্যুত করতে ১৯৬১ সালে সিআইএ পরিচালিত ‘বে অব পিগস ফিয়াসকো’ অভিযানের কিছু নমুনা দেখতে পাবেন দর্শক।
জাদুঘরটি এখনো সবার জন্য উন্মুক্ত নয়। সিআইএর কর্মকর্তা বা আমন্ত্রিত অতিথিরাই কেবল দেখতে পাবেন। সম্প্রতি জাদুঘরটি পরিদর্শনের জন্য কয়েকজন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে তালিকায় বিবিসির এক সাংবাদিক ছিলেন। জাদুঘরটির দায়িত্বে থাকা রবার্ট জেড বায়ার সাংবাদিকদের বলেন, ‘সব নমুনা এখানে থ্রিডি ভার্সনের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এটা পরিদর্শন করলে আমাদের নীতিনির্ধারক, অভিযানকারী উপকৃত হবেন।’
জাদুঘরের দ্বিতীয় বিভাগে সিআইএর ইতিহাসের কিছু অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এর মধ্যে কোনো এক সমুদ্রে হারিয়ে যাওয়া তৎকালীন সোভিয়েত রাশিয়ার এক ডুবোজাহাজের ধ্বংসাবশেষ সংগ্রহ অভিযানে ব্যবহৃত কিছু সরঞ্জাম সাজিয়ে রাখা হয়েছে। এক অংশে ১৯৭৯ সালে ইরান বিপ্লবের পর তেহরানে থাকা মার্কিন কূটনীতিকদের উদ্ধারের জন্য সিআইএর তৎপরতার কিছু অংশও রাখা হয়েছে। এ অভিযানের জন্য ‘এরগো’ নামের একটি ফেক ছবি তৈরি করা হয়। পরে এটি নিয়ে হলিউডে সিনেমাও হয়েছে।
তিন বছর ধরে চলা যুদ্ধে অবসান ঘটাতে আবারও মুখোমুখি বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আগামী বুধবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যকার নতুন শান্তি আলোচনা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
২৯ মিনিট আগেমার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাসংক্রান্ত বহু গোপন নথি প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাঁর ওপর গোয়েন্দা সংস্থা এফবিআই কীভাবে নজরদারি চালাত তা রয়েছে ২ লাখ ৩০ হাজার পৃষ্ঠার এই দলিলে। এ ছাড়া, রয়েছে আগে কখনো প্রকাশ না হওয়া সিআইএ রেকর্ড। ১৯৭৭ সাল থেকে এসব নথি আদালতের আদেশে জনসাধারণের আওতার বাইরে
২ ঘণ্টা আগেপ্রায় দেড় মাসের অনিশ্চয়তার পর ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের সেই এফ-৩৫বি যুদ্ধবিমান অবশেষে ভারত ছেড়েছে। গত ১৪ জুন কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণের পর আর উড়তে পারছিল না। অবশেষে আজ মঙ্গলবার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশ্যে যাত্রা করেছে।
২ ঘণ্টা আগেভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে থেকে ইস্তফা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা পদত্যাগপত্রে তিনি বলেন, নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে তিনি অবিলম্বে পদত্যাগ করছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে