ঢাকা: মার্কিন কোম্পানি নোভাভ্যাক্সের তৈরি কোভিড টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর। এমনকি এটি করোনাভাইরাসের সবচেয়ে মারাত্মক ধরনগুলোর বিরুদ্ধে সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থা তৈরিতে সক্ষম। আজ সোমবার নোভাভ্যাক্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নোভাভ্যাক্সের শেষ ধাপের ট্রায়ালে এ ফল পাওয়া গেছে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর শরীরে তাঁদের তৈরি টিকার ট্রায়াল চালানো হয়। এতে খুব কমসংখ্যক মানুষেরই গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। মাথাব্যথা, ক্লান্তি ও কাঁধে ব্যথার মতো মৃদু অসুবিধা বোধ করেছে কিছু স্বেচ্ছাসেবী।
এখন অনুমোদন পেলে ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের শেষ নাগাদ প্রতি মাসে ১০ কোটি ও চলতি বছরের শেষ প্রান্তিকে প্রতি মাসে ১৫ কোটি ডোজ টিকা উৎপাদনের করার পরিকল্পনা করছে নোভাভ্যাক্স।
নোভাভ্যাক্সের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান ডা. গ্রেগরি গ্লেন রয়টার্সকে বলেন, ট্রায়ালে তাদের টিকা ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ধরনগুলোর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার সক্ষমতা দেখিয়েছে। অর্থাৎ দ্রুত সংক্রমণ বিস্তারে সক্ষম সব ধরনের সংক্রমণ ঠেকাতে টিকাটি কার্যকর।
গ্লেন বলেন, ট্রায়ালে তাঁদের টিকা উচ্চ ঝুঁকিতে থাকা স্বেচ্ছাসেবীর ক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে ৯১ শতাংশ এবং প্রতিরোধযোগ্য মাঝারি ও গুরুতর সংক্রমণ ঠেকাতে শতভাগ কার্যকর। ট্রায়ালের সময় নোভাভ্যাক্স যেসব ধরন শনাক্ত করতে পারেনি সেগুলোর বিরুদ্ধেও টিকাটি ৭০ শতাংশ কার্যকর।
করোনার নতুন ধরনগুলোর প্রসঙ্গে মার্কিন ডা. গ্রেগরি গ্লেন বলেন, সত্যিকার অর্থে বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, করোনার যে ধরনগুলো বিশ্বজুড়ে ভয়াবহ সংক্রমণ বিস্তারের পরিস্থিতি তৈরি করেছে এই টিকা সেসব ঠেকাতে সক্ষম।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষদিকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে নোভাভ্যাক্সের টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।
ঢাকা: মার্কিন কোম্পানি নোভাভ্যাক্সের তৈরি কোভিড টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর। এমনকি এটি করোনাভাইরাসের সবচেয়ে মারাত্মক ধরনগুলোর বিরুদ্ধে সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থা তৈরিতে সক্ষম। আজ সোমবার নোভাভ্যাক্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নোভাভ্যাক্সের শেষ ধাপের ট্রায়ালে এ ফল পাওয়া গেছে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর শরীরে তাঁদের তৈরি টিকার ট্রায়াল চালানো হয়। এতে খুব কমসংখ্যক মানুষেরই গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। মাথাব্যথা, ক্লান্তি ও কাঁধে ব্যথার মতো মৃদু অসুবিধা বোধ করেছে কিছু স্বেচ্ছাসেবী।
এখন অনুমোদন পেলে ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের শেষ নাগাদ প্রতি মাসে ১০ কোটি ও চলতি বছরের শেষ প্রান্তিকে প্রতি মাসে ১৫ কোটি ডোজ টিকা উৎপাদনের করার পরিকল্পনা করছে নোভাভ্যাক্স।
নোভাভ্যাক্সের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান ডা. গ্রেগরি গ্লেন রয়টার্সকে বলেন, ট্রায়ালে তাদের টিকা ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ধরনগুলোর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার সক্ষমতা দেখিয়েছে। অর্থাৎ দ্রুত সংক্রমণ বিস্তারে সক্ষম সব ধরনের সংক্রমণ ঠেকাতে টিকাটি কার্যকর।
গ্লেন বলেন, ট্রায়ালে তাঁদের টিকা উচ্চ ঝুঁকিতে থাকা স্বেচ্ছাসেবীর ক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে ৯১ শতাংশ এবং প্রতিরোধযোগ্য মাঝারি ও গুরুতর সংক্রমণ ঠেকাতে শতভাগ কার্যকর। ট্রায়ালের সময় নোভাভ্যাক্স যেসব ধরন শনাক্ত করতে পারেনি সেগুলোর বিরুদ্ধেও টিকাটি ৭০ শতাংশ কার্যকর।
করোনার নতুন ধরনগুলোর প্রসঙ্গে মার্কিন ডা. গ্রেগরি গ্লেন বলেন, সত্যিকার অর্থে বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, করোনার যে ধরনগুলো বিশ্বজুড়ে ভয়াবহ সংক্রমণ বিস্তারের পরিস্থিতি তৈরি করেছে এই টিকা সেসব ঠেকাতে সক্ষম।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষদিকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে নোভাভ্যাক্সের টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।
ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলবেনিয়ায়। ইউরোপের দেশগুলোর প্রায় সব শীর্ষ নেতাই এখন সেখানে অবস্থান করছেন। নেতাদের জন্য লাল গালিচা সংবর্ধনা আয়োজন করেছিল আলবেনিয়া কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত করছাড় বিল কংগ্রেসে বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছে। শুক্রবার (১৬ মে) হাউস বাজেট কমিটিতে প্রস্তাবটি প্রাথমিক ধাপেই আটকে যায়, কারণ রিপাবলিকান দলের কট্টরপন্থী সদস্যরা আরও বড় পরিসরে খরচ কমানোর দাবিতে বিলটি আটকে দেন। এই ঘটনাটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য
৫ ঘণ্টা আগেভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। শুক্রবার (১৬ মে) নিউইয়র্কের চৌতকোয়া শহরের আদালত এই রায় ঘোষণা করেন। গত ফেব্রুয়ারিতে নিউজার্সির ২৭ বছর বয়সী হাদি মাতারকে হত্যাচেষ্টা ও হামলার অভিযোগে দোষী
৬ ঘণ্টা আগেব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা আজ শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে একমত হয়ে জানিয়েছেন, শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থান ‘অগ্রহণযোগ্য’। এই আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও পরামর্শ হয়েছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার...
৬ ঘণ্টা আগে