Ajker Patrika

বিশ্বে করোনায় এক দিনে ৩৪ লক্ষাধিক শনাক্ত, মৃত্যু ১০,৩২৪

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১২: ১০
Thumbnail image

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৮ হাজার ১১৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১০ হাজার ৩২৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৮৩৩ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৬৮৩ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ কোটি ৫২ লাখ ৭১ হাজার ৪০২ জনের এবং মারা গেছে ৯ লাখ ৫ হাজার ৬৬১ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৩ লাখ ২১৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ লাখ ৬৮ হাজার ১৫ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৯ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত