Ajker Patrika

সামাজিক যোগাযোগমাধ্যম খুললেন ট্রাম্পের সাবেক সহযোগী, উদ্বোধনের দিনেই হ্যাক 

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১১: ১১
সামাজিক যোগাযোগমাধ্যম খুললেন ট্রাম্পের সাবেক সহযোগী, উদ্বোধনের দিনেই হ্যাক 

নতুন সামাজিক যোগাযোগমাধ্যম খুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জেসন মিলার। উদ্বোধনের পরেই জিইটিটিআর নামের ওই সামাজিক যোগাযোগমাধ্যমটি হ্যাক করা হয়েছে। এরই মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ ওই সামাজিক যোগাযোগমাধ্যমে নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন মিলার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জিইটিটিআর নামের সামাজিক যোগাযোগমাধ্যমটি টুইটারের মতো। এটি গুগল প্লে ও অ্যাপলের অ্যাপ স্টোরেও পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমটির বিজ্ঞাপনে বলা হয়েছে, সারা বিশ্বের মানুষের জন্য এটি একটি নিরপেক্ষ সামাজিক নেটওয়ার্ক।

এক বিবৃতিতে মিলার বলেন, কয়েক মিনিটের মধ্যেই সমস্যাটির সমাধান করা হয়েছে। অনুপ্রবেশকারীরা ঢুকে কয়েকজন ব্যবহারকারীর নাম পরিবর্তন করে দিয়েছিল।

ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন গত রোববার জানিয়েছেন, টুইটারের জনপ্রিয়তা কমাতে আসছে জিইটিটিআর।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার পর ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে ট্রাম্পকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলার জানিয়েছিলেন, ট্রাম্প খুব শিগগির এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবেন, তবে কিছু শর্তের পরিপ্রেক্ষিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত