ঢাকা: মার্কিন কোম্পানি নোভাভ্যাক্সের তৈরি কোভিড টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর। এমনকি এটি করোনাভাইরাসের সবচেয়ে মারাত্মক ধরনগুলোর বিরুদ্ধে সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থা তৈরিতে সক্ষম। আজ সোমবার নোভাভ্যাক্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নোভাভ্যাক্সের শেষ ধাপের ট্রায়ালে এ ফল পাওয়া গেছে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর শরীরে তাঁদের তৈরি টিকার ট্রায়াল চালানো হয়। এতে খুব কমসংখ্যক মানুষেরই গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। মাথাব্যথা, ক্লান্তি ও কাঁধে ব্যথার মতো মৃদু অসুবিধা বোধ করেছে কিছু স্বেচ্ছাসেবী।
এখন অনুমোদন পেলে ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের শেষ নাগাদ প্রতি মাসে ১০ কোটি ও চলতি বছরের শেষ প্রান্তিকে প্রতি মাসে ১৫ কোটি ডোজ টিকা উৎপাদনের করার পরিকল্পনা করছে নোভাভ্যাক্স।
নোভাভ্যাক্সের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান ডা. গ্রেগরি গ্লেন রয়টার্সকে বলেন, ট্রায়ালে তাদের টিকা ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ধরনগুলোর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার সক্ষমতা দেখিয়েছে। অর্থাৎ দ্রুত সংক্রমণ বিস্তারে সক্ষম সব ধরনের সংক্রমণ ঠেকাতে টিকাটি কার্যকর।
গ্লেন বলেন, ট্রায়ালে তাঁদের টিকা উচ্চ ঝুঁকিতে থাকা স্বেচ্ছাসেবীর ক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে ৯১ শতাংশ এবং প্রতিরোধযোগ্য মাঝারি ও গুরুতর সংক্রমণ ঠেকাতে শতভাগ কার্যকর। ট্রায়ালের সময় নোভাভ্যাক্স যেসব ধরন শনাক্ত করতে পারেনি সেগুলোর বিরুদ্ধেও টিকাটি ৭০ শতাংশ কার্যকর।
করোনার নতুন ধরনগুলোর প্রসঙ্গে মার্কিন ডা. গ্রেগরি গ্লেন বলেন, সত্যিকার অর্থে বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, করোনার যে ধরনগুলো বিশ্বজুড়ে ভয়াবহ সংক্রমণ বিস্তারের পরিস্থিতি তৈরি করেছে এই টিকা সেসব ঠেকাতে সক্ষম।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষদিকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে নোভাভ্যাক্সের টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।
ঢাকা: মার্কিন কোম্পানি নোভাভ্যাক্সের তৈরি কোভিড টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর। এমনকি এটি করোনাভাইরাসের সবচেয়ে মারাত্মক ধরনগুলোর বিরুদ্ধে সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থা তৈরিতে সক্ষম। আজ সোমবার নোভাভ্যাক্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নোভাভ্যাক্সের শেষ ধাপের ট্রায়ালে এ ফল পাওয়া গেছে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর শরীরে তাঁদের তৈরি টিকার ট্রায়াল চালানো হয়। এতে খুব কমসংখ্যক মানুষেরই গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। মাথাব্যথা, ক্লান্তি ও কাঁধে ব্যথার মতো মৃদু অসুবিধা বোধ করেছে কিছু স্বেচ্ছাসেবী।
এখন অনুমোদন পেলে ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের শেষ নাগাদ প্রতি মাসে ১০ কোটি ও চলতি বছরের শেষ প্রান্তিকে প্রতি মাসে ১৫ কোটি ডোজ টিকা উৎপাদনের করার পরিকল্পনা করছে নোভাভ্যাক্স।
নোভাভ্যাক্সের রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান ডা. গ্রেগরি গ্লেন রয়টার্সকে বলেন, ট্রায়ালে তাদের টিকা ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের ধরনগুলোর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার সক্ষমতা দেখিয়েছে। অর্থাৎ দ্রুত সংক্রমণ বিস্তারে সক্ষম সব ধরনের সংক্রমণ ঠেকাতে টিকাটি কার্যকর।
গ্লেন বলেন, ট্রায়ালে তাঁদের টিকা উচ্চ ঝুঁকিতে থাকা স্বেচ্ছাসেবীর ক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে ৯১ শতাংশ এবং প্রতিরোধযোগ্য মাঝারি ও গুরুতর সংক্রমণ ঠেকাতে শতভাগ কার্যকর। ট্রায়ালের সময় নোভাভ্যাক্স যেসব ধরন শনাক্ত করতে পারেনি সেগুলোর বিরুদ্ধেও টিকাটি ৭০ শতাংশ কার্যকর।
করোনার নতুন ধরনগুলোর প্রসঙ্গে মার্কিন ডা. গ্রেগরি গ্লেন বলেন, সত্যিকার অর্থে বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, করোনার যে ধরনগুলো বিশ্বজুড়ে ভয়াবহ সংক্রমণ বিস্তারের পরিস্থিতি তৈরি করেছে এই টিকা সেসব ঠেকাতে সক্ষম।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষদিকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে নোভাভ্যাক্সের টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।
উত্তর প্রদেশের মৈনপুরী জেলার বেওয়ার থানার কাছে জিটি রোড হাইওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় একজন কিশোরী গুরুতর আহত হয়েছে। একটি জন্মদিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেভারতে অপ্রাপ্তবয়স্কদের (কিশোর-কিশোরী) মধ্যে সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই আইন পরিবর্তনের দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছে। প্রখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিংয়ের করা এই পিটিশনটি দেশজুড়ে ‘টিন সেক্স’ বা কিশোর-কিশোরীদের যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা নিয়ে
৪৪ মিনিট আগেশান্তা পালের বাড়ি বাংলাদেশের বরিশালে। তিনি বৈধ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তাঁর মা-বাবার সঙ্গে কলকাতায় থাকতেন। তবে অবৈধ উপায়ে তিনি ভারতীয় পরিচয়পত্র পাওয়ার চেষ্টা করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি সম্ভবত বিদেশে যাওয়ার জন্য বিকল্প উপায় খুঁজছিলেন।
২ ঘণ্টা আগেভারতের অনলাইন প্রতারকেরা এখন পুরো আর্থিক খাতকে নিশানা করছে। ব্যাংক থেকে বিমা, স্বাস্থ্যসেবা থেকে খুচরা বাণিজ্য—কোনো কিছুই বাদ যাচ্ছে না। কয়েক স্তরে প্রতারণার জটিল কাঠামো তৈরি করে নজরদারি এড়াচ্ছে তারা।
৩ ঘণ্টা আগে