জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিনকে হত্যাচেষ্টায় কারাগারে ২২ বার ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক বন্দীর বিরুদ্ধে। জর্জ ফ্লয়েডের প্রতি শোভিনের অন্যায়ের প্রতিশোধ নিতেই এই হত্যাচেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত জন টারস্কাক।
কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শোভিন অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসানের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশন নামে একটি কারাগারে বন্দী ছিলেন। গত মাসে সেই কারাগারের ল লাইব্রেরিতে তাঁর ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক গ্যাং সদস্য জন টারস্কাক ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
হামলার সময় অন্য পুলিশ সদস্যরা এসে না পড়লে সেদিন শোভিনকে খুন করে ফেলতেন বলে গতকাল শুক্রবার ফেডারেল প্রসিকিউটরদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন টারস্কাক।
জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বর্ণবাদ ও পুলিশি বর্বরতার দিকে দৃষ্টি নিক্ষেপে বাধ্য করেছিল ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। আর সেই আন্দোলনের ডাক দিতেই ‘ব্ল্যাক ফ্রাইডে’তে শোভিনকে আক্রমণ করা হয়েছিল বলে এফবিআই এজেন্টদের বলেছিলেন টারস্কাক।
প্রসিকিউটররা জানান, প্রায় এক মাস ধরে শোভিনকে আক্রমণ করার কথা ভেবেছিলেন বলে তদন্তকারীদের কাছে বলেছেন টারস্কাক। পরে অবশ্য হত্যা করতে চাননি বলেও দাবি করেছেন সাবেক এই গ্যাং সদস্য।
টাকসানে মার্কিন অ্যাটর্নির দপ্তর বলেছে যে, টারস্কাকের বিরুদ্ধে হত্যার চেষ্টা, হত্যার অভিপ্রায়ে হামলা, গুরুতর শারীরিক আঘাত এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে।
গুরুতর হামলার শিকার হওয়ার পরও সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন বেঁচে থাকবেন বলে মিনেসোটা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের এক বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। জর্জ ফ্লয়েডকে আটক করতে গিয়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন হাঁটু দিয়ে তাঁর ঘাড় চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। এই হত্যায় ডেরেক শোভিন ছাড়াও আরও তিন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হন।
জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিনকে হত্যাচেষ্টায় কারাগারে ২২ বার ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক বন্দীর বিরুদ্ধে। জর্জ ফ্লয়েডের প্রতি শোভিনের অন্যায়ের প্রতিশোধ নিতেই এই হত্যাচেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত জন টারস্কাক।
কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শোভিন অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসানের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশন নামে একটি কারাগারে বন্দী ছিলেন। গত মাসে সেই কারাগারের ল লাইব্রেরিতে তাঁর ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক গ্যাং সদস্য জন টারস্কাক ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
হামলার সময় অন্য পুলিশ সদস্যরা এসে না পড়লে সেদিন শোভিনকে খুন করে ফেলতেন বলে গতকাল শুক্রবার ফেডারেল প্রসিকিউটরদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন টারস্কাক।
জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বর্ণবাদ ও পুলিশি বর্বরতার দিকে দৃষ্টি নিক্ষেপে বাধ্য করেছিল ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন। আর সেই আন্দোলনের ডাক দিতেই ‘ব্ল্যাক ফ্রাইডে’তে শোভিনকে আক্রমণ করা হয়েছিল বলে এফবিআই এজেন্টদের বলেছিলেন টারস্কাক।
প্রসিকিউটররা জানান, প্রায় এক মাস ধরে শোভিনকে আক্রমণ করার কথা ভেবেছিলেন বলে তদন্তকারীদের কাছে বলেছেন টারস্কাক। পরে অবশ্য হত্যা করতে চাননি বলেও দাবি করেছেন সাবেক এই গ্যাং সদস্য।
টাকসানে মার্কিন অ্যাটর্নির দপ্তর বলেছে যে, টারস্কাকের বিরুদ্ধে হত্যার চেষ্টা, হত্যার অভিপ্রায়ে হামলা, গুরুতর শারীরিক আঘাত এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে।
গুরুতর হামলার শিকার হওয়ার পরও সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন বেঁচে থাকবেন বলে মিনেসোটা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের এক বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। জর্জ ফ্লয়েডকে আটক করতে গিয়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন হাঁটু দিয়ে তাঁর ঘাড় চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। এই হত্যায় ডেরেক শোভিন ছাড়াও আরও তিন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হন।
চলতি বছরের প্রথম তিন মাসে বিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের অন্যতম ব্যবসা টেসলার মুনাফায় ব্যাপক ধস নেমেছে। আর এতেই টনক নড়েছে মাস্কের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে নিজের ভূমিকা কমিয়ে ব্যবসায় আরও বেশি মনযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য
১ ঘণ্টা আগেআইবির এই কর্মকর্তা লিভ ট্র্যাভেল কনসেশন (এলটিসি)–এর অধীনে পরিবারের সঙ্গে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন। অন্য বহু পর্যটকের সঙ্গে তাঁরা পহেলগামের বাইসারান উপত্যকায় (‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত) ছিলেন। ওই সময় অস্ত্রধারীরা তাঁদের ওপর হামলা করে।
২ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের মৃত্যুতে সামাজিক মাধ্যমে ইসরায়েলের সরকারি অ্যাকাউন্ট থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছিল। তবে পরে তা মুছে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও জল্পনা। যদিও ইসরায়েল সরকার এই শোকবার্তা মুছে ফেলার কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি।
২ ঘণ্টা আগেনতুন হাইড্রোজেন বোমা বানিয়েছে চীন। তবে এই বোমাটি পারমাণবিক নয়, অ-পারমাণবিক। পারমাণবিক বোমার তুলনায় এই বোমার পার্থক্য হলো এটি আকারে বেশ ছোট হয়েও অনেক বেশি তাপ উৎপাদন করতে পারে। তবে পারমাণবিক বোমার তুলনায় এই বোমার শক্তি যথেষ্ট কম। হংকংভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন...
৩ ঘণ্টা আগে