Ajker Patrika

২০২০ সাল থেকে মার্কিনদের আয়ু কমছে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১১: ২১
Thumbnail image

মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু ২০২০ সাল থেকে নাটকীয়ভাবে কমছে। স্বাস্থ্যবিষয়ক ওয়েব জার্নাল মেডরাইভে প্রকাশিত এক গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। 

গবেষণা প্রবন্ধটিতে বলা হয়েছে, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে মার্কিনিদের গড় বয়স ১ বছর ৯ মাস কমেছে। ২০২১ সালে সেখান থেকে কমে গেছে আরও ৪ মাস। এর জন্য অবশ্য করোনাভাইরাসকে দায়ী করা হয়েছে। 

গবেষকেরা যদিও বলেছিলেন, করোনাভাইরাসের কার্যকর টিকা আবিষ্কার করা গেলে এবং ব্যাপকসংখ্যক মানুষের মধ্যে টিকা প্রয়োগ করা গেলে মৃত্যুহার অনেক কমে আসবে। কিন্তু তাঁদের সেই আশাবাদ ফলপ্রসূ হয়নি। ধীরগতিতে মানুষের টিকা গ্রহণ এবং করোনার ডেল্টা ভেরিয়েন্ট বরং মৃত্যুহার বাড়িয়েছে। 

মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান কায়সার ফ্যামিলি ফাউন্ডেশনের এক বিশ্লেষণে দেখা গেছে, গত দুই বছরে মার্কিনদের গড় আয়ু কমে গেছে এবং এর পেছনে অন্যতম প্রধান কারণ করোনাভাইরাস। 

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলেছে, করোনা মহামারির আগের দশকে যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু বছরে শূন্য দশমিক ১ বছরেরও কম পরিবর্তিত হয়েছে। 

কিন্তু নতুন প্রতিবেদন বলছে, করোনা মহামারির সময়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য উচ্চ আয়ের দেশগুলোতে মানুষের জীবনমান ও আয়ুর ব্যবধান বেড়েছে। ২০২০ সালে সমগোত্রীয় ১৯টি দেশের মানুষের গড় আয়ুর চেয়ে যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু এক-তৃতীয়াংশ কমেছে। 

২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু ছিল ৭৮ বছর ৯ মাস। সেখান থেকে ২০২১ সালে কমে দাঁড়িয়েছে ৭৬ বছর ৬ মাস। সমগোত্রীয় অন্যান্য দেশের তুলনায় এই গড় আয়ু পাঁচ বছরেরও কম। 

ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির সেন্টার অন সোসাইটি অ্যান্ড হেলথের গবেষণা প্রবন্ধের লেখক ও পরিচালক ডা. স্টিভেন উলফ এক বিবৃতিতে বলেছেন, ‘মৃত্যুহার বেড়ে যাওয়ার এই পরিণতিই বলে দিচ্ছে যুক্তরাষ্ট্র কীভাবে মহামারিকে মোকাবিলা করেছে।’ 

২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের গড় আয়ু অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল। কিন্তু ২০২১ সালে শ্বেতাঙ্গদের গড় আয়ু কমেছে। অন্যদিকে হিস্পানিকদের গড় আয়ু স্থির ছিল এবং কৃষ্ণাঙ্গদের কিছুটা বেড়েছে। 

ডা. স্টিভেন উলফ এবং অন্য গবেষকেরা জানিয়েছেন, এই গবেষণার জন্য তাঁরা ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিকসের মানব মৃত্যুর ডেটাবেইস এবং অন্যান্য আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা থেকে পাওয়া মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত