Ajker Patrika

জর্জ ফ্লয়েডের খুনি শোভিনকে কারাগারে হত্যার চেষ্টা, ২২ বার ছুরিকাঘাত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৫: ০২
জর্জ ফ্লয়েডের খুনি শোভিনকে কারাগারে হত্যার চেষ্টা, ২২ বার ছুরিকাঘাত

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিনকে হত্যাচেষ্টায় কারাগারে ২২ বার ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক বন্দীর বিরুদ্ধে। জর্জ ফ্লয়েডের প্রতি শোভিনের অন্যায়ের প্রতিশোধ নিতেই এই হত্যাচেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত জন টারস্কাক।

কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শোভিন অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসানের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশন নামে একটি কারাগারে বন্দী ছিলেন। গত মাসে সেই কারাগারের ল লাইব্রেরিতে তাঁর ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক গ্যাং সদস্য জন টারস্কাক ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

হামলার সময় অন্য পুলিশ সদস্যরা এসে না পড়লে সেদিন শোভিনকে খুন করে ফেলতেন বলে গতকাল শুক্রবার ফেডারেল প্রসিকিউটরদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন টারস্কাক।

জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বর্ণবাদ ও পুলিশি বর্বরতার দিকে দৃষ্টি নিক্ষেপে বাধ্য করেছিল ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। আর সেই আন্দোলনের ডাক দিতেই ‘ব্ল্যাক ফ্রাইডে’তে শোভিনকে আক্রমণ করা হয়েছিল বলে এফবিআই এজেন্টদের বলেছিলেন টারস্কাক।

প্রসিকিউটররা জানান, প্রায় এক মাস ধরে শোভিনকে আক্রমণ করার কথা ভেবেছিলেন বলে তদন্তকারীদের কাছে বলেছেন টারস্কাক। পরে অবশ্য হত্যা করতে চাননি বলেও দাবি করেছেন সাবেক এই গ্যাং সদস্য।

টাকসানে মার্কিন অ্যাটর্নির দপ্তর বলেছে যে, টারস্কাকের বিরুদ্ধে হত্যার চেষ্টা, হত্যার অভিপ্রায়ে হামলা, গুরুতর শারীরিক আঘাত এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে।

গুরুতর হামলার শিকার হওয়ার পরও সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন বেঁচে থাকবেন বলে মিনেসোটা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের এক বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। জর্জ ফ্লয়েডকে আটক করতে গিয়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন হাঁটু দিয়ে তাঁর ঘাড় চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। এই হত্যায় ডেরেক শোভিন ছাড়াও আরও তিন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত