জাপানের সহায়তায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে উচ্চগতির রেল নির্মাণ করতে চায় বাইডেন প্রশাসন। চলতি সপ্তাহে ওয়াশিংটনে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্র রয়টার্সকে জানিয়েছে, আগামীকাল বুধবার বৈঠক অনুষ্ঠিত হবে বাইডেন ও কিশিদার মধ্যে। এর পরই হয়তো দুই নেতা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেবেন। এ ছাড়া, জাপানি প্রতিষ্ঠান নিপ্পন স্টিল কর্তৃক ইউএস স্টিল কিনে নেওয়ার যে পরিকল্পনা চলছে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
বিগত ৯ বছরের মধ্যে এই প্রথম কোনো জাপানি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। বিশ্লেষকেরা বলছেন, এই সফর দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত নৈকট্য আরও ঘনিষ্ঠ করে তুলবে।
মূলত টেক্সাসের ডালাস থেকে হিউস্টন পর্যন্ত প্রায় ২৪০ কিলোমিটার দীর্ঘ উচ্চগতির রেল প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বাইডেন ও কিশিদার বৈঠকে। দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বৈঠক শেষে যৌথ বিবৃতিও আসতে পারে এ বিষয়ে।
তবে বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই প্রকল্প এখনো সেই পর্যায়ে যায়নি, যে পর্যায়ে গেলে দুই দেশের নেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন। এ ছাড়া যে সূত্রগুলো রয়টার্সের সঙ্গে কথা বলেছে, তারা সবাই জানিয়েছে, এ বিষয়ে সফরের আগে চূড়ান্ত চুক্তির বিষয়াদি পরিবর্তিত হতে পারে।
জাপানের সহায়তায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে উচ্চগতির রেল নির্মাণ করতে চায় বাইডেন প্রশাসন। চলতি সপ্তাহে ওয়াশিংটনে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্র রয়টার্সকে জানিয়েছে, আগামীকাল বুধবার বৈঠক অনুষ্ঠিত হবে বাইডেন ও কিশিদার মধ্যে। এর পরই হয়তো দুই নেতা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেবেন। এ ছাড়া, জাপানি প্রতিষ্ঠান নিপ্পন স্টিল কর্তৃক ইউএস স্টিল কিনে নেওয়ার যে পরিকল্পনা চলছে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
বিগত ৯ বছরের মধ্যে এই প্রথম কোনো জাপানি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। বিশ্লেষকেরা বলছেন, এই সফর দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত নৈকট্য আরও ঘনিষ্ঠ করে তুলবে।
মূলত টেক্সাসের ডালাস থেকে হিউস্টন পর্যন্ত প্রায় ২৪০ কিলোমিটার দীর্ঘ উচ্চগতির রেল প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বাইডেন ও কিশিদার বৈঠকে। দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বৈঠক শেষে যৌথ বিবৃতিও আসতে পারে এ বিষয়ে।
তবে বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই প্রকল্প এখনো সেই পর্যায়ে যায়নি, যে পর্যায়ে গেলে দুই দেশের নেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন। এ ছাড়া যে সূত্রগুলো রয়টার্সের সঙ্গে কথা বলেছে, তারা সবাই জানিয়েছে, এ বিষয়ে সফরের আগে চূড়ান্ত চুক্তির বিষয়াদি পরিবর্তিত হতে পারে।
সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে, যেখানে দেশটির ওপর আক্রমণ যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ বলে গণ্য হবে। এই চুক্তিটি অনেকটাই গত মাসে কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা এক চুক্তির মতো। যেখানে ঘোষিত হয়েছে, উপসাগরীয় দেশটির ওপর যেকোনো কোনো আক্রমণই আমেরিকার ‘শান্তি ও
২১ মিনিট আগেতাইওয়ানের সবচেয়ে বড় বিরোধী দল কুয়োমিনতাংয়ের (কেএমটি) নতুন প্রধান নির্বাচিত হয়েছেন চেং লি-ওন। তিনি দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে কাজ করেছেন। এক সময় চীন থেকে পালিয়ে আসা চিয়াং কাইশেক এই দলের নেতা ছিলেন।
১ ঘণ্টা আগেভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুমকি দিয়েছিলেন, পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভারতের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের আওতায়। এর পরপরই, পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে হুমকি দিয়ে বলেছেন, দেশটি উসকানি দিলে পাকিস্তান পারমাণবিক বোমা ব্যবহারেও পিছপা হবে না। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রত
২ ঘণ্টা আগেএক সপ্তাহের তীব্র সীমান্ত সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সরাসরি আলোচনার পর উভয় পক্ষ এই সম্মতি দেয়। ২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর দুই দেশের মধ্যে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।
২ ঘণ্টা আগে