Ajker Patrika

মালিক কোম্পানির সমালোচনার পর বন্ধ হচ্ছে মার্কিন উপস্থাপকের জনপ্রিয় শো

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্টিফেন কোলবার্টের উপস্থাপনায় প্রচারিত ‘দ্য লেট শো’ আগামী বছরের মে মাসে বর্তমান সম্প্রচার মৌসুমের শেষে বন্ধ হয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে সিবিএস। এই সিদ্ধান্ত ‘সম্পূর্ণভাবে আর্থিক বিবেচনায় নেওয়া হয়েছে’ বলে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে চ্যানেলটি।

গত বছর নির্বাচনী প্রচারের সময় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের করা মানহানির মামলায় সম্প্রতি ১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয় সিবিএস নিউজের মূল কোম্পানি প্যারামাউন্ট। এই সিদ্ধান্তের সমালোচনা প্রকাশ্যে করেছিলেন কোলবার্ট।

এরপরই এই জনপ্রিয় শোটি বন্ধের ঘোষণা এল।

সিবিএসের বিবৃতিতে বলা হয়, ‘স্টিফেন কোলবার্টের দ্য লেট শো বন্ধের সিদ্ধান্তের সঙ্গে অনুষ্ঠানের পারফরম্যান্স, বিষয়বস্তু বা প্যারামাউন্টে চলমান অন্য কোনো ঘটনার কোনো সম্পর্ক নেই।’

এটি একটি ‘যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

২০১৫ সালে ‘দ্য লেট শো’-এর উপস্থাপক, নির্বাহী প্রযোজক এবং লেখক হিসেবে দায়িত্ব নেন কোলবার্ট।

এক প্রতিবেদনে দ্য ওয়াশিংটন পোস্ট বলেছে, গতকাল রেকর্ডিং চলাকালে কোলবার্ট দর্শকদের জানান, অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার খবর তিনি আগের রাতেই পেয়েছেন। এটা শুনে দর্শকদের মধ্যে অসন্তোষ প্রকাশ পায়। তখন তিনি তাদের বলেন, ‌‘আপনাদের অনুভূতির সঙ্গে আমি একমত।’

তিনি বলেন, ‘আমার জায়গায় কাউকে আনা হচ্ছে না। পুরো অনুষ্ঠানটাই শেষ হয়ে যাচ্ছে। এখানে কর্মরত প্রায় ২০০ জনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সিবিএসের অনেক কর্মীই এই ঘোষণায় বিস্মিত। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মী দ্য ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমরা একেবারে হকচকিত হয়ে গেছি।’

গত বছরের অক্টোবরে নির্বাচনী প্রচারে ট্রাম্প অভিযোগ করে বলেছিলেন, সিবিএস টেলিভিশন নেটওয়ার্কে প্রচারিত অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের দেওয়া একটি প্রশ্নের দুটি সংস্করণ দেখানো হয়েছিল, যা তাঁর নির্বাচনী সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে।

সিবিএস দাবি করেছিল, হ্যারিসের উত্তর সময় সংকোচনের কারণে সম্পাদনা করা হয়েছিল। এটি উদ্দেশ্যমূলক ছিল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত