Ajker Patrika

বুলশিট: বাড়িতে বসে অফিস করা নিয়ে যা বললেন ইলন মাস্ক

আপডেট : ১৭ মে ২০২৩, ২১: ৪০
বুলশিট: বাড়িতে বসে অফিস করা নিয়ে যা বললেন ইলন মাস্ক

করোনার সময় লকডাউন ও সংক্রমণের আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েছিলেন অসংখ্য মানুষ। এ অবস্থায় দেশে দেশে কর্মীদের বাড়িতে বসে কাজ করার সুযোগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠান। ধীরে ধীরে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বিশ্বজুড়ে। 

কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও আবার অফিসে ফিরতে চাইছেন না অসংখ্য কর্মী। তাঁরা বাড়িতে বসেই কাজ চালিয়ে যেতে চান।

এবার বাড়িতে বসে কর্মীদের কাজ করতে চাওয়ার মানসিকতাকে কটাক্ষ করলেন ‘টেসলা ও স্পেসএক্স’-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। বিষয়টিকে ‘বুলশিট’ বা বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। 

আজ বুধবার মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মনোভাব দেখান মাস্ক। শুধু তা-ই নয়, যারা বাড়িতে বসে কাজ করতে চান, তাঁরা লা লা ল্যান্ডে (স্বপ্নের জগৎ) বাস করছে বলেও মন্তব্য করেন তিনি। 

যারা বাড়িতে বসে কাজ করতে চান, তাঁদের উদ্দেশে মাস্ক বলেন, ‘যারা আপনার গাড়ি নির্মাণ করছে, বাড়ি ঠিক করছে—তারা বাড়ি থেকে কাজ করতে পারে না। কিন্তু আপনি করতে পারেন। এটা কি নৈতিকভাবে ঠিক? এটা গোলমেলে। অফিসে বসে যাদের কাজ করতে হয়, তাদের জন্য এটা অপমানজনক।’ 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার পর সংস্থাটির বিভিন্ন নিয়মকানুনে পরিবর্তন আনেন ইলন মাস্ক। এর মধ্যে বাড়িতে বসে কাজ করার নিয়মটিও বাতিল করে দেন তিনি। তবে শুধু নিজের কর্মীদেরই নয়, বাড়িতে বসে কাজ করতে চান এমন সব মানুষের উদ্দেশেই সাক্ষাৎকারে তোপ দাগান তিনি। 

বাড়ি থেকে ল্যাপটপে বসে কাজ করলে কর্মীদের উৎপাদনশীলতা কমে যায় বলেও মত দেন টেসলা বস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত