মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের পর মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার ও ৬৪ জন আরোহী নিয়ে উড়োজাহাজ ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত উদ্ধারকারী দলগুলো হিমশীতল পানিতে অনুসন্ধান চালিয়ে ১৮টি মৃতদেহ উদ্ধার করেছে।
বিবিসির সম্প্রচার সহযোগী সিবিএসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই দুর্ঘটনার পর কাছাকাছি অবস্থিত রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই সর্বশেষ তথ্য পাঠকদের জন্য তুলে ধরা হলো।
হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষ: যেভাবে ঘটল
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, আমেরিকান এয়ারলাইন্সের ৫৩৪২ নম্বর ফ্লাইট স্থানীয় সময় বুধবার রাত ৯টা নাগাদ রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
যাত্রীবাহী উড়োজাহাজটি ছিল বম্বার্ডিয়ার সিআরজে৭০০ মডেলের, যা কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করেছিল। এতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন বলে আমেরিকান এয়ারলাইন্স নিশ্চিত করেছে।
পেন্টাগন জানায়, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টারটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ার থেকে উড্ডয়ন করেছিল। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার বলেন, সেনাবাহিনীর ওই হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন।
এফএএ জানিয়েছে, তারা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) সঙ্গে যৌথভাবে এই দুর্ঘটনার তদন্ত করবে।
হতাহত কতজন?
ওয়াশিংটন ডিসির কর্মকর্তারা নিহত বা আহতের সংখ্যা নিশ্চিত করেননি। এক সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, উদ্ধার অভিযানই এখন প্রধান লক্ষ্য। তবে এখন পর্যন্ত ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সিবিএস জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী উড়োজাহাজটিকে পোটোম্যাক নদীতে দ্বিখণ্ডিত অবস্থায় দেখা গেছে, আর হেলিকপ্টারটি উল্টে পানির নিচে চলে গেছে।
ওয়াশিংটন ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস প্রধান জন ডোনেলি বলেন, ‘প্রায় ৩০০ জন উদ্ধারকারী রাবারের নৌকায় করে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং জীবিতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এখানে প্রবল বাতাস ও ভাসমান বরফ থাকায় উদ্ধার কাজকে অত্যন্ত কঠিন করে তুলছে।’
প্রত্যক্ষদর্শীরা যা বলছেন
ঘটনার সময় জর্জ ওয়াশিংটন পার্কওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এরি শুলম্যান। তিনি উড়োজাহাজটিকে বিধ্বস্ত হতে দেখেছেন।
এরি শুলম্যান এনবিসি ওয়াশিংটনকে বলেন, ‘শুরুতে উড়োজাহাজটির অবতরণ স্বাভাবিক বলেই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ সেটি ডান দিকে বাঁক নেয় এবং তার নিচের অংশ থেকে ঝাঁকে ঝাঁকে স্ফুলিঙ্গ নির্গত হতে থাকে, যা পুরো উড়োজাহাজকে আলোকিত করে।’
তিনি আরও বলেন, তিনি তখন বুঝতে পারেন কিছু একটা গণ্ডগোল হচ্ছে। কারণ রাতের বেলা অবতরণকালে উড়োজাহাজের নিচের অংশ এতটা দৃশ্যমান হওয়ার কথা নয়।
তিনি বলেন, স্ফুলিঙ্গগুলো ‘বিশাল রোমান মোমবাতির’ মতো দেখতে ছিল এবং তা উড়োজাহাজের সামনের অংশ থেকে লেজ পর্যন্ত ছড়িয়ে পড়ছিল।
বান্ধবীর সঙ্গে বিমানবন্দরের কাছের একটি পার্কে ডিনার করছিলেন জিমি মাজেও। তিনি বলেন, আকাশে উজ্জ্বল সাদা আলোর ছটা দেখতে পান।
তিনি প্রথমে এটিকে খুব একটা গুরুত্ব দেননি, তবে পরে যখন বড়সংখ্যক জরুরি সেবাকর্মী ঘটনাস্থলে আসে, তখন বুঝতে পারেন কিছু ভয়াবহ ঘটেছে।
মার্কিন কর্মকর্তারা যা বলছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত। তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘ঈশ্বর তাঁদের আত্মার মঙ্গল করুন। উদ্ধার তৎপরতার জন্য প্রথম যারা ঘটনাস্থলে পৌঁছেছেন, অসাধারণ কাজের জন্য ধন্যবাদ।’
নিজের ট্রুথসোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প প্রশ্ন লিখেন, ‘এই ঘটনা কীভাবে ঘটল? এটি প্রতিরোধ করা উচিত ছিল। একদম ভালো হয়নি।’
ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। শন ডাফি বলেন, ‘রাতে যা ঘটেছে, তা নিয়ে তদন্ত হবে।’
আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইসম এক ভিডিও বার্তায় দুর্ঘটনায় নিহতদের জন্য ‘গভীর শোক’ প্রকাশ করেছেন। বার্তাটি এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের পর মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার ও ৬৪ জন আরোহী নিয়ে উড়োজাহাজ ওয়াশিংটন ডিসির পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত উদ্ধারকারী দলগুলো হিমশীতল পানিতে অনুসন্ধান চালিয়ে ১৮টি মৃতদেহ উদ্ধার করেছে।
বিবিসির সম্প্রচার সহযোগী সিবিএসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই দুর্ঘটনার পর কাছাকাছি অবস্থিত রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই সর্বশেষ তথ্য পাঠকদের জন্য তুলে ধরা হলো।
হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষ: যেভাবে ঘটল
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, আমেরিকান এয়ারলাইন্সের ৫৩৪২ নম্বর ফ্লাইট স্থানীয় সময় বুধবার রাত ৯টা নাগাদ রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
যাত্রীবাহী উড়োজাহাজটি ছিল বম্বার্ডিয়ার সিআরজে৭০০ মডেলের, যা কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করেছিল। এতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন বলে আমেরিকান এয়ারলাইন্স নিশ্চিত করেছে।
পেন্টাগন জানায়, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টারটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ার থেকে উড্ডয়ন করেছিল। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার বলেন, সেনাবাহিনীর ওই হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন।
এফএএ জানিয়েছে, তারা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) সঙ্গে যৌথভাবে এই দুর্ঘটনার তদন্ত করবে।
হতাহত কতজন?
ওয়াশিংটন ডিসির কর্মকর্তারা নিহত বা আহতের সংখ্যা নিশ্চিত করেননি। এক সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, উদ্ধার অভিযানই এখন প্রধান লক্ষ্য। তবে এখন পর্যন্ত ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সিবিএস জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী উড়োজাহাজটিকে পোটোম্যাক নদীতে দ্বিখণ্ডিত অবস্থায় দেখা গেছে, আর হেলিকপ্টারটি উল্টে পানির নিচে চলে গেছে।
ওয়াশিংটন ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস প্রধান জন ডোনেলি বলেন, ‘প্রায় ৩০০ জন উদ্ধারকারী রাবারের নৌকায় করে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং জীবিতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘এখানে প্রবল বাতাস ও ভাসমান বরফ থাকায় উদ্ধার কাজকে অত্যন্ত কঠিন করে তুলছে।’
প্রত্যক্ষদর্শীরা যা বলছেন
ঘটনার সময় জর্জ ওয়াশিংটন পার্কওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এরি শুলম্যান। তিনি উড়োজাহাজটিকে বিধ্বস্ত হতে দেখেছেন।
এরি শুলম্যান এনবিসি ওয়াশিংটনকে বলেন, ‘শুরুতে উড়োজাহাজটির অবতরণ স্বাভাবিক বলেই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ সেটি ডান দিকে বাঁক নেয় এবং তার নিচের অংশ থেকে ঝাঁকে ঝাঁকে স্ফুলিঙ্গ নির্গত হতে থাকে, যা পুরো উড়োজাহাজকে আলোকিত করে।’
তিনি আরও বলেন, তিনি তখন বুঝতে পারেন কিছু একটা গণ্ডগোল হচ্ছে। কারণ রাতের বেলা অবতরণকালে উড়োজাহাজের নিচের অংশ এতটা দৃশ্যমান হওয়ার কথা নয়।
তিনি বলেন, স্ফুলিঙ্গগুলো ‘বিশাল রোমান মোমবাতির’ মতো দেখতে ছিল এবং তা উড়োজাহাজের সামনের অংশ থেকে লেজ পর্যন্ত ছড়িয়ে পড়ছিল।
বান্ধবীর সঙ্গে বিমানবন্দরের কাছের একটি পার্কে ডিনার করছিলেন জিমি মাজেও। তিনি বলেন, আকাশে উজ্জ্বল সাদা আলোর ছটা দেখতে পান।
তিনি প্রথমে এটিকে খুব একটা গুরুত্ব দেননি, তবে পরে যখন বড়সংখ্যক জরুরি সেবাকর্মী ঘটনাস্থলে আসে, তখন বুঝতে পারেন কিছু ভয়াবহ ঘটেছে।
মার্কিন কর্মকর্তারা যা বলছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত। তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘ঈশ্বর তাঁদের আত্মার মঙ্গল করুন। উদ্ধার তৎপরতার জন্য প্রথম যারা ঘটনাস্থলে পৌঁছেছেন, অসাধারণ কাজের জন্য ধন্যবাদ।’
নিজের ট্রুথসোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প প্রশ্ন লিখেন, ‘এই ঘটনা কীভাবে ঘটল? এটি প্রতিরোধ করা উচিত ছিল। একদম ভালো হয়নি।’
ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। শন ডাফি বলেন, ‘রাতে যা ঘটেছে, তা নিয়ে তদন্ত হবে।’
আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইসম এক ভিডিও বার্তায় দুর্ঘটনায় নিহতদের জন্য ‘গভীর শোক’ প্রকাশ করেছেন। বার্তাটি এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
ঘোড়ার দেশ মঙ্গোলিয়া। ত্রয়োদশ শতকে চেঙ্গিস খানের নেতৃত্বে এই দেশেরই অশ্বারোহী বাহিনী এশিয়া ও ইউরোপের বিশাল অংশ জয় করেছিল। এই দেশেই একসময় ঘুরে বেড়াত পৃথিবীর সবচেয়ে বুনো ঘোড়ার জাত টাখি। কিন্তু বিশেষ প্রজাতির এই ঘোড়ার সংখ্যা কমতে কমতে একসময় বিলুপ্ত হয়ে যাচ্ছিল!
১ ঘণ্টা আগেদিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদে আট বছর ধরে একটি ভুয়া দূতাবাস চালাচ্ছিলেন হর্ষবর্ধন জৈন। তাঁর বিষয়ে তদন্ত শুরু হওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৩০০ কোটি রুপির কেলেঙ্কারি, গত ১০ বছরে ১৬২টি বিদেশ ভ্রমণ এবং একাধিক বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তাঁর সম্ভাব্য যোগসূত্র মিলেছে।
১ ঘণ্টা আগেচার দিন ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ অবসানে এবার শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আগামীকাল সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ায় দুই দেশের মধ্যে আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। থাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি
৩ ঘণ্টা আগেগাজার নির্দিষ্ট কিছু অংশে দৈনিক ১০ ঘণ্টা সামরিক অভিযান বন্ধ রাখা ও নতুন ত্রাণ করিডর খোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সময়ে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় আকাশপথে ত্রাণ বিতরণ শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এ ঘোষণা দিয়েছে।
৩ ঘণ্টা আগে